আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
আশা করছি আপনারা আল্লাহর রহমতে সুস্থ্য আছেন ইনশা’আল্লাহ।
আজকে আপনাদের দেখাবো Windows 10 or Windows 11 টাক্সবারে একটি সার্চ বক্স থাকে ওইটাতে কিভাবে গুগোল সার্চ ইঞ্জিন এ্যাড করা যায়। অনেক সময় আমাদের কাজের অগ্রগতির জন্য কিছু জরুরি হয়ে পড়ে গুগোল সার্চ করা। তখন যদি আপনি টাক্সবারে সার্চ করেন তাহলে Microsoft bing সার্চ হয়। যা সার্চ ইঞ্জিন হিসেবে আপনার কাছে পারফেক্ট নয়। তাই চলুন কিভাবে সেখানে গুগোল এ্যাড করা যায় সেই ট্রিক দেখা যাক।
- প্রথমে আপনার কম্পিউটারে থাকা Microsoft Edge টি ওপেন করুন। তার থ্রিডট আইকনে ক্লিক করুন।
- এখন নিচের দিকে Extension এ ক্লিক করুন।
- এরপর Manage extension এ ক্লিক করুন।
- এরপর ক্লিক করুন Chrome Web Store
- এখন সার্চ বক্সে লিখুন Chrometana নিচের দিকে দেখুন লিখা আছে Chrometana-Redirect Bing Somewhere Better ওইখানে ক্লিক করুন।
- এরপর Get লিখা আসবে ওইটাকে ক্লিক করে Add Extension করে নিন।
- অতপর নিচে দেখানো পেইজের মত আসবে। আপনার কাজ শেষ।
- চলে যান টাক্সবক্স সার্চ বক্সে এখন সার্চ করুন যে কোন কিছু। সব আসবে গুগোলে।
- আজকের মত এখানে কথা হবে পরের কোন পোস্টে সেই পর্যন্ত সবাই ভাল থাকবেন।
One thought on "কিভাবে Windows Taskbar এ Google Search Engine এড করবেন💥"