Site icon Trickbd.com

[Part-2]২মিনিটে একটি WordPress Website খুলে Auto Blogging করে টাকা আয় করুন

WordPress Website Creating & Auto Blogging এর সিরিজ টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। এটি হচ্ছে এই সিরিজ এর দ্বিতীয় পর্ব।

গত পর্বে দেখিয়েছিলাম কীভাবে ফ্রীতে একটি ওয়ার্ডপ্রেস ব্লগ খোলা যায় এবং এর পাশাপাশি অটো ব্লগিং নিয়ে ব্যাসিক ধারণা।
গত পর্বের পোস্ট টি যারা দেখেন নি তারা তারা এখান থেকে দেখে নিন।

এই পর্বে দেখাব কীভাবে অটো ব্লগিং এর জন্য প্রয়োজনী প্লাগিং সেট আপ করতে হয়।
চলুন তাহলে আর দেরি না করে ঝাপিয়ে পড়া যাক।

আমরাদের আজকের পর্বে যেই প্লাগিন দুটি প্রয়োজনঃ
1.Rss Post Importer
2.Yoast SEO

যদি থাকে তো ভালো কথা…না থাকলে নিচের লিংক থেকে ডাউনলোড করে নিন।

1.Rss Post Importer

2.Yoast SEO

এবার সোজা আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ড্যাশবোর্ডে চলে যান।

সেখান থেকে Plugin এ ক্লিক করুন তারপর Add New তে ক্লিক করুন।

এবার Upload Plugin এ ক্লিক করুন।

এবার যেই Rss Post Importer Plugin টি ডাউনলোড করেছিলেন সেটি আপ্লোড করে দিন।

আপলোড হয়েগেলে Active Plugin এ ক্লিক করুন।

তারপর সেটিংস থেকে Rss Post importer এ ক্লিক করুন।

এবার Add New Feed ক্লিক করুন

Name এর বক্সে আপনার ফীড এর নাম দিন। যেভাবে আছে সেভাবে থাকলেও সমস্যা নেইন।

Feed Url এর বক্সে আপনি যেই সাইটের পোস্ট আপনার সাইটে পোস্ট করতে চান সেই সাইটের লিংক দিন।
ধরুন আপনি নিউজ সাইট নিয়ে কাজ করতে চাচ্ছেন। আর আপনি চাচ্ছেন বাংলাদেশ এর টপ নিউজ সাইট গুলোর পোস্ট আপনার সাইটে অটোম্যাটিক পোস্ট হবে।
আপনি যেই সাইটের পোস্ট কপি করতে চান সেই সাইটের লিংক দিন।
Example: prothomalo.com

এবার Save ক্লিক করুন।

এখন আপনি যেই সাইটের লিংক দিয়েছেন সেই সাইটের পোস্ট গুলো প্রতিদিন আপনার সাইটে পোস্ট হবে। আপনাকে কিছুই করতে হবেনা।

এবার Rss post importer plugin যেভাবে ইন্সটল করেছেন ঠিক সেই ভাবে Yoast SEO Plugin টি ইন্সটল করে Active করে নিন।

এটার সেট আপ ইনসাআল্লাহ আগামী পর্বে দেওয়া হবে।

আশা করি এই টুকু সবাই বুঝতে পেরেছেন। তারপরও যদি বুঝতে সমস্যা হয় তাহলে নিচের ভিডিও টি দেখুন।

প্রতিদিন অনলাইন আর্নিং রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেল টি সাবস্ক্রাইব করুন। আমার চ্যানেলঃ Crack Labz