টেলিগ্রামে আপনার পছন্দের ইউজারনেম যদি আগে থেকেই কারোর ব্যবহার করা থাকে তাহলে কি করবেন ?

আসসালামুয়ালাইকুম ট্রিকবিডি লাভার’স,

আমাদের সবার এমন কিছু ওয়ার্ড থাকে যা খুবই প্রিয় এবং ইউজারনেম হিসেবে ব্যবহার করি। কিন্তু সমস্যা হল সেই ইউজারনেম যদি টেলিগ্রামে আগে থেকেই নেওয়া থাকে তাহলে কিভাবে সেটা রিকভার করবেন ?

তবে ইউজারনেম আবেদন করার কিছু শর্ত আছে :

১. ফেসবুক, টুইটার এবং ইনস্টাগ্রাম এই তিনটার অন্তত যেকোনো দুইটায় আপনার একই  ইউজারনেম(যেটা আপনি আবেদন করতে চাচ্ছেন) থাকতে হবে।

২. আগে থেকেই ইউজারনেম নেওয়া হয়ে গেছে এমন ব্যক্তির যদি কোন শক্ত প্রমান থাকে তাহলে আপনার আবেদন বাতিল করা হবে।

ইউজারনেম রিকুয়েস্ট করার জন্য প্রথমে টেলিগ্রামে @username_bot লিখে সার্চ করুন। 

এরপরে Start এ ক্লিক করবেন। আমার আগে থেকে ব্যবহার করা বলে Restart লেখা আসছ।

2

এরপর আপনি যে ইউজারনেম টি নিতে ইচ্ছুক সেটি লিখুন।

3
এরপর Yes এ ক্লিক করুন।

উপরের এই টেক্স টি কপি করে আপনার ফেসবুক ,ইনস্টাগ্রাম এবং টুইটার অ্যাকাউন্টে পোস্ট করুন। পোস্ট করার সময় অবশ্যই ভিজিবল পাবলিক করে দিবেন। তারপরে সেই পোষ্টের পাবলিক লিংক কপি করে বটে পেস্ট করুন।

এখন টেলিগ্রাম কর্তৃপক্ষ যাচাই করে দেখবে যে সত্যি এটা আপনার দরকার কি না।

আরো দেখুন: টেলিগ্রাম একাউন্ট লিমিট হয়ে গেলে কি করবেন ?

আজকে এ পর্যন্ত। ট্রিকবিডিতে এটা আমার প্রথম পোস্ট। তাই কোনো ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর পোস্ট টি যদি দরকারি মনে হয় তাহলে অবশ্যই লাইক করবেন।
❤️ধন্যবাদ❤️

14 thoughts on "টেলিগ্রামে আপনার পছন্দের ইউজারনেম যদি আগে থেকেই কারোর ব্যবহার করা থাকে তাহলে কি করবেন ?"

  1. Avatar photo Jewel Shikder Jony✅ Author says:
    মান সম্মত পোস্ট ❤
    1. Avatar photo Dreaminfinity Author Post Creator says:
      অনেক অনেক ধন্যবাদ,
      আপনাদের মন্তব্যই তো নতুনদের জন্য অনুপ্রেরণা ❤️
    1. Avatar photo Dreaminfinity Author Post Creator says:
      You are most welcome ❤️
    1. Avatar photo Dreaminfinity Author Post Creator says:
      Thanks
  2. Avatar photo Fahim Contributor says:
    Very Good…
    Thanks For Sharing It…??
    1. Avatar photo Dreaminfinity Author Post Creator says:
      Welcome
    1. Avatar photo Dreaminfinity Author Post Creator says:
      Thanks
    1. Avatar photo Dreaminfinity Author Post Creator says:
      ধন্যবাদ। আমার আরো দুইটা পোষ্ট পেন্ডিং আছে। আশা করি পোস্ট দুইটা এপ্রুভ করবেন। আমি ট্রেইনার রিকোয়েস্ট করেছি। দয়া করে রিকোয়েস্ট টা একটু দেখবেন।
    1. Avatar photo Dreaminfinity Author Post Creator says:
      Thanks

Leave a Reply