বর্তমানে দেশ বিদেশ এ ব্লগার এর অভাব নেই।
তাই থিম ডেভলপার রাও সুযোগ পেয়ে থিম এর দাম এত বাড়িয়ে দিয়েছে যে তা বলার বাইরে।
নতুন ব্লগার যারা আছে তাদের তো থিম এর দাম শুনলেই চোখ কপালে উঠে।
এক একটা থিম মিনিমাম ৫০$+
প্রথম অবস্থায় ব্লগিং শুরু করতেই গিয়ে কী এত টাকা দিয়ে থিম কিনা সম্ভব?
হ্যাঁ, সম্ভব। তবে যাদের টাকা আছে তাদের জন্যই।
কিন্তু আমাদের টাকা নেই বলে আমরা পিছিয়ে থাকব?
তাই আপনাদের জন্য নিয়ে এসেছি একটা ওয়ার্ডপ্রেস প্রিমিয়াম একদম ফ্রীতে।
এই থিম টা একজন অথর ট্রিকবিডিতে শেয়ার করেছিল.. তবে তিনি ডাউনলোড লিংক দেয় নি।
দিয়েছে তার ফেসবুক আইডি…সে তার কাছ থেকে থিম টা কিনে নিতে বলে।
পরবর্তীতে আমরা ৫০০৳ দিয়ে থিম টা তার কাছ থেকে কিনে নেই…
তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি কাজে চলে যাই…
প্রথমে থিম এর Demo দেখে নিন…
এবার থিম এর কিছু স্ক্রিনশট দেখে নিনঃ
আশা করি থিম টা ভালো লেগেছে…
ডাউনলোড করতে নিচের লিংক এ ক্লিক করুন
অনলাইন আর্নিং, টেক আপডেট, টিপস & ট্রিক্স পেতে ভিজিট করুন BDTechLab.com