Site icon Trickbd.com

Google AdSense কিভাবে Delete করবেন? কেন ডিলিট করার প্রয়োজন পড়ে। ইউটিবার হলে আপনার জানা উচিত

Unnamed

আসসালামু আলাইকুম,
আল্লাহর অশেষ রহমতে নিশ্চয়ই ভালো আছেন।

আজকের বিষয়ঃ যেভাবে Google AdSense সম্পুর্নভাবে বাতিল বা Delete করবেন।

প্রিয় বন্ধুরা,
আমরা সবাই জানি Google AdSense কি এবং এর প্রয়োজনীয়তা কোথায় এবং কতটুকু?
Google AdSense একরকম সোনার হাস বলা যায়। কারন এটার মাধ্যমেই গুগল টাকা পরিশোধ করে থাকে।

তো, এতো দামি বস্তু হওয়া সত্বেও অনেক ধরনের কারন থাকে AdSense ডিলিট করার পেছনে। তারমধ্যে একই Payee নামে একাধিক AdSense থাকা অন্যতম কারন।

যদি একই Payee নামে একাধিক AdSense থাকে তবে তা গুগল এর নীতিমালা ভংগ করে। ফলে AdSense সাস্পেন্ড করে দেয়৷ একারনেও অনেকে বাড়তি AdSense ডিলিট করে থাকে।

তো, আপনি যদি শিউর থাকেন যে আপনি আপনার Google AdSense বাতিল করতে চান তবে চলুন জেনে নিচ্ছি।

১. প্রথমে www.google.com/adsense এ যাবেন।
……..

২. লগিন লেখাতে ক্লিক করুন।
…..

৩. আপনি যেই AdSense নস্ট করতে চান সেই ইমেল দিয়ে Login করুন।
……

৪. লগিন করার পর অপেক্ষা করলে Google AdSense এর হোম পেজ আসবে। ওখানে বাম দিকের নিচের দিকে Account নামে একটা অপশন আছে। ওখানে ক্লিক করুন।
……

৫. একটু সময় নিয়ে আপনার AdSense account এর তথ্যাবলি দেখাবে। এখানে দেখুন cancel account লেখা আছে। ওখানে ক্লিক করুন।
………

৬. পেজ লোড নিয়ে একটি ফর্ম আসবে। ডিলিট করতে নিশ্চিত হবার জন্য কিছু টিকমার্ক বক্স থাকবে। বক্সগুলো পিকচার দেখে দেখে টিক দিন।
এবং সবশেষে কি কারনে একাউন্ট বন্ধ করতে চান তা সিলেক্ট করে Continue দিন।

…….

৮. আপনার কিন্তু এখনো একাউন্ট ডিলিট হয়নি। আপনার AdSense যে ইমেলে আছে সেই ইমেলের Gmail চেক করুন। একাউন্ট ডিলিট করার জন্য একটি Link পেয়ে যাবেন।
…….


৯. যেই Link পেয়েছেন সেখানে ক্লিক করুন।
……

১০. ব্যাস। অনেক কাজ করেছেন। এবার রেস্ট করুন। হাপিয়ে গেলাম ভাই। ১১. আপনি ইমেলটি আবার চেক করুন। একটি ইমেল পাবেন একাউন্ট ডিলিশন কনফার্মেশন এর। যেখান থেকে নিশ্চিত হবেন আপনার AdSense টি ডিলিট হয়েছে।

……….
…………
……………

………………
ধন্যবাদ। আপনি সম্পুর্নভাবে শিখে গেছেন।

বুঝতে সমস্যা হবার কথা না। তবুও হলে কমেন্ট করুন।

এছাড়া যদি আপনার সুরের তালে তালে ভিডিও দেখে শিখতে চান তবে এই ভিডিওটি আপনার জন্য.

Full HD ভিডিওঃ

যোগাযোগঃ

ফেসবুক পেজঃ Like Us
ফেসবুক গ্রুপঃJoin With Us
ইউটিউব চ্যানেলঃSubscribe This Channel