আপনারা অনেকেই হয়ত WordPress এবং Auto Blogging সম্পর্কে জেনে থাকবেন। আবার অনকেই হয়ত এর সাহাজ্যে টাকা ও ইনকাম করে যাচ্ছেন।
শুরুতেই বলে রাখা ভালো যে আপনি ফ্রিতে Auto Blogging করে যে মাসে ১০-২০ হাজার টাকা ইনকাম করতে এমন নয়। ফ্রিতে করতে চাইলে মাসে ১-২ হাজার টাকার বেশি আশা করাই বৃথা।
তারপর ও পোস্ট শুরু করার আগে একটু সার-সংক্ষেপ দেখে নিন।
WordPress কী?
Wordpress হচ্ছে একটি ফ্রী কন্টেন্ট ম্যানেজ মেন্ট প্লাটফর্ম। এই ওয়েবসাইটের সাহায্যে আপনি খুব সহজেই সিম্পল থেকে শুরু করে অনেক গর্জিয়াস একটি ওয়েবসাইট তৈরী করে ফেলতে পারবেন।
Auto Blogging কী?
Blogging মানে হচ্ছে কোন কিছু লিখা। সেটা হতে পারে কোন গল্প কিংবা কোন টিউটোরিয়াল।
আর Auto Blogging মানে হচ্ছে সহজেই অন্যের লেখা নিজের বলে চালিয়ে দেওয়া/ ক্রেডিট দিয়ে নিজের ওয়েবসাইটে প্রকাশ করা।
পোস্ট একটু বড় হতে পারে। তাই সার-সংক্ষেপ একটু বেশিই সংক্ষিপ্ত হয়ে গেল। তার জন্য দুঃখিত। বিস্তারিত জানতে চাইলে একটু গুগল করে দেখতে পারেন। বাংলায় ও অনেক কন্টেন্ট পাবেন।
এবার আসি মূল পোস্টের বিষয়ে।
এই পোস্ট যেহেতু একটু বড় হবে তাই আমি এটা কে সিরিজ পোস্ট হিসেবে করব। এই সিরিজ এর সব পোস্ট পেতে আপনাকে অবশ্যই ট্রিকবিডির সাথেই থাকতে হবে।
সম্পূর্ন সিরিজ এ যা যা থাকছেঃ
- WordPress Install
- Theme Set Up
- Plugin Set Up
- Basic SEO
এই পর্বে যা থাকছেঃ
এই পর্বে দেখাব শুধু কীভাবে ফ্রীতে একটি WordPress Website Create করতে হয়।
অনেকেই দেখা যায় যে Freenom থেকে ফ্রীতে ডোমেইন বিয়ে বিভিন্ন ফ্রী হোস্টিং সাইট থেকে হোস্টিং প্ল্যান নেয়।
আমরা ডোমেইন এবং হোস্টিং Infinityfree থেকে নিয়ে WordPress Website Create করব।
অনেকেরই আবার এই নিয়ে মতামত যে ফ্রী হোস্টিং গুলো নাকি কোন কারণ ছাড়াই সাইট সাস্পেন্ড করে দেই। কিন্তু আমি প্রায় ২ মাস ধরে এই ফ্রী হোস্টিং ব্যবহার করতেছি।
এডাল্ট কন্টেন্ট আর ফিশিং সাইট ছাড়া অন্য সাইট সহজে সাস্পেন্ড করে না।
শুরু করার আগে চাইলে আমার ওয়েবসাইটের Demo দেখতে পারেন।
So Let’s Get Started…
প্রথমে Infinity Free তে গিয়ে একাউন্ট করে নিন।
তারপর আপনার ই-মেইল কনফার্ম করে নিন।
এবার New Account এ ক্লিক করে নতুন একটা একাউন্ট করে নিন।
এখানে আপনার পছন্দ মতে ডোমেইন নেইম সিলেক্ট করুন। Ex:trickbd.epizy.com
তাহলে নাম দিবেন trickbd
তারপর ক্যাপছা ফীল করে Create একাউন্ট এ ক্লিক করুন।
এবার কিছুক্ষন অপেক্ষা করুন। আপনার একাউন্ট একটিভ হওয়ার জন্য। একাউন্ট একটিভ হয়েছে কিনা তা চেক করার জন্য View Client Area তে ক্লিক করুন।
একটিভ হয়ে গেলে কন্ট্রল প্যানেল এ ক্লিক করুন।
তারপর সেখান থেকে নিচের দিকে ক্রল করলে softaculous apps installer নামের অপশনে ক্লিক করুন।
তারপর WordPress সিলেক্ট করুন।
এবার ইন্সটল এ ক্লিক করুন।
এবার wp লিখা টা কেটে দিন।
তারপর আপনি চাইলে ব্লগ টাইটেল এবং ডেস্ক্রিপশন দিয়ে দিতে পারেন। আর নাহলে পরেও সেটিং করে নিতে পারবেন।
এখানে আপনার ইউজার নেম আর পাসওয়ার্ড দিন।
তারপর থিম সিলেক্ট করে ইন্সটল এ ক্লিক করুন
দেখুন আপনি সফল ভালবে WordPress করে ফেলেছেন। এবং আপনার ড্যাশবোর্ড এবং সাইট এর লিংক পেয়ে গেছেন।
আশা করি এই টুকু সবাই বুঝতে পেরেছেন। তারপরও যদি বুঝতে সমস্যা হয় তাহলে নিচের ভিডিও টি দেখুন।
Who is Abrarul Hoque?
2nd part …..
Apps install korte parci na.
C panel error dekhacce.
ভালো✌
Dekhe kori plzzz
আমার ওয়েব পোর্টাল এর লিনক টি ফেসবুক থেকে ব্লক করে দেয়া হয়েছে,,,শত চেষ্টার পরেও এটি আনব্লক করতে পারছিনা,,আর আমার ওয়েব পোর্টাল টা একটি অর্গানাইজেশন এর।যার ফলে আমরা সবাই ই ব্যাপক সমস্যার মাঝে পরছি।তাই এক্সপার্ট দের নিকট সাহায্য কামনা করছি,,,কিভাবে সাইট টি আনব্লক করতে পারি।দ্রষ্টব্য যে আমার ওয়েব সাইট টি ব্লগার থেকে নেয়া এবং তা কাস্টম মাস্টার ডোমেনে কনভার্ট করা।
অগ্রিম ধন্যবাদ সবাইকে
দ্বিতীয় পার্ট দিন,