আগেই বলে দিচ্ছি।
সফটওয়্যার টি আমার তৈরিকৃত নয়। তাই আমার আগেও কোনো না কোনো জাইগাতে পোস্ট হতে পারে ।
কিছুদিন আগে একটি পোস্টে দেখিয়েছিলাম ইন্টারনেটে intro তৈরি করা।
আপনি যদি পোস্ট টি না দেখে থাকেন তাহলে এখান থেকে দেখে নিন।
এই পোস্টে দেখাচ্ছি 20MB এর অ্যাপ দিয়ে বেশ কিছু সৌন্দর্যময় intro তৈরি করা সম্ভব। আপনি চাইলে এই অ্যাপ থেকে টেক্সট এনিমেশন তৈরি করেউ তা ভিডিও এডিটরে ব্যবহার করতে পারেন।
এই অ্যাপ দিয়ে ছবি (.gif) এবং ভিডিও (.mp4) হিসেবে intro তৈরি করতে পারবেন।
আগামীকাল থেকে পরিক্ষা শুরু, তাই MB ও কিনিনাই। তবুও মনে হলো এটা আপনাদের সাথে শেয়ার করা দরকার। আর, মূলত আমার MB না থাকার কারনেই অ্যাপ টির প্লে স্টোর এর ডাউনলোড লিংক দিতে পারলাম না।
তবে আপনি প্লে স্টোরে সার্চ দিলেই উপরেই পেয়ে যাবেন, সমস্যা হবে না হয়তো।
অ্যাপ টির নামঃ-
Legend
অ্যাপ আইকন
↓↓↓↓↓↓
নিচে কিছু স্ক্রিনশট থেকে intro তৈরি করার কিছু ধারণা নিয়ে নিন।
ধন্যবাদ