আগেই বলে দিচ্ছি।
সফটওয়্যার টি আমার তৈরিকৃত নয়। তাই আমার আগেও কোনো না কোনো জাইগাতে পোস্ট হতে পারে ।

কিছুদিন আগে একটি পোস্টে দেখিয়েছিলাম ইন্টারনেটে intro তৈরি করা।
আপনি যদি পোস্ট টি না দেখে থাকেন তাহলে এখান থেকে দেখে নিন।
এই পোস্টে দেখাচ্ছি 20MB এর অ্যাপ দিয়ে বেশ কিছু সৌন্দর্যময় intro তৈরি করা সম্ভব। আপনি চাইলে এই অ্যাপ থেকে টেক্সট এনিমেশন তৈরি করেউ তা ভিডিও এডিটরে ব্যবহার করতে পারেন।
এই অ্যাপ দিয়ে ছবি (.gif) এবং ভিডিও (.mp4) হিসেবে intro তৈরি করতে পারবেন।
আগামীকাল থেকে পরিক্ষা শুরু, তাই MB ও কিনিনাই। তবুও মনে হলো এটা আপনাদের সাথে শেয়ার করা দরকার। আর, মূলত আমার MB না থাকার কারনেই অ্যাপ টির প্লে স্টোর এর ডাউনলোড লিংক দিতে পারলাম না।
তবে আপনি প্লে স্টোরে সার্চ দিলেই উপরেই পেয়ে যাবেন, সমস্যা হবে না হয়তো।
অ্যাপ টির নামঃ-

Legend


অ্যাপ আইকন
↓↓↓↓↓↓

নিচে কিছু স্ক্রিনশট থেকে intro তৈরি করার কিছু ধারণা নিয়ে নিন।








ধন্যবাদ

সামনে পরিক্ষা, তাই হয়তো কম্মেন্টের তেমন রিপ্লাই করতে পারবো না। তার জন্য অগ্রিম ক্ষমা চেয়ে নিচ্ছি। আর দোয়া চাচ্ছি সকলের কাছে।

↓↓↓↓↓↓↓↓↓↓↓
→আমার চ্যানেল এখানে←
↑↑↑↑↑↑↑↑↑↑↑

18 thoughts on "[For_Android]→ ফ্রি তে নিন সেরা intro তৈরিকারী অ্যাপ।"

    1. etcSearch Subscriber Post Creator says:
      আপনার কম্মেন্টের জন্য ধন্যবাদ।
  1. Yahia Hossain Author says:
    এই অ্যাপ নিয়ে 2 বছর আগেই পোষ্টটি করা আছে।করলেন যখন তখন একটা ধন্যবাদ দিতেই হবে।
    1. etcSearch Subscriber Post Creator says:
      যদি আগেও পোস্ট হয়ে থাকে, তবুও এখন পোস্ট করাটা ততটা অন্যায় বলে আমি মনে করছি না।
      কারন, ২ বছর আগেকার সেই পোস্ট এখন কেউ খুজে দেখতে যাবে না।

      আপনার কম্মেন্টের জন্য ধন্যবাদ।

  2. Ashraf uddin Author says:
    এইটা নিয়ে আগে পোস্ট করা হয়েছে।
    (reported)
    1. etcSearch Subscriber Post Creator says:
      আপনার অন্যান্য পোস্টে কম্মেন্ট গুলো আমি ফলো করেছি।
      আপনি শুধুমাত্র রিপোর্ট করতেই জানেন। nO prblm.
      যদি আগেও পোস্ট হয়ে থাকে, তবুও এখন পোস্ট করাটা ততটা অন্যায় বলে আমি মনে করছি না।
      কারন, ২ বছর আগেকার সেই পোস্ট এখন কেউ খুজে দেখতে যাবে না।
    2. sarderrasel Contributor says:
      Vai report a voi paben na.
      Report jodi faltu karona hoea thaka tahola sa report dear karona apnar kono khoti hoba na.
      Apni apnar kaj calia jan
    3. Ashraf uddin Author says:
      বাহ আপনি যদি এইরকম একটা পোস্ট করতে পেরে নিজেকে গর্ভিত মনে করেন। তাহলে ভালো।
      ট্রিকবিডির রোলস পড়েন নি।
      আর আপনি আমাকে ফলো করেন কেন। আমি যদি কপি পোস্ট দেখি তাহলে আমি রিপোর্ট করবনা কেন। এটা কি রোলসে নাই। আমি কি শুধু রিপোর্ট করি? আমি আপনার মতে ভালো পোস্টেও রিপোর্ট করি।
      বলেন………
    4. etcSearch Subscriber Post Creator says:
      আমি কোনো পোস্টে রিপর্ট করিনাই।
      আমি আবারো বলতে চাচ্ছি যে, গত ২০ টা পেইজ ঘেটে আপনি নিজেউ কখনো কোনো ট্রিক্স খোঁজেন কিনা সন্দেহ। আরো কম্মেন্ট গুলো দেখলেই তা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। তাই কিছু কিছু ট্রিক্স একাধিক বার করাটা দোষের কিছু নয়।
      আর কপি বলছেন?
      আমি আগেই বলেছি অ্যাপ টা আমার আব্বার তৈরি করা নয়। তাই অন্য কোথাও আমার আগেউ পোস্ট হতে পারে। আমি জানলে যে অবশ্যই তাকে ক্রেডিট দিতাম তার প্রোমান আপনি আমার চ্যানেল ঘুরে এলেই পাবেন।
      https://www.youtube.com/etcSearch
      সেখানে intro নিয়ে একটা ভিডিও তৈরি করা আছে। এবং অল্প একটুও যেখানে জেনেছি, তার ক্রেডিট দিতে ভুলিনাই। আর এটা তো ট্রিকবিডি, ইউটিউবের মত বড় সাইট নয় নিশ্চয়।
      তবুও আপনার কম্মেন্টের জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই। দোয়া করুন। যেনো পরিক্ষা শেষে আরো অনেক গুরুত্বপূর্ণ কিছু জানাতে পারি অন্যদের।
    5. Ashraf uddin Author says:
      আরে ব্র আপনি দেখছি অই মোবাইল ভারশনে আছেন আপনি ট্রিকবিডিতে সার্চ দিতে পারেন না। যাই হোক আমি এ বিষয়ে আর কথা বলতে চাই না।
    6. etcSearch Subscriber Post Creator says:
      জ্বি জনাব। আমি কিছুই জানি না। তাই তো জানতে এসেছি।
      জানানোর জন্য ধন্যবাদ
  3. AMBITIOUS Contributor says:
    এতো ভালো না…
    1. etcSearch Subscriber Post Creator says:
      আমি চেষ্টা করছি, আরো ভালো কিছু শেয়ার করার জন্য, ইনশাল্লাহ।
      আপনার কম্মেন্টের জন্য ধন্যবাদ।
  4. MD_Tuofiq Contributor says:
    জানি
    1. etcSearch Subscriber Post Creator says:
      গুড
  5. Dj.Suyab Contributor says:
    hmmmm so nice

Leave a Reply