সুপ্রিয় ভিজিটর কেমন আছেন সবাই?আশা করি ভাল আছেন । আজ আমি আপনাদের জন্য দারুন একটি তথ্য নিয়ে হাজির হয়েছি ।

আপনারা হয়তো টাইটেল দেখেই বুঝতে পেরেছেন অাজকের তথ্যটি

অাজ অামি অাপনাদের দেখাবো কিভাবে আপনারা ইউটিউবের ভিডিওগুলো zoom করে দেখবেন?কোন প্রকার অ্যাপ ছাড়াই ।

বি:দ্র: যারা জানেন না, এই তথ্যটি শুধুমাত্র তাদের জন্য

বেশি কথা বাড়াবো না । কাজের কথায় আসি ।
তাহলে চলুন শুরু করা যাক

প্রথমে আপনি আপনার ফোনের settings এ যান

তারপর নিচের স্কিনশর্টের মত Accessibility অপশনে ক্লিক করে প্রবেশ করুন

তারপর নিচের স্কিনশর্টের দেখানো অপশনটিতে ক্লিক করুন

তারপর নিচের দেখানো অপশনটি on করে দিন

ব্যাস এবার আপনার settings এর কাজ শেষ ।
এখন আপনি আপনার Youtube অ্যাপে প্রবেশ করুন ।
তারপর যেকোন একটি ভিডিও play করুন

তারপর আপনি যে ভিডিওটি play করছেন সেই ভিডিওটি বড় করুন

এবার আপনি ঐ ভিডিওটির উপর হিসাব করে ৩বার ক্লিক করুন । তারপর আপনার হাতের ২আংগুল একসাথে আপনার ফোনে display উপর রেখে zoom করুন ।
ব্যাস সম্পূর্ন কাজ শেষ । এখন দেখুন আপনার কাংখিত ভিডিওটি zoom হচ্ছে ।
এরপরও আপনারা যদি না বুঝতে পারেন,তাহলে অবশ্যয় কমেন্টে জানাবেন ৷

অাজ এই পর্যন্ত ৷অাশা করি অাপনাদের পোস্টটি ভাল লাগছে ৷

তাহলে সবাই ভাল থাকুন এবং TrickBD এর সাথেই থাকুন ৷ ধন্যবাদ সবাইকে ৷

Post Cradit : Piyas
সৌজন্যেঃ InformBD.Com

13 thoughts on "জেনে নিন YouTube ভিডিওগুলো কিভাবে zoom করে দেখবেন?কোন প্রকার apps এর সাহায্য ছাড়াই"

  1. Avatar photo mr. X Contributor says:
    এইটা নিয়ে আগেই ট্রিকবিডিতে পোস্ট করা হয়েছে। আর এইটা প্রায় সবাই জানে।
    1. Avatar photo Fåhäd [Trickbd Fan] Author says:
      প্রায় না এটা সবাই জানে
    2. Avatar photo mr. X Contributor says:
      নিজের সাথে সবার তুলনা কইরেন না। প্রায় কথাটা আমি এই জন্য বললাম যে সবাই তো আমার আপনার মতো মোবাইলের সবকিছু ঘেটে দেখে না। অনেকে মোবাইল পেলেই মেসেন্ঞ্জার, ফেসবুক,ইন্টারনেট নিয়ে পোড়ে থাকে। মোবাইলের কোন অপশনের কাজ কি তা দেখার চেষ্টাও করেনা।
    3. Avatar photo Fåhäd [Trickbd Fan] Author says:
      আপনি আপনার সাথে কাউকে তুলনা কইরেন না। এটা ৯৯.৯ % লোক জানে।
      আপনার মত ২-১ লোক হয়ত জানে না???
  2. Avatar photo Fåhäd [Trickbd Fan] Author says:
    এটা ফাজলামি ছাড়া আর কিছুই না।???

    কেউ জদি মোবাইল ব্যবহারকারী হয় তাহলে সে
    অবশ্যই এটা যানে….
    আর এটা নিয়ে ২+ পোস্ট আছে,আপনি আর পোস্ট দিলেন কেন ভাই???

  3. ফিচার টা পুরাণ
    কিন্তু এর এভাবে ব্যবহার টা আগে মাথায় আসেনি ধন্যবাদ?
  4. Avatar photo Labib Author says:
    Old features, old post, old trick and already posted post.
    post korar age aponar search kore dekhe neya valo chilo.
  5. Opodartho Contributor says:
    Je eita Jane na se kono phone user na
  6. Avatar photo Sumon Mia Contributor says:
    2018 তে এসে ভাই ফোনের সেটিং শিখায় ???ভালো তো
    ভাই পারলে ফ্রি ডাওনলোড ট্রিক দেন….
  7. Avatar photo Mahmudulla Contributor says:
    এটা কি একটা পোস্ট হলো নাকি।কেউ যদি গেম খেলে এবং সেখানে ডাব্বল টাচ করে সেখানেও তো জুম হবে এবং ভোগান্তিতে পরবে।।।REPORTED।।।

Leave a Reply