আগেই বলে দিচ্ছি।
সফটওয়্যার টি আমার তৈরিকৃত নয়। তাই আমার আগেও কোনো না কোনো জাইগাতে পোস্ট হতে পারে ।
কিছুদিন আগে একটি পোস্টে দেখিয়েছিলাম ইন্টারনেটে intro তৈরি করা।
আপনি যদি পোস্ট টি না দেখে থাকেন তাহলে এখান থেকে দেখে নিন।
এই পোস্টে দেখাচ্ছি 20MB এর অ্যাপ দিয়ে বেশ কিছু সৌন্দর্যময় intro তৈরি করা সম্ভব। আপনি চাইলে এই অ্যাপ থেকে টেক্সট এনিমেশন তৈরি করেউ তা ভিডিও এডিটরে ব্যবহার করতে পারেন।
এই অ্যাপ দিয়ে ছবি (.gif) এবং ভিডিও (.mp4) হিসেবে intro তৈরি করতে পারবেন।
আগামীকাল থেকে পরিক্ষা শুরু, তাই MB ও কিনিনাই। তবুও মনে হলো এটা আপনাদের সাথে শেয়ার করা দরকার। আর, মূলত আমার MB না থাকার কারনেই অ্যাপ টির প্লে স্টোর এর ডাউনলোড লিংক দিতে পারলাম না।
তবে আপনি প্লে স্টোরে সার্চ দিলেই উপরেই পেয়ে যাবেন, সমস্যা হবে না হয়তো।
অ্যাপ টির নামঃ-
Legend
অ্যাপ আইকন
↓↓↓↓↓↓
নিচে কিছু স্ক্রিনশট থেকে intro তৈরি করার কিছু ধারণা নিয়ে নিন।
ধন্যবাদ
কারন, ২ বছর আগেকার সেই পোস্ট এখন কেউ খুজে দেখতে যাবে না।
আপনার কম্মেন্টের জন্য ধন্যবাদ।
(reported)
আপনি শুধুমাত্র রিপোর্ট করতেই জানেন। nO prblm.
যদি আগেও পোস্ট হয়ে থাকে, তবুও এখন পোস্ট করাটা ততটা অন্যায় বলে আমি মনে করছি না।
কারন, ২ বছর আগেকার সেই পোস্ট এখন কেউ খুজে দেখতে যাবে না।
Report jodi faltu karona hoea thaka tahola sa report dear karona apnar kono khoti hoba na.
Apni apnar kaj calia jan
ট্রিকবিডির রোলস পড়েন নি।
আর আপনি আমাকে ফলো করেন কেন। আমি যদি কপি পোস্ট দেখি তাহলে আমি রিপোর্ট করবনা কেন। এটা কি রোলসে নাই। আমি কি শুধু রিপোর্ট করি? আমি আপনার মতে ভালো পোস্টেও রিপোর্ট করি।
বলেন………
আমি আবারো বলতে চাচ্ছি যে, গত ২০ টা পেইজ ঘেটে আপনি নিজেউ কখনো কোনো ট্রিক্স খোঁজেন কিনা সন্দেহ। আরো কম্মেন্ট গুলো দেখলেই তা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। তাই কিছু কিছু ট্রিক্স একাধিক বার করাটা দোষের কিছু নয়।
আর কপি বলছেন?
আমি আগেই বলেছি অ্যাপ টা আমার আব্বার তৈরি করা নয়। তাই অন্য কোথাও আমার আগেউ পোস্ট হতে পারে। আমি জানলে যে অবশ্যই তাকে ক্রেডিট দিতাম তার প্রোমান আপনি আমার চ্যানেল ঘুরে এলেই পাবেন।
https://www.youtube.com/etcSearch
সেখানে intro নিয়ে একটা ভিডিও তৈরি করা আছে। এবং অল্প একটুও যেখানে জেনেছি, তার ক্রেডিট দিতে ভুলিনাই। আর এটা তো ট্রিকবিডি, ইউটিউবের মত বড় সাইট নয় নিশ্চয়।
তবুও আপনার কম্মেন্টের জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই। দোয়া করুন। যেনো পরিক্ষা শেষে আরো অনেক গুরুত্বপূর্ণ কিছু জানাতে পারি অন্যদের।
জানানোর জন্য ধন্যবাদ
আপনার কম্মেন্টের জন্য ধন্যবাদ।