“আস্সালামুআলাইকুম” ট্রিকবিডির বন্ধুরা সবাই কেমন আছো?
আশা করি ভাল আছো…. আজ আমি অনেক আনন্দিত, কারন আমার ছোট চ্যানেল (Android King BD) এর ১০হাজার সাব্স্ক্রাইবার পূর্ণ হয়েছে।
.
আর ১০ হাজার সাব্স্ক্রাইবার হওয়ার পিছনে ট্রিকবিডির ভুমিকা অসীম, কারন ট্রিকবিডি দিয়েই আমার চ্যানেলের অগ্রযাত্রা শুরু করেছিলাম…যখন আমার ৪৫৫ টা সাবস্ক্রাইব ছিলো তখন আমি ট্রিকবিডিতে “পা” রেখেছিলাম আর আজ ইনশা-আল্লাহ ১০ হাজার হয়েছে।
.
আশা করি আপনারা পাশে থাকলে 100K হতে বেশি দিন সময় লাগবেনা।
আপনাদের সবাইকে আমার চ্যানেল এবং আমার পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা জানাচ্ছি।
.
আমার চেনেল লিংক….
.
পোস্ট টা কিছুটা ফারাবি ভাইয়ের মত হয়ে গেল তাই না? হ্যা আর এই পর্যন্ত আসতে ফারাবি ভাই অনেক হেল্প করেছে। So ভাইকে অনেক অনেক ধন্যবাদ।
.
(ইনশাআল্লাহ সামনে পিন ভেরিফাইয়ের বিস্তারিত পোস্ট পাবেন)
.
এবার বিস্তারিত পোস্ট শুরু করি।
.
.
.
.
অন্যর চেনেলের নাম কপি মারলে কি কোন সমস্যা হবে?
.
অবশ্যই সমস্যা হবে। কারন আমি মনে করি এটা সবচেয়ে গাধার কাজ কারন আপনি যার নাম কপি মারলেন সে তো অবশ্যই আপনার আগে থেকে ইউটিউবে! যার কারনে ঐ নামে সার্চ করলে তার চেনেলটাই আগে আসবে। এখন আপনি কাউকে বললেন যে এই নামে আমার চেনেল সে সার্চ করে দেখলো ঐ নামে প্রথমে যেটা আসলো সেটা সে সাবস্কাইব করলো আর আপনার টা খুজেই পেলোনা! এখন লাভ টা কার? আপনি গাধার মত খেটে আরেক জনের চেনেল পোমট করে দিচ্ছেন।
.
আমার চ্যানেল এর নাম লিখে সার্চ দিলে চ্যানেলটা খুজে পাই না কেনো?
.
অন্যর চেনেলের নাম কপি করে দিলে আসবে না। যেই নামে চেনেল নেই ঐ নাম দিন। ইউনিক নাম.
ভিও এ কত টাকা?
.
.
এটার কোন ধরাবাধা নেই। মুলত টাকাটা আসবে এড দেখানো ও ক্লিকের উপর ভিত্তি করে
,
ইউটিউব কয় তারিখে টাকা দেয়?
.
১০০$ এর নিচে টাকা উঠানো যাবে?
.
অবশ্যই উঠানো যাবে। তবে সেটা ইললিগাল পদ্ধতি তে। তবে এটা না করাই ভালো। ৫০-৬০ ডলারো উঠাতে পারবেন। এই চিন্তা না করাই ভালো।
.
আশা করি সবসময় এই ভাবেই সাপোর্ট করবেন।
.
আপনাদের প্রশ্ন এই পোস্টের কমেন্টে জানান
সৌজন্যেঃ ইউটিউব চেনেল