Canva কি?
আপনি যদি খুব অল্প সময়ে সেই লেভেলের Graphic Design, Video Collage, Logo Make, Facebook Banner, Youtube Thumbnail, Instagram Post, Poster ডিজাইন করতে চান তার জন্য Canva এর বিকল্প নেই আমার মনে হয় । যারা গ্রাফিক্সের কাজ একদমই পারেন না কিন্তু ইউটিউব থাম্বনেইল, প্রেজেন্টশন, ফেসবুক কভার, লোগো ইত্যাদি ইত্যাদি মানসম্মতভাবে ডিজাইন করতে চান তাদের জন্যই Canva ?
Canva তে প্রতিটি ডিজাইনই আগে থেকে করা থাকে আপনি জাস্ট ড্রাগ এন্ড ড্রপ করে কিছুটা চেঞ্জ করলেই হয়ে যাবে প্রফেশনাল মানের ডিজাইন ।
এন্ড্রয়েড ইউজারদের জন্য Canva এর অফিসিয়াল এন্ড্রয়েড এপ আছে প্লেস্টোরে আর পিসি ইউজাররা Canva.com এ গিয়ে ইউজ করতে পারবেন
যারা Canva এর রেগুলার ইউজার তারাই বুঝতে পারবেন Canva Premium Account এর মূল্য ।
কিন্তু Canva আপনাকে এতকিছু একদম ফ্রিতে দিবেনা, কিছু কিছু জিনিস আপনি প্রিমিয়াম ইউজার না হলে ইউজ করতে পারবেন না । হাই কোয়ালিটির ইমেজ, ভেক্টর , ফন্ট তাছাড়া এক্সপোর্টের সময় সেরা কোয়ালিটি প্রিমিয়াম ইউজার না হলে আপনি পাবেন না ।
কিভাবে Canva Premium ফ্রিতে নিবেন ?
- প্রথমেই চলে যান Canva.com এ, তারপর আপনি যে অ্যাকাউন্টটি প্রিমিয়াম করতে চান ঐটা দিয়ে লগিন করে নিন ।
- লগইন করার পর এই লিঙ্কে গিয়ে জয়েন করে নিন
- ব্যাস এবার আপনি ক্যানভা প্রিমিয়াম ইউজার ?
আশা করি, পোস্টটি আপনাদের ভালো লেগেছে । নেক্সট কোন টপিকের উপর পোস্ট চাই কমেন্ট করে জানাতে পারেন ?
আর হ্যাঁ কারো বুঝতে অসুবিধা হলে নিচের ভিডিওটি দেখতে পারেনঃ
★★আমার আগের পোষ্ট যারা মিস করেছেন তারা নিচের লিংক থেকে দেখে নিনঃ
★★আপনার কম্পিউটারের নরমাল কীবোর্ডে মেকানিক্যাল কীবোর্ডের সাউন্ড ব্যবহার করুন!
★★ Shutterstock থেকে ফ্রিতে ছবি ডাউনলোড করুন । কোন প্রকার Watermark ছাড়াই!