সুপ্রিয় ভিজিটর কেমন আছেন সবাই?আশা করি ভাল আছেন । আজ আমি আপনাদের জন্য দারুন একটি তথ্য নিয়ে হাজির হয়েছি ।
আপনারা হয়তো টাইটেল দেখেই বুঝতে পেরেছেন অাজকের তথ্যটি
অাজ অামি অাপনাদের দেখাবো কিভাবে আপনারা ইউটিউবের ভিডিওগুলো zoom করে দেখবেন?কোন প্রকার অ্যাপ ছাড়াই ।
বি:দ্র: যারা জানেন না, এই তথ্যটি শুধুমাত্র তাদের জন্য
বেশি কথা বাড়াবো না । কাজের কথায় আসি ।
তাহলে চলুন শুরু করা যাক
প্রথমে আপনি আপনার ফোনের settings এ যান
তারপর নিচের স্কিনশর্টের মত Accessibility অপশনে ক্লিক করে প্রবেশ করুন
তারপর নিচের স্কিনশর্টের দেখানো অপশনটিতে ক্লিক করুন
তারপর নিচের দেখানো অপশনটি on করে দিন
ব্যাস এবার আপনার settings এর কাজ শেষ ।
এখন আপনি আপনার Youtube অ্যাপে প্রবেশ করুন ।
তারপর যেকোন একটি ভিডিও play করুন
তারপর আপনি যে ভিডিওটি play করছেন সেই ভিডিওটি বড় করুন
এবার আপনি ঐ ভিডিওটির উপর হিসাব করে ৩বার ক্লিক করুন । তারপর আপনার হাতের ২আংগুল একসাথে আপনার ফোনে display উপর রেখে zoom করুন ।
ব্যাস সম্পূর্ন কাজ শেষ । এখন দেখুন আপনার কাংখিত ভিডিওটি zoom হচ্ছে ।
এরপরও আপনারা যদি না বুঝতে পারেন,তাহলে অবশ্যয় কমেন্টে জানাবেন ৷
অাজ এই পর্যন্ত ৷অাশা করি অাপনাদের পোস্টটি ভাল লাগছে ৷
তাহলে সবাই ভাল থাকুন এবং TrickBD এর সাথেই থাকুন ৷ ধন্যবাদ সবাইকে ৷
Post Cradit : Piyas
সৌজন্যেঃ InformBD.Com