“আস্সালামুআলাইকুম” ট্রিকবিডির বন্ধুরা সবাই কেমন আছো?

আশা করি ভাল আছো…. আজ আমি অনেক আনন্দিত, কারন আমার ছোট চ্যানেল (Android King BD) এর ১০হাজার সাব্স্ক্রাইবার পূর্ণ হয়েছে।

.
আর ১০ হাজার সাব্স্ক্রাইবার হওয়ার পিছনে ট্রিকবিডির ভুমিকা অসীম, কারন ট্রিকবিডি দিয়েই আমার চ্যানেলের অগ্রযাত্রা শুরু করেছিলাম…যখন আমার ৪৫৫ টা সাবস্ক্রাইব ছিলো তখন আমি ট্রিকবিডিতে “পা” রেখেছিলাম আর আজ ইনশা-আল্লাহ ১০ হাজার হয়েছে।

.

আশা করি আপনারা পাশে থাকলে 100K হতে বেশি দিন সময় লাগবেনা।

আপনাদের সবাইকে আমার চ্যানেল এবং আমার পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা জানাচ্ছি।

.

আমার চেনেল লিংক….

.
পোস্ট টা কিছুটা ফারাবি ভাইয়ের মত হয়ে গেল তাই না? হ্যা আর এই পর্যন্ত আসতে ফারাবি ভাই অনেক হেল্প করেছে। So ভাইকে অনেক অনেক ধন্যবাদ।

.
(ইনশাআল্লাহ সামনে পিন ভেরিফাইয়ের বিস্তারিত পোস্ট পাবেন)

.
এবার বিস্তারিত পোস্ট শুরু করি।

.

  • প্রশ্নঃ
  • .

    উত্তর অবশ্যই পারবে ডাচবাংলা বংকে ইস্টুডেন্ট একাউন্টের সুবিধা আছে ওখান থেকে ইস্টুডেন্ট একাউন্ট খুলে ইউটিউবের টাকা তুলতে পারবে

    .

  • প্রশ্নঃ
  • আসলে সিপিসি ০:০১$ থাকাটা স্বাভাবিক। কোন সময় বাড়বে কোন সময় কমবে। তবে এটা কোন সমস্যা না। আর বাংলাদেশ থেকে সিপিসি বাড়ার চিন্তা না করাই ভালো। আর এটা বাড়াতে লো সিপিসি এড গুলা ব্লক করলেই হবে। তবে এটা না করাই ভালো।

    .

    অন্যর চেনেলের নাম কপি মারলে কি কোন সমস্যা হবে?
    .

    অবশ্যই সমস্যা হবে। কারন আমি মনে করি এটা সবচেয়ে গাধার কাজ কারন আপনি যার নাম কপি মারলেন সে তো অবশ্যই আপনার আগে থেকে ইউটিউবে! যার কারনে ঐ নামে সার্চ করলে তার চেনেলটাই আগে আসবে। এখন আপনি কাউকে বললেন যে এই নামে আমার চেনেল সে সার্চ করে দেখলো ঐ নামে প্রথমে যেটা আসলো সেটা সে সাবস্কাইব করলো আর আপনার টা খুজেই পেলোনা! এখন লাভ টা কার? আপনি গাধার মত খেটে আরেক জনের চেনেল পোমট করে দিচ্ছেন।

    .

  • প্রশ্নঃ
  • আমার চ্যানেল এর নাম লিখে সার্চ দিলে চ্যানেলটা খুজে পাই না কেনো?

    .

    অন্যর চেনেলের নাম কপি করে দিলে আসবে না। যেই নামে চেনেল নেই ঐ নাম দিন। ইউনিক নাম

    .

  • কত
  • ভিও এ কত টাকা?
    .

    .
    এটার কোন ধরাবাধা নেই। মুলত টাকাটা আসবে এড দেখানো ও ক্লিকের উপর ভিত্তি করে

    ,

  • প্রশ্নঃ
  • ইউটিউব কয় তারিখে টাকা দেয়?

    .

    প্রতি মাসের ১৩ তারিখের ভিতরে ইউটিউবের টাকা এডসেন্সে জমা হবে আর এডসেন্স থেকে মাসের ১৩-২৬ তারিখের ভিতর বেংক এ জাবে।

    .

  • প্রশ্নঃ
  • ১০০$ এর নিচে টাকা উঠানো যাবে?

    .
    অবশ্যই উঠানো যাবে। তবে সেটা ইললিগাল পদ্ধতি তে। তবে এটা না করাই ভালো। ৫০-৬০ ডলারো উঠাতে পারবেন। এই চিন্তা না করাই ভালো।
    .

    আশা করি সবসময় এই ভাবেই সাপোর্ট করবেন।
    .

    আপনাদের প্রশ্ন এই পোস্টের কমেন্টে জানান


    সৌজন্যেঃ ইউটিউব চেনেল

    51 thoughts on "(সাপ্তাহিক) ইউটিউব ও এডসেন্সের সম্পর্কিত আপনাদের করা সকল প্রশ্ন উওর পর্ব -২ (10.000 Subscriber Special)"

    1. Junaedrana Contributor says:
      Congratulations! চালিয়ে যান পাশে আছি
    2. Intelligent♥♥ Boy Contributor says:
      vai kota take bank account kulbo??
    3. Likat Ali Sumon Contributor says:
      অবশেষে ১০ হাজার সদস্য পেলেন…….(Congratulations!)
    4. আরো সামনে এগিয়ে যান…. সাথে আচি …একটা হেল্প লাগবে।
    5. SK SHARIF Author says:
      হুম কিন্ত কথা হচ্ছে চ্যানেলে যদি একই ফ্রেম দিয়ে ভিন্ন ভিডিও দেই তাহলে কি কপিরাইট খাব?
    6. ami onek onek onek ebong onek khushi holam………..
      congratualations!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
    7. Yamin1122 Contributor says:
      apnr 10k subscriberr pawar waye ta jodi share koren
      apni subscriber pawar janno ki ki korten
    8. Tawhid SobuJ Contributor says:
      কেও একটু সাহায্য করবেন?
    9. SHUKUR Contributor says:
      bro mb nai tai apnar chanel dekhte parchi na.
      pls bolben ki? apni apnar chanel e kun bisoye post koren
      1. টেকনলজি
      2. SHUKUR Contributor says:
        thnxx
      3. AMBITIOUS Contributor says:
        কিরে রাজ কি অবস্থা…….
      4. জানোয়ার কথা কম হবে!
      5. AMBITIOUS Contributor says:
        সাবধান এ থেকো.নাইলে এবার থেকে তোমার গালাগালি স্ক্রিনশট তুলে পাবলিশ করে দেবো
      6. তুই ফেসবুকে আয়
      7. AMBITIOUS Contributor says:
        পারিবারিক শিক্ষার অভাব
      8. তাহলে তুই যদি শিক্ষিত হয়ে থাকস তাহলে তোর ফেসবুক লিংক দে
      9. AMBITIOUS Contributor says:
        হিরো আলম
      10. হা হা হা তুই এক বাপের না। এই কারনে ভয় পাস। জা______ j
      11. AMBITIOUS Contributor says:
        তোমার বাবা মা কেমন আমার জানা হয়ে গেছে।
      12. তোর ফেসবুক লিংক দে ১ বাপের হয়ে থাকলে
      13. AMBITIOUS Contributor says:
        আল্লাহ তোমার বিচার করবে
      14. বুঝলাম তুই এক বাপের না….অবশেষে শিকার করলি
      15. AMBITIOUS Contributor says:
        অনেক দেরি হয়ে গেসে মনু…..স্ক্রুনশট গুলোতো তুলে রাখসি এডমিন কে দেখাবো।কাফির নামায কালাম নাই।
      16. কাফির যে বললি তুই জানস না জেনে একজন কে কাফির বললে তোর ঠিকানা কোথায় হবে
      17. AMBITIOUS Contributor says:
        আমি কিন্তু কাউকে গালি দি নি
      18. তুই জে কাফের বললি না জেনে। তর শাস্তি কি জানস?
    10. jahed9631 Contributor says:
      আমার প্রশ্ন, আমি ১০০০০ভিউ হওয়ার আগেই

      অ্যাডসেন্সের জন্য আবেদন করে ফেলেছি, এখন কি কোন সমস্য হবে বা ১০০০০ভিউ হওয়ার পর কি আবার আবেদন করতে হবে?

      1. কোন সমস্যা হবে না বরং আগে থেকে এডসেন্সের সাথে লিংক করা থাকলে ভালো
      2. jahed9631 Contributor says:
        থ্যাংকস
    11. Trickbd_sdq Author says:
      বানান গুলা একটু ঠিক করলে ভাল হত না জুবায়ের?
      1. মানুষ মাএই ভুল ধন্যবাদ
    12. OS Machine Contributor says:
      ভাই আগে তো চ্যানেল খুললেই ভেরিফাই হত কিন্তু এখন সাথে সাথে হয় না!!!তাহলে কি ১০k ভিউয়ের পরে চ্যানেল ভেরিফাই হয়????আর ভিউয়ার ১০k হলেই কি চ্যানেল এ এড দিবে???নাকি subscriber লাগবে???
      1. এখোন চেনেল ভেরিফাই করতে পারবে ফোন নাম্বার দিয়ে। আর ১০ ক ভিউ হলে এড দিবে আর কিছু না
    13. Shimul2466 Contributor says:
      channel er name kivabe paltate hoy
      1. ফেসবুকে আসো
    14. Shimul2466 Contributor says:
      accept koren
      Ak Rajkumar
    15. simaldas Contributor says:
      আমি youtube চ্যানেল খুলেছি কিন্তু কোনো চিটি দেই না. ….তা হলে কি আমার চ্যানেল ১০k ভিউ হলে কি adsense add হবে. .মানে add sow করবে….কেও তাকলে বলেন plz. ..plz..plz..
    16. flovet Contributor says:
      Bro…..Amar kichu help lagbe
    17. nrbarek Author says:
      ভাই আমার একটা প্রশ্ন আছে প্রশ্নটা হল আমার ভিউ ১০০ থেকে ২০০ এখন যদি আমি ভিডিও টাইটেল বাংলাই দেই তাহলে কি আমার পরে অ্যাডসেঞ্চ করার সময় কোনো প্রব্লেম হবে?
      1. সমস্যা হবে না তবে আর ১০ হাজর ভিউ হওয়ার পর এডসেন্সে আবেদন করার আগে অবশ্যই সব ইংলিশ করতে হবে
    18. Antou Rhaman Nil Contributor says:
      Hello!!!
      Jubear bhy……..
      I am from Facebook
    19. Abdus Salam Author says:
      আডসেন্স আপ্রুভ হবার পরেও আড আসে না। সমাধান দাও ভাই!
      1. এড ঠিকেই আসে আর এড সবসময় সো করে না। আর নিজের ভিডিওতে তো আরো করে না
    20. Tanveer Nayeem Contributor says:
      ami to student, amr age to 18 hoinai,, so ami kono bank account o khulte parsi na except mobile banking..
      taile ki ami এডসেন্সে / মনিটানাইস অন korte parbo na???
      r channel a nam ki change kora jai??
      1. মোবাইল বেংকিং এ শেবা প্রদান করে না। এটা ডাচবাংলার যেই অনলাইন বেংক আছে ওটা থেকে ইস্টুডেন্ট একাউন্ট করতে পারবে ভোটার হওয়া ছাড়াই
      2. Tanveer Nayeem Contributor says:
        ডাচবাঙলা এখন ১৮ বছর না হলেও student id khulte disse na akhn

    Leave a Reply