আজকের পোষ্টটি মূলত তাদের জন্য যাদের একটি নিজস্ব ওয়েবসাইট আছে। কেননা আজকে আমি দেখাবো কিভাবে আপনারা আপনার ওয়েবসাইটকে আপনার টেলিগ্রাম চ্যানেল বা গ্রুপের সাথে কানেক্ট করবেন। এর ফলে যখনি আপনার সাইটে কেউ পোষ্ট করবে সেটা আপনার টেলিগ্রাম গ্রুপে অথবা চ্যানেলে অটোমেটিক মেসেজ চলে যাবে আপনার পোষ্টের টাইটেল, থাম্বনিল এবং ফুল পোষ্টের লিংকসহ। তো আর দেড়ি না করে চলুন মূল পোষ্টে চলে যায়….
- প্রথমেই আপনি আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে চলে যাবেন এবং Plugin অপশনে ক্লিক করে Add New Pligin এ ক্লিক করবেন।
- তারপর সার্চ বক্সে সার্চ করবেন WP TELEGRAM লিখে। এটা লিখে সার্চ করলে কয়েকটা প্লাগিন আসবে। বাট আমি যেটাতে মার্ক করে দেখিয়ে দিসি আপনারা সেটা ইনস্টল করবেন।
- তারপর আপনারা ইনস্টল হয়ে গেলে Active অপশনে ক্লিক করবেন।
- তারপর এখান থেকে আপনারা সিটিংস অপশনটাতে ক্লিক দিবেন।
- তারপর আপনাদের কি কি করতে হবে সেটা এখানে লেখা থাকবে পড়ে নিতে পারবেন এবং নিজে নিজেই সব সেট করতে পারবেন।
বাট তাও বলে দিচ্ছি,
- প্রথমে আপনারা একটি বোট তৈরী করবেন। যাস্ট সিম্পল একটি বোট। বোট তৈরীর জন্য প্রথমেই টেলিগ্রামে ডুকে @BotFather বোটটিতে ডুকবেন এবং Add New Bot অপশনে ক্লিক করবেন।
- তারপর আপনার বোটের জন্য যেকোনো একটি নাম লিখে সেন্ড করুন।
- তারপর আপনার বোটের জন্য একটি ইউজার নেম সেট করুন। এবং ইউজার নেমের শেষে bot লেখাটা অবশ্যই লিখতে হবে।
- তারপর বোট হয়ে গেলে আপনাকে তারা একটি কোড দিবে সেই কোডটি কপি করে নিন।
- তারপর সাইটে চলে যান এবং সেখানে বক্সের মধ্যে সেই কোডটি পেস্ট করে দিন। কোডটি পেস্ট করার পর Test token এ ক্লিক করে দিন।
- তারপর Modules অপশনের নিচে Post To Telegram অপশনটি অন করে দিন এবং সেব বাটনে ক্লিক করে দিন।
- তারপর সেব হয়ে গেলে Post To Telegram অপশনের নিচে Settings অপশন চলে আসবে সেটাতে ক্লিক করে দিন।
তারপর কি করতে হবে সেটে এখানে লেখা আছে। নিজে পড়ে পড়ে করে নিতে পারবেন।
- সো এখন আপনি আপনার গ্রুপে অথবা চ্যানেলে চলে যান। আপনি যদি চান আপনার সাইটের সব পোষ্ট আপনার চ্যানেলে শেয়ার করবে তাহলে চ্যানেলে যান অথবা যদি চান গ্রুপে শেয়ার হবে তাহলে গ্রুপে চলে যান। তারপর চ্যানেলের/অথবা গ্রুপের নামের উপর ক্লিক করুন।
- তারপর ইডিট আইকনে ক্লিক করুন।
- তারপর Administrator অপশনে ক্লিক করুন।
- তারপর Add Admin অপশনে ক্লিক দিন।
- তারপর আপনি একটু আগেই যে বোট তৈরী করলেন একটা সেই বোটের ইউজার নেম যেটা দিয়েছিলেন সেটা এখানে লেখে সার্চ দিন। তারপর সেই আইডিটা সিলেক্ট করবেন।
- তারপর ওকে করে দিবেন।
- এখন আপনি আপনার গ্রুপ/চ্যানেল মানে যেটাতে শেয়ার করবেন সব পোষ্ট সেইটার ইউজার নেম বা লিংকটা কপি করে নিন।
- তারপর সাইটে চলে যান এবং বক্সের মধ্যে চ্যানেল/গ্রুপের ইউজারনেমটা পেষ্ট করে দিন এবং Send Test অপশনে ক্লিক করুন। Send Test অপশনে ক্লিক করলে আপনার গ্রুপ/চ্যানেল যেটাতে সব পোষ্ট শেয়ার করবেন সেটাতে একটা মেসেজ যাবে। যদি মেসেজটা যায় তাহলে বুঝবেন ৯৭% কাজ ঠিকঠাক ভাবে হয়ে গেছে। আর যদি মেসেজ না যায় তাহলে আবার পুনরায় সব ঠিক ঠাক ভাবে করতে হবে আপনার।
- তারপর আপনি একটু নিজে কাষ্টমাইজ করতে পারেন যে পোষ্ট শেয়ার হলে সেটা কোর স্টাইলে শেয়ার হবে এসব নিজের ইচ্ছা মতো করবেন যদি পারেন।
- তারপর সেব অপশনে ক্লিক করে দিন।
- এখন আমি একটি পোষ্ট করে দেখাই। যাস্ট এমনি দেখানোর জন্য পোষ্টটা আমি করলাম। পাবলিশ করে দিলাম।
- দেখুন পাবলিশ করার সাথেসাথে পোষ্টের টাইটেল, পোষ্টের লাইন এবং ফুল পোষ্টের লিংক চলে আসছে। আমি যেহেতু কোনো পিক অ্যাড করিনি পোষ্টে বা থাম্বনেল সেট করিনি সেজন্য শেয়ার হবার সময় কোনো পিক দেখা যায়নি। বাট পোষ্টে থাম্বনেল সেট করলে সেটাও অটোমেটিক ভাবে টেলিগ্রামে শো করবে।
ব্যাস আর কিছুনা। বাকিটা আপনার উপর। নিজে যদি সিটিংস থেকে কাষ্টমাইজ করতে চান তাহলে করবেন না করলেও কোনো সমস্যা নাই।
আশা করছি আপনারা বুঝতে পারছেন। বাট তারপরেও কেউ না বুঝে থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এরকম আরো টেলিগ্রামের সকল হিডেন সিক্রেট টিপস গুলো জানতে আমার চ্যানেলটি এখনি সাবসক্রাইব করুন।
ভিডিও টিউটোরিয়াল
Ei site: haastamanagements.com