আসসালমুয়ালাইকুম।
কেমন আছেন সবাই। আশা করি সবাই ভালো আছেন।
আজ আপনাদের দেখাবো ক্রোম ব্রাউজারের কয়েকটি সিক্রেট সেটিং যা দ্বারা আপনি সহজেই ব্রাউজিং করতে পারবেন। আপনার ব্রাউজার আরো সুন্দর ও সহজ হবে। আপনারা হয়তবা chrome flags সম্পর্কে অনেকেই জানেন। এর থেকেই কয়েকটা গুরত্বপূর্ন সেটিং সম্পর্কে বলব আপনাদের। আগেও এ সম্পর্কে ট্রিক-বিডিতে পোস্ট করা হয়েছে কিন্তু আজকে আমি আরো কয়েকটা নতুন সেটিং সম্পর্কে বলব।
তো, চলুন কথা না বাড়িয়ে কাজের কথায় আসি।
প্রথমে ক্রোম ব্রাউজার ওপেন করে url সার্চ বার টাইপ করুন Chrome://flags লিখে সার্চ দিলে নিচের মতো পেইজ আসবে।??
No.1- প্রথম সেটিং টি হলো ক্রোম ব্রাউজার এর হোম বাটন টি অন করা,, বেশিরভাগ ডিভাইসে এই অপশন টি ডিজেবল করা থাকে। আমার মতে এটি খুবই প্রয়োজনীয় অপশন জার দ্বারা আমরা খুব সহজেই হোম পেজে যেতে পারি নতুন সাইট ব্রাউজ করার জন্য।??
এটি চালু করার জন্য প্রথম আপনাকে সার্চ বারে টাইপ করতে হবে home page তারপর দেখবেন একটি অপশন এসেছে সেটি ডিফল্ট করা থাকবে এনাবল করে দিবেন। তারপর নিচে একটি অপশন আসবে, সেখানে Relaunch now লেখাটিতে ক্লিক করে দিন।
কাজ শেষ।??
No.2- তারপর আসি ডাউনলোড এর বিষয়ে। আমরা ক্রোমে কিছু ডাউনলোড করতে গেলে তা সরাসরি ইন্টারনাল স্টোরেজে ডাউনলোড হয়ে যায়। এটিও একটি বিরক্তিকর বিষয় অনেকসময় আপনাদের এসডি কার্ডে ডাউনলোড করার প্রয়োজন হয় যা আমরা ক্রোম ব্রাউজার দিয়ে পারিনা। এখন আমি দেখাবো কিভাবে ক্রোম দিয়ে তা করতে হয়।
প্রথমে আগের মত সার্চ বারে সার্চ করুন – তারপর একটি অপশন আসবে সেটি এনাবল করে দেন এবং Relaunch now লেখাটিতে ক্লিক করে দেন।??
এখন ডাউনলোড করার সময় নিচের মত অপশন আসবে সেখান থেকে আপনি নির্ধারণ করে নিতে পারবেন।??
No.3- এখন ক্রোমে ভিডিও দেখার কিছু অপশন সম্পর্কে বলব। আমরা যখন ক্রোমে কিছু ব্রাউজ করি যেমন ফেসবুক, টুইটার এমনকি ইউটিউবে ভিডিও দেখার সময় একটা সমস্যা ফিল করতে পারি যেটা হলো যে যেকোনো ভিডিও কে চালু করতে হলে দুই বার ক্লিক করতে হয়। বিষয় টা আসলে একটু বোরিং। এখন যে সেটিং টা দেখাবো সেটা হলো যে আপনি ভিডিও দেখার জন্য একবার ক্লিক করলেই চলবে এবং ভিডিও টি ইউটিউব অ্যাপস এর মত 10 সেকেন্ড করে আগাতে পিছাতে পারবেন।
তো শুরু করা যাক,, প্রথমে আগের মতই সার্চ বারে টাইপ করুন Media controls তারপর প্রথম অপশনটি এনাবল করে দেন তারপর Relaunch new তে ক্লিক করে মজা নেন। ??
No.4- এখন বলবো যে আমরা ক্রোমে যখন এফবি বা টুইটার ব্রাউজ করি তখন আমরা কিছু এফবি বা টুইটারে পোষ্ট করি তখন আমাদের কিছু ছবি নিতে হয় তখন ইমেজ বটনে ক্লিক করলে এরকম আসে যা থেকে আমাদের খোঁজে খোঁজে ফাইল বেরকরে কাঙ্ক্ষিত ছবি বের করতে হয়??
এখন আমরা চাইলে এটাকেও আরো সহজ করতে পারি। তখন আমরা পোষ্ট করার সময় ইমেজ বাটনে ক্লিক করলে সোজা রিসেন্ট ফটোগুলো তে নিয়ে যাবে যা থেকে সহজেই ছবি খোঁজে পাব এবং সহজে কাজ সমাধান করতে পারব।??
তো চলুন আগের মতই সার্চ বারে photo picker লিখে সার্চ করি এবং প্রথম অপশনটি এনাবল করে দেয়। তারপর Relaunch new লেখাটিতে ক্লিক করলে শেষ।??
No.5- তারপর হলো ক্রোম এর নাইট মোড,, আমরা সবাই জানি যে ক্রোমে নাইট মোড নেই কিন্তু আজকে আপনাদের দেখাবো কিভাবে নাইট মোড চালু করতে হয়। তারজন্য প্রথমে আপনাকে সার্চ বারে reader mode টাইপ করতে হবে তারপর reader mode triggering অপশনে ক্লিক করে আলোয়েজ করে দেন তারপর Relaunch new ক্লিক করুন??
এখন আপনি যেকোনো পেইজে গিয়ে দেখবেন নিচে একটি অপশন আসছে সেটিতে ক্লিক করুন ??
ক্লিক করার পর পেইজটি এরকম হয়েজাবে ??
তারপর 3ডট বাটনে ক্লিক করে উপরের দিকে সোয়াইপ করুন তারপর appearance অপশনটি তে ক্লিক করুন। ??
ক্লিক করার পর এরকম আসবে এখন ডার্ক অপশন এ ক্লিক করে নাইট মোড এর মত চালাতে পারবেন। ??
বি:দ্র: এই সেটিং টি শুধু ব্লগ পড়ার ক্ষেত্রেই ব্যাবহার করা যাবে।
আজ এই পর্যন্তই ভূল ত্রুটি হলে কমেন্টে জানাবেন।
apni amar fb te inbox koren comment e ami dekhate partechina
ey link e giye upload e click kore apnar pic ta select koron, tarpor upload ses hole show match e click koron, tarpor apna apni load hoye er moto pic asejabe,, jodi er moto pic upload kora thake