*Resume from Hibernation…
GIF হচ্ছে একটা ইমেজ ফরম্যাট । যে ফরম্যাটে ইমেজগুলো এনিমেট করতে পারে আইমিন নড়াচড়া করতে পারে । ওয়েবসাইটে প্রোডাক্টের অ্যাডভার্টাইজ করার জন্য বা অন্য যেকোন কিছু অফার করার জন্য সাধারণ স্থির ইমেজগুলো থেকে গিফ ইমেজগুলো বেশি ইফেক্টিভ । তাই আজকে আমরা দেখব কিভাবে ফটোশপ দিয়ে একটি গিফ অ্যানিমেশন তৈরি করা যায় ।
১। ফটোশপ ওপেন করুন-
২। File> Scripts > Load File Into Stack এ ক্লিক করুন ।
৩। Browse এ ক্লিক করে যে ইমেজগুলোকে অ্যানিমেট করাতে চান সেগুলো সিলেক্ট করুন । এক্ষেত্রে একটার বেশি ফাইল সিলেক্ট করুন । তারপর Ok প্রেস করুন । আমি দুইটা ইমেজ দিয়েই দেখাচ্ছি । দুইটা ইমেজ দুইরকমের…
৪। Window > Timeline এ ক্লিক করে Timeline উইন্ডোটা নিয়ে আসুন-
৫। Timeline উইন্ডোর ড্রপডাউন আইকন থেকে Create Frame Animation এ ক্লিক করুন ।
৬। Create Frame Animation এ ক্লিক করুন –
৭। কোণার আইকনটিতে ক্লিক করে Make Frames From Layer এ ক্লিক করুন –
৮। Frames Delay Time থেকে একটা ইমেজ হতে আরেকটা ইমেজে অ্যানিমেট হতে কত সময় নিবে তা সিলেক্ট করুন –
৯। Looping Options হতে Forever সিলেক্ট করুন –
১০। Play আইকনে ক্লিক করে অ্যানিমেশনটি Preview করতে পারবেন –
১১। তারপর Save করার জন্য File > Save For Web এ ক্লিক করুন অথবা Alt+Shift+Ctrl+S প্রেস করুন –
১২। Preset থেকে GIF 128 Dithered সিলেক্ট করুন । তারপর Save এ ক্লিক করুন । নাম ও ফোল্ডার সিলেক্ট করে সেভ করে ফেলুন । ব্যাস !!
তারপর অ্যানিমেশনটি ওয়েবে ব্যাবহার করতে পারবেন ।
আজকে এই পর্যন্তই । সবাই ভালো থাকবেন ।
*Shutting Down…
– আল্লাহ হাফেজ –
R link ta dite parven
Oitar onno kono link dite parben