আসসালামু আলাইকুম,
আল্লাহর অশেষ রহমতে নিশ্চয়ই ভালো আছেন।

আজকের বিষয়ঃ যেভাবে Google AdSense সম্পুর্নভাবে বাতিল বা Delete করবেন।

প্রিয় বন্ধুরা,
আমরা সবাই জানি Google AdSense কি এবং এর প্রয়োজনীয়তা কোথায় এবং কতটুকু?
Google AdSense একরকম সোনার হাস বলা যায়। কারন এটার মাধ্যমেই গুগল টাকা পরিশোধ করে থাকে।

তো, এতো দামি বস্তু হওয়া সত্বেও অনেক ধরনের কারন থাকে AdSense ডিলিট করার পেছনে। তারমধ্যে একই Payee নামে একাধিক AdSense থাকা অন্যতম কারন।

যদি একই Payee নামে একাধিক AdSense থাকে তবে তা গুগল এর নীতিমালা ভংগ করে। ফলে AdSense সাস্পেন্ড করে দেয়৷ একারনেও অনেকে বাড়তি AdSense ডিলিট করে থাকে।

তো, আপনি যদি শিউর থাকেন যে আপনি আপনার Google AdSense বাতিল করতে চান তবে চলুন জেনে নিচ্ছি।

১. প্রথমে www.google.com/adsense এ যাবেন।
……..

২. লগিন লেখাতে ক্লিক করুন।
…..

৩. আপনি যেই AdSense নস্ট করতে চান সেই ইমেল দিয়ে Login করুন।
……

৪. লগিন করার পর অপেক্ষা করলে Google AdSense এর হোম পেজ আসবে। ওখানে বাম দিকের নিচের দিকে Account নামে একটা অপশন আছে। ওখানে ক্লিক করুন।
……

৫. একটু সময় নিয়ে আপনার AdSense account এর তথ্যাবলি দেখাবে। এখানে দেখুন cancel account লেখা আছে। ওখানে ক্লিক করুন।
………

৬. পেজ লোড নিয়ে একটি ফর্ম আসবে। ডিলিট করতে নিশ্চিত হবার জন্য কিছু টিকমার্ক বক্স থাকবে। বক্সগুলো পিকচার দেখে দেখে টিক দিন।
এবং সবশেষে কি কারনে একাউন্ট বন্ধ করতে চান তা সিলেক্ট করে Continue দিন।

…….

৮. আপনার কিন্তু এখনো একাউন্ট ডিলিট হয়নি। আপনার AdSense যে ইমেলে আছে সেই ইমেলের Gmail চেক করুন। একাউন্ট ডিলিট করার জন্য একটি Link পেয়ে যাবেন।
…….


৯. যেই Link পেয়েছেন সেখানে ক্লিক করুন।
……

১০. ব্যাস। অনেক কাজ করেছেন। এবার রেস্ট করুন। হাপিয়ে গেলাম ভাই। ১১. আপনি ইমেলটি আবার চেক করুন। একটি ইমেল পাবেন একাউন্ট ডিলিশন কনফার্মেশন এর। যেখান থেকে নিশ্চিত হবেন আপনার AdSense টি ডিলিট হয়েছে।

……….
…………
……………

………………
ধন্যবাদ। আপনি সম্পুর্নভাবে শিখে গেছেন।

বুঝতে সমস্যা হবার কথা না। তবুও হলে কমেন্ট করুন।

এছাড়া যদি আপনার সুরের তালে তালে ভিডিও দেখে শিখতে চান তবে এই ভিডিওটি আপনার জন্য.

Full HD ভিডিওঃ

যোগাযোগঃ

ফেসবুক পেজঃ Like Us
ফেসবুক গ্রুপঃJoin With Us
ইউটিউব চ্যানেলঃSubscribe This Channel

14 thoughts on "Google AdSense কিভাবে Delete করবেন? কেন ডিলিট করার প্রয়োজন পড়ে। ইউটিবার হলে আপনার জানা উচিত"

  1. Asim Shahriar Author says:
    সুন্দর
  2. Mahbub Pathan Author says:
    শেখানোর মত পোস্ট দেখে অবাক হলাম। ভালো লিখেছেন। আমিও এইরকম একটি টিউটোরিয়াল তৈরি করেছিলাম। যা আমার ব্লগে ড্রাফ মুডে আছে পাবলিশ করিনি। হয়তো বলতে পারেন এখানে বলতেছি কেন? জানিয়ে রাখলাম। হয়তো আমি যখন আমার ব্লগে ঐ পোস্টটি পাবলিশ করব, তখন আবার বলতে পারেন আপনার পোস্ট দেখে ঐ পোস্টটি তৈরি করেছি। আর হ্যাঁ, যদি প্রুফ দেখতে চান, তাহলে বলবেন। প্রুফ দেখাবো। দেইখেন আবার রাগ কইরেন না, আপনিতো আবার অল্পতেই রাগ হয়ে যান।
    1. Alif Hossain Author Post Creator says:
      ???????….
      আপনার মুখে প্রশংসা শুনে সত্যিই প্রসংশিত বোধ করছি।
      আপনি যে payoneer account ডিলিট করার পদ্ধতি দেখিয়ে পোস্ট করেছেন বিশ্বাস করুন আর নাই করুন, আমি ভিডিও তৈরি করে পোস্টটি করবো ভেবেছিলাম। তো, ভিডিও তৈরি হবার পর পোস্ট করতে যাব তখ৷ আপনার টা সামনে আসলো।

      এখন বলতে পারেন, একই সময়ে আমি কেন payoneer account বাতিল করার ভিডিও তৈরি করেছিলাম। আমার অনেক audiences বলেছিল যে এমন কোন ভিডিও তৈরি করতে।

    2. Mahbub Pathan Author says:
      হুম আসলেই বিষয়টা বুঝলাম না। বাংলায় একটা কথা আছে না, যেখানে বাঘের ভয়, সেখানে রাত পোহায়।
    3. Mahbub Pathan Author says:
      আর হ্যাঁ, ঐ পোস্টের প্রমাণ আপনার ফেসবুক পেজে স্ক্রিনশট তুলে দিয়ে দিয়েছি, দেখে নিন।
  3. Akash Contributor says:
    disable account delet korar kono way ace?
    1. S.M.Bashar Contributor says:
      desable id deleted korte parben…
      easy
      http://pay.google.com
      er por desable gmail id login koren
      then manage adsense e jan er por
      payment profile e jan
      nise dakhen cencel profile ase
      cancel din
      then email check koren mil jabe
      link e. click dile cencel done….
      na bojle facebook o knock korte
      paren
      http://facebook.com/
      NewTipsBD.YT
  4. Hossain Ahmed Numan Author says:
    পোস্টে অনেক ভালো তবে আমার নামে অ্যাকাউন্ট করা যায় না এখন আর আমার অনেকগুলো গুগল এডসেন্স নষ্ট হয়ে গিয়েছে এগুলো কিভাবে ডিলিট করা যায় এরকম কি সিস্টেম আছে
    1. S.M.Bashar Contributor says:
      desable id deleted korte parben…easy

      http://pay.google.com

      er por desable gmail id login koren then manage adsense e jan er por payment profile e jan

      nise dakhen cencel profile ase cancel din
      then email check koren mil jabe link e. click dile cencel done….
      na bojle facebook o knock korte paren

      http://facebook.com/NewTipsBD.YT

  5. mango468 Contributor says:
    রানা ভাই আমাকে মডারেটর বানান, প্লিজ। প্লিজ।। প্লিজ।।।

Leave a Reply