Site icon Trickbd.com

(সাপ্তাহিক) ইউটিউব ও এডসেন্সের সম্পর্কিত আপনাদের করা সকল প্রশ্ন উওর পর্ব -২ (10.000 Subscriber Special)

Unnamed

“আস্সালামুআলাইকুম” ট্রিকবিডির বন্ধুরা সবাই কেমন আছো?

আশা করি ভাল আছো…. আজ আমি অনেক আনন্দিত, কারন আমার ছোট চ্যানেল (Android King BD) এর ১০হাজার সাব্স্ক্রাইবার পূর্ণ হয়েছে।

.
আর ১০ হাজার সাব্স্ক্রাইবার হওয়ার পিছনে ট্রিকবিডির ভুমিকা অসীম, কারন ট্রিকবিডি দিয়েই আমার চ্যানেলের অগ্রযাত্রা শুরু করেছিলাম…যখন আমার ৪৫৫ টা সাবস্ক্রাইব ছিলো তখন আমি ট্রিকবিডিতে “পা” রেখেছিলাম আর আজ ইনশা-আল্লাহ ১০ হাজার হয়েছে।

.

আশা করি আপনারা পাশে থাকলে 100K হতে বেশি দিন সময় লাগবেনা।

আপনাদের সবাইকে আমার চ্যানেল এবং আমার পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা জানাচ্ছি।

. আমার চেনেল লিংক….

.
পোস্ট টা কিছুটা ফারাবি ভাইয়ের মত হয়ে গেল তাই না? হ্যা আর এই পর্যন্ত আসতে ফারাবি ভাই অনেক হেল্প করেছে। So ভাইকে অনেক অনেক ধন্যবাদ।

.
(ইনশাআল্লাহ সামনে পিন ভেরিফাইয়ের বিস্তারিত পোস্ট পাবেন)

.
এবার বিস্তারিত পোস্ট শুরু করি।

.

  • প্রশ্নঃ
  • .

    উত্তর অবশ্যই পারবে ডাচবাংলা বংকে ইস্টুডেন্ট একাউন্টের সুবিধা আছে ওখান থেকে ইস্টুডেন্ট একাউন্ট খুলে ইউটিউবের টাকা তুলতে পারবে

    .

  • প্রশ্নঃ
  • আসলে সিপিসি ০:০১$ থাকাটা স্বাভাবিক। কোন সময় বাড়বে কোন সময় কমবে। তবে এটা কোন সমস্যা না। আর বাংলাদেশ থেকে সিপিসি বাড়ার চিন্তা না করাই ভালো। আর এটা বাড়াতে লো সিপিসি এড গুলা ব্লক করলেই হবে। তবে এটা না করাই ভালো।

    .

    অন্যর চেনেলের নাম কপি মারলে কি কোন সমস্যা হবে?
    .

    অবশ্যই সমস্যা হবে। কারন আমি মনে করি এটা সবচেয়ে গাধার কাজ কারন আপনি যার নাম কপি মারলেন সে তো অবশ্যই আপনার আগে থেকে ইউটিউবে! যার কারনে ঐ নামে সার্চ করলে তার চেনেলটাই আগে আসবে। এখন আপনি কাউকে বললেন যে এই নামে আমার চেনেল সে সার্চ করে দেখলো ঐ নামে প্রথমে যেটা আসলো সেটা সে সাবস্কাইব করলো আর আপনার টা খুজেই পেলোনা! এখন লাভ টা কার? আপনি গাধার মত খেটে আরেক জনের চেনেল পোমট করে দিচ্ছেন।

    .

  • প্রশ্নঃ
  • আমার চ্যানেল এর নাম লিখে সার্চ দিলে চ্যানেলটা খুজে পাই না কেনো?

    .

    অন্যর চেনেলের নাম কপি করে দিলে আসবে না। যেই নামে চেনেল নেই ঐ নাম দিন। ইউনিক নাম

    .

  • কত
  • ভিও এ কত টাকা?
    .

    .
    এটার কোন ধরাবাধা নেই। মুলত টাকাটা আসবে এড দেখানো ও ক্লিকের উপর ভিত্তি করে

    ,

  • প্রশ্নঃ
  • ইউটিউব কয় তারিখে টাকা দেয়?

    . প্রতি মাসের ১৩ তারিখের ভিতরে ইউটিউবের টাকা এডসেন্সে জমা হবে আর এডসেন্স থেকে মাসের ১৩-২৬ তারিখের ভিতর বেংক এ জাবে।

    .

  • প্রশ্নঃ
  • ১০০$ এর নিচে টাকা উঠানো যাবে?

    .
    অবশ্যই উঠানো যাবে। তবে সেটা ইললিগাল পদ্ধতি তে। তবে এটা না করাই ভালো। ৫০-৬০ ডলারো উঠাতে পারবেন। এই চিন্তা না করাই ভালো।
    .

    আশা করি সবসময় এই ভাবেই সাপোর্ট করবেন।
    .

    আপনাদের প্রশ্ন এই পোস্টের কমেন্টে জানান


    সৌজন্যেঃ ইউটিউব চেনেল