আসসালামু আলাইকুম। Hello, বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালোই আছেন, আর ভালো থাকবেন ই না কেনো। কেননা যারা ট্রিকবিডির সাথে থাকে তারা সাধারণত ভালোই থাকে।
সকলকে জানাই ট্রিকবিডি এবং RM Extra Express এর পক্ষ থেকে Happy New Year এর শুভেচ্ছা দোয়া করি সুন্দর কাটুক সারা বছর।
আজকে আমি আপনাদের মাঝে টিওটরিয়াল এর শেষ পর্ব নিয়ে হাজির হলাম। Yes ব্রো, আজকের এই পার্ট টাই সাইট তৈরির শেষ পার্ট। যারা আমার আগের পার্টগুলো দেখেন নি তারা এখুনি আমার আইডি চেক করে আগের পার্ট গুলো দেখে নিন। আপনারা যদি আমার সবগুলো পোস্ট ফলো করেন তাহলে আপনি Professional মানের একদম ফ্রিতে নিউজ পোর্টাল সাইট তৈরি করতে পারবেন। আমি আপনাদের কে পার্ট পার্ট করে বুঝানোর চেষ্টা করেছি। আপনারা যদি সাথে থাকেন তাহলে আমি আপনাদের এই নিউজ সাইট থেকে যেভাবে ইনকাম করবেন সেটা শিখাবো। (১০ জনের মতামত পাইলেই শেয়ার করব ইনশাল্লাহ)
আজকের এই পার্ট এর কাজ সম্পন্ন করতে পারলে আপনার নিউজ সাইট পুরোপুরি ভাবে তৈরি হয়ে যাবে।
Attention Please
আমার পোস্ট গুলো যেহেতু Beginner দের জন্য তাই আজকে আমি শিখাবো যেভাবে আপনারা নিউজ সাইট এ পোস্ট করবেন। এছাড়া কিভাবে আপনারা গুরুত্বপুর্ণ নিউজ সাইডবার এ পোস্ট সেট করবেন।
আগের পর্বগুলো
তো চলুন এবার কাজের কথায় আসি
আপনারা নিচের Screenshot গুলো Follow করুন।
আশা করি সবকিছু বুজতে পারছেন। আর বিশেষ কিছু কথা ছিলো সাইট সম্পর্কে এখানে এতকিছু লেখা সম্ভব না। নিচের ভিডিওতে সব বলা আছে।
তারপরও যদি না বুঝে থাকেন তাহলে আমাদের ভিডিও টা দেখতে পারেন। ভিডিও তে আরও বোনাস হিসেবে রয়েছে, কিভাবে সাইটের একটা বিশেষ ফিচার যুক্ত করবেন, সেই টিওটোরিয়াল। এই ফিচার সাইটে বসালে ভিসিটর রা সাইটের প্রতি আরও আকৃষ্ট হবে। তো ভিডিও টা দেখে নিন:
Link: Free Basic ব্যবহারকারীরা এখানে এ গিয়ে ভিডিও টা দেখে আসুন।
আজকের মতো এখানেই শেষ
আপনাদের কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে আগামী পর্বে অর্থাৎ ৫ম পার্ট এ।
Please Wait For Next Post
আপনারা যদি কমেন্ট করে লেখক কে উৎসাহ দেন তাহলে লেখকের লিখার আগ্রহ বৃদ্ধি পায়। তাই প্লিজ কমেন্ট এ আপনি আপনার মন্তব্য জানাতে ভুলবেন না। আর প্লিজ কেউ খারাপ মন্তব্য করবেন না। আপনারা পরবর্তীতে কি নিয়ে পোস্ট চান তা অবশ্যই জানাতে ভুলবেন না। ধন্যবাদ।