বিভিন্ন কারণেই একাধিক
জিমেই একাউন্টের দরকার হতে
পারে। একটা হয়তো ব্যাক্তিগত,
আরেকটা অফিস কিংবা ব্যবসা
প্রতিষ্ঠানের জন্য। কিন্তু দুটি
অ্যাকাউন্ট থাকলে বার বার
একটা অ্যাকাউন্ট বন্ধ করে আর
একটি অ্যাকাউন্ট খুলতে হয়। যা
বেশ বিরক্তিকর। এবার
অ্যান্ড্রয়েড ফোন থেকে আপনি
একের বেশি অ্যাকাউন্ট একসঙ্গে
ব্যবহার করতে পারবেন।
.
জেনে নিন কীভাবে সেটি করবেন-
.
★১. আপনার স্মার্টফোনের
সেটিংস মেনু চালু করুন।
.
★২. সেটিংসে গিয়ে এবার
“Accounts,” অপশনে গিয়ে Add
account সিলেক্ট করুন।
.
★৩. এবার আপনি আর কোন
অ্যাকাউন্ট অ্যাড করতে চাইছেন,
তা টাইপ করুন। আপনাকে “Google,”
“IMAP,” or “POP3.” বা এরকম কোনও
অপশন বেছে নিতে বলা হবে।
.
★৪. আপনি যদি “Google,” অ্যাকাউন্ট
যোগ করতে চান, তাহলে “Google,”
অপশনটি বেছে নিন।
.
★৫. বা আপনি যদি মাইক্রোসফট
আউটলুক বা থান্ডারবার্ডের
কোনও অ্যাকাউন্ট যোগ করতে
চান, তাহলে “IMAP,” or “POP3
বেছে নিন।
.
★৬. এবার আপনাকে পিন কোড বা
পাসওয়ার্ড দিতে বলা হবে।
ইমেইলের নিরাপত্তার জন্য পিন
কোড বা পাসওয়ার্ড দিন।
.
★৭. সব নিয়ম ঠিকঠাক মেনে চললে
আপনি কাজটি করে ফেলেছেন।
.
★৮. তবে এই সুবিধধা শুধুমাত্র
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরাই
পাবেন।
ধন্যবাদ
তথ্য প্রযুক্তি সেবায় আপনাদের পাশে
আমি এই পর্যন্ত ট্রিকবিডিতে ২৩ পোস্ট করলাম এখন পর্যনে পেন্ডিং আছে।
প্লিজ আমার পোস্ট গুলো রিভিও করুন আমাকে টিউনার করুন।