আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন। আশা করি ভালো আছেন।

আমরা যারা অনলাইন জগত এর সঙ্গে পরিচিত তারা সকলেই জানি আমাদের জীবনে ইমেইল এর গুরুত্ব কতটুকু। শুধু যোগাযোগ ই নয় আমাদের অনেক গুরুত্বপূর্ণ ডকুমেন্ট একাউন্ট ইনফরমেশন সবকিছু এই ইমেইল এর সঙ্গে জরিত। এত গুরুত্বপূর্ণ যেই জিনিস সেটার নিরাপত্তা এর বেপারে ভেবেছেন কি। যেকোন সময় আপনার গুরুত্বপূর্ণ তথ্য চলে যেতে পারে হ্যাকারের হাতে। সেই জন্য আপনার গুগল একাউন্ট এর শতভাগ নিরাপত্তা নিশ্চিত করাটা জরুরী। আজকে আমি আপনাদের শেখাবো

কিভাবে আপনার গুগল একাউন্ট এর শতভাগ নিরাপত্তা নিশ্চিত করবেন।

আপ্নারা অনেকেই হয়তো জেনে থাকবেন গুগল তার ইউজারদের নিরাপত্তার জন্য 2 Step Verification নামে একটি অপশন রেখেছে কিন্তু কিভাবে 2 Step Verification চালু করতে হয় সেটা অনেকেই জানিনা। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে আপনার গুগল একাউন্ট এর 2 Step Verification চালু করবেন।

প্রথমে এই লিংকে প্রবেশ করুন তারপর আপনার ইমেইল এর পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করুন।

তাহলে এরকম দেখতে পাবেন এখানে Get Started এ ক্লিক করুন।

তাহলে এরকম দেখতে পাবেন এখানে Try it Now এ ক্লিক করুন। তাহলে আপনার ফোন দিয়ে পরবর্তীতে লগিন করতে গেলে আপনাকে 2 Step Verification এ পরতে হবেনা।

Try it Now এ ক্লিক করলে এমন এক কনফার্মেশন পেজ আসবে এখানে Yes এ ক্লিক করুন।

এর পরের ধাপে আপনাকে 2 Step Verification এর জন্য ফোন নাম্বার দিতে বলবে এখানে আপনার ফোন নাম্বার দিন তারপর Send এ ক্লিক করুন। Send এ ক্লিক করলে আপনার ফোন একটি কোড আসবে সেই কোডটি সাবমিট করুন।

Send এ ক্লিক করলে আপনার ফোন একটি কোড আসবে সেই কোডটি সাবমিট করুন। তাহলে এরকম পেজ আসবে। এখানে Turn On বাটনটিতে ক্লিক করুন।

তাহলে আপনার একাউন্ট এর জন্য 2 Step Verification চালু হয়ে যাবে। এরপর থেকে অন্য কোন ডিভাইস থেকে কেউ আপনার ফোন এ একটি কোড আসবে এবং সেই কোডটি ছাড়া কেউ লগিন করতে পারবেনা। আপনি এতটুকু করলেই আপনার একাউন্টটি শুরক্ষিত।

কিন্তু সুরক্ষার লেভেলটিকে আরো একধাপ এগিয়ে নিতে পেজের একটু নিচে স্ক্রল করে নামুন এখানে Authenticator App এর নিচের Set Up এ ক্লিক করুন।

এক্ষেত্রে আপনার একটি Authenticator এপ এর প্রয়োজন হবে তারজন্য প্লেস্টোর এ গিয়ে Google Authenticator লিখে সার্চ দিন তারপর নিচের এপটি নামান। (এই এপটি এই কাজ ছারাও আপনার অনেক অনলাইন একাউন্ট এর সুরক্ষার জন্য ব্যবহার করতে পারবেন)

তারপর আপনার ডিভাইসটি Android নাকি Iphone সেটা সিলেক্ট করুন

 

তারপর এরকম একটি Qr Code দেখাবে কোড এর নিচে CAN’T SCAN IT লিখাটাই ক্লিক করুন

তাহলে এরকম একটি কোড পাবেন এই কোডটি খুবই গুরুত্বপূর্ণ আপনার ফোনটি কখনো হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে এই কোড এর মাধ্যমে আপনি পুনরায় আপনার Authenticator টি এক্টিভ করতে পারবেন। তাই এই কোডটি কোন সুরক্ষিত যায়গায় সেভ করে রাখুন।

এখন Google Authenticator এপটি চালু করুন তারপর (+) চিহ্নে ক্লিক করুন

তারপর Account Name এর জায়গায় আপনার একাউন্ট এর নাম দিন, Your Key এর যায়গায় আপনার কপি করা কোডটি পেস্ট করে দিন। তারপর Add এ ক্লিক করুন।

তাহলে এরকম কোড শো করবে এই কোডটি চেপে ধরুন তাহলে কোডটি কপি হয়ে যাবে।

এখন এখানে Next এ ক্লিক করলে একটি কোড চাবে সেখানে আপনার কপি করা কোডটি সাবমিট করে দিন তাহলে এরকম একটি সাক্সেসফুল মেসেজ পাবেন

ব্যাস এখন থেকে আপনার একাউন্টটি সম্পূর্ণ সুরক্ষিত কেউ আপনার ইমেইল, পাসওয়ার্ড জানলেও লগিন করতে পারবেনা।

9 thoughts on "আপনার গুগল একাউন্ট এ সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করুন ২ স্টেপ ভেরিফিকেশন চালু করার মাধ্যমে।"

  1. AbuHanif Contributor says:
    bro.airtel sim er sms pack kivabe kinbo. plz aktu jananen
  2. My_idiea Contributor says:
    নাইস
  3. Rony2017 Contributor says:
    Gmail er password vula gasi akhon ki vaba fira pabo
    1. Nabil Mahmud Author Post Creator says:
      forgot password theke recovary koren jodi phone no ba recovary mail add kora thake tahole recovar korte parben
  4. ASRAF THE PRESENTER Contributor says:
    apnnar fb othoba whatsapp no: din
    1. Nabil Mahmud Author Post Creator says:
      fb.com/venomousnabil

Leave a Reply