প্রযুক্তিনির্ভর এই যুগে প্রায় সবাই স্মার্টফোন ব্যবহার করেন। তবে স্মার্টফোনের অন্যতম একটি সমস্যা হলো- ব্যবহারের মাঝখানে খুবই গরম হয়ে যায়। স্মার্টফোন গরম হওয়ার বেশ কিছু কারণ আছে। তবে অতিরিক্ত গরম বিপদের কারণ হতে পারে। তাই আমাদের স্মার্টফোন অতিরিক্ত গরম হবার কারণ এবং সমাধান জানা দরকার।

কি পরিমান গরম হওয়া স্বাভাবিক:
আপনার ফোন কম দামি বলে বেশি গরম হয়, তা ঠিক নয়। স্বাভাবিকভাবে স্মার্টফোন ৩৫-৪৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম হতে পারে। তবে স্ট্যান্ড বাই মোডেও যদি ফোনটি ৩৫-৪৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম হয় তবে বুঝবেন আপনর ফোনে সমস্যা আছে।

ব্যাটারি:
মোবাইল কম্পানিগুলো বর্তমানে স্মার্টফোন দিন দিন পাতলা করছে। তবে তার তুলনায় ব্যাটারির প্রযুক্তি তেমন উন্নত হয়নি। ব্যাটারি যত বেশি দুর্বল হবে ফোন তত বেশি তাপ উৎপন্ন  করবে। ব্যাটারি চার্জ নেওয়ার সময় অথবা ডিচার্জ হওয়ার সময়েও ফোন বেশি গরম হয়ে থাকে।

প্রসেসর:
স্মার্টফোন গরম হওয়ার একটি করণ হচ্ছে প্রসেসর গরম হওয়া। আপনারা হয়তো অনেকেই জানেন স্মার্টফোনের মূল অঙ্গ হচ্ছে প্রসেসর। প্রসেসর এমন একটি ডিভাইস যা সবসময় কাজ করে থাকে। আপনি ফোন ব্যবহার করেন আর নাই করেন। ক্ষুদ্র ক্ষুদ্র ইলেকট্রন দিয়ে প্রসেসর তৈরী হয়ে থাকে। প্রসেসর স্মার্টফোনের বডির সাথে লাগানো থাকে যার ফলে তাপ অনুভব হয়।

দুর্বল নেটওয়ার্ক:

ফোন গরম হওয়ার আরেকটি করণ হচ্ছে দুর্বল নেটওয়ার্ক। আপনার ফোনে যদি নেটওয়ার্ক দুর্বল থাকে তখন সিগনাল যায় আর আসে। আবার ওয়াইফাই ব্যবহারে সিগন্যালের জন্য অনেক বেগ পেতে হয়। দুর্বল নেটওয়ার্কের জন্য ফোনে বেশি চাপ পরে, যার ফলে স্মার্টফোন অত্যাধিক গরম হয়ে থাকে।

স্মার্টফোন অতিরিক্ত গরম থেকে মুক্তির উপায়:
সবসময় খেয়াল রাখবেন যে ফোনে যেন চার্জ থাকে।  একসাথে বেশি অ্যাপস চালু করে রাখবেন না। ফোনের অতিরিক্ত অ্যাপস ব্যাকগ্রাউন্ডে বেশি জায়গা নিয়ে নিচ্ছে কিনা সে দিকে খেয়াল রাখুন। স্মার্টফোন বেশি ব্যবহার করলে বা ফোনে অতিরিক্ত গেমস খেললে গরম হয় এটা একেবারেই ঠিক নয়।

র‌্যাম ও ক্যাশ মেমোরি সবসময় পরিস্কার রাখুন।  অপ্রয়োজনীয় ম্যাসেজ ডিলিট করুন। ফোনে কোন অ্যানিমিশন চালু থাকলে বন্ধ করুন। ফোনে এমন কভার ব্যবহার করুন যেন কভারটি চামরার হয়। বাহিরের তাপে যেন ফোন গরম না হয়ে যায় সেই দিকে খেয়াল রাখুন।

সবসময় ওয়াই-ফাই ব্যবহার করা থেকে বিরত থাকুন। পাশাপাশি, সবসময় ডেটা চালু করে রাখা উচিত নয়।

পোস্টের মাধ্যমে যদি সামান্য উপকৃতকিছু জানতে ও শিখতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ

19 thoughts on "স্মার্টফোন যে কারণে গরম হয়!স্মার্টফোন অতিরিক্ত গরম থেকে মুক্তির উপায়"

  1. Avatar photo Hasan420 Author Post Creator says:
    স্মার্টফোন ব্যবহারকারীরা বিষয়টি অনেকে জানেন।
    যারা জানেনা তাদের জন্য ভাল গাইডলাইন হবে
    ইনশাআল্লাহ।
  2. Avatar photo Hasan420 Author Post Creator says:
    Thanks Beplob_Hosen Vaiya
  3. Avatar photo Tangible Belal Contributor says:
    Amr phn charge a dile gorom hoi. Eta ki problem?
  4. Avatar photo Md Ashik Hossain Contributor says:
    ধন্যবাদ
  5. Love11 Contributor says:
    Supper baiya. sundor post
  6. Avatar photo Ah Tasnim Contributor says:
    vlo…but may be 70% android user ra bisoy gulo jane
  7. Ashiq444 Contributor says:
    এমন একটা app এর নাম বলুন যা ফোনের তাপমাত্রা control করবে।।। ফোনকে ঠান্ডা রাখবে
    1. Shadin Contributor says:
      এমন অ্যাপ নেই।
      যদিও থাকে সেগুলো ফেক।
      কেননা অ্যাপ দিয়ে ঠান্ডা করা যাবে না।
      ঠান্ডা হওয়া মোবাইলের ক্ষমতার ওপর নির্ভর করে।
    2. Ashiq444 Contributor says:
      CPU cooler agulao ki faka?
    3. Shadin Contributor says:
      হ্যাঁ ফেক।
      এগুলো মোবাইল ঠান্ডা করতে পারে না।
  8. Avatar photo Md Abubakar Contributor says:
    এই পোস্ট আমি আগেই নেটে পড়েছি।এই পোস্টটি কপি করা হয়েছে ১০০০‱ নিশ্চিত
    1. Avatar photo Hasan420 Author Post Creator says:
      বিবেক-বিবেচনা বোধকে জাগ্রত করুন।
      ট্রিকবিডির সকল ট্রেনার সবাই।
      যারা লেখালেখির সাথে জড়িত
      সবাই নেট থেকে আইডিয়া নিয়ে
      ও নিজে প্রয়োগের মাধ্যমে যদি সফল হয়
      তবে পোস্ট করেন।
      আসলে মানুষ স্বাভাবিক অবস্থায় খুব কম জানে।
      আপনার এটা বুঝা উচিত।
      ধন্যবাদ।
  9. Shadin Contributor says:
    ভাল।
    কিন্তু স্ট্যান্ড বাই মোড বলতে কি বুঝিয়েছেন?
    1. Avatar photo Hasan420 Author Post Creator says:
      Power Management eer Setting
      Vaiya.
    2. Shadin Contributor says:
      ওহ।

Leave a Reply