*Call/SMS/Balance details!! 

একবার কোড নিতে পারলেই যথেষ্ট! 

আসসালামু আলাইকুম।

আশা করছি আপনারা সকলেই অনেক ভাল আছেন।

এর আগে আমি দেখিয়েছিলাম অন্যের গ্রামীনফোন সিমের কল/মেসেজ হিস্টোরি কীভাবে চেক করতে হয়। সেখানে অনেকেই কমেন্ট করে জানিয়েছিলেন অন্যান্য অপারেটরগুলোর জন্য এরকম ট্রিক নিয়ে আসতে।

পূর্বের পোস্টটি না দেখে থাকলে নিচের লিংক থেকে দেখে নিতে পারেন।

পূর্বের পোস্ট 

আজ আপনাদেরকে দেখাব রবি সিমের কল/মেসেজ/ব্যালেন্স ডিটেইলস দেখার ট্রিক।

*এক্ষেত্রে যার কল/মেসেজ হিস্টরি দেখবেন তার কাছে থেকে আপনাকে এককালীন একটি কোড সংগ্রহ করতে হবে। কীভাবে কালেক্ট করবেন সেটা আপনার ব্যাপার!! 

তো চলুন শুরু করা যাক।

*যা যা লাগবে:

১.My Robi app

২.একটি জিমেইল একাউন্ট

প্রথমেই প্লেস্টোরে গিয়ে “My Robi ” লিখে সার্চ করে অথবা নিচের লিংকে ক্লিক করে সরাসরি প্লেস্টোর থেকে My Robi এপ টি ডাউনলোড করে নিন।

My Robi(without Refer)

এপটি ডাউনলোড হয়ে গেলে ওপেন করুন।নিচের মতো ইন্টারফেস আসবে।এবার “Login” এ ক্লিক করবেন।

লগিনে ক্লিক করলে লগিন করার জন্য তিনটি অপশন আসবে।এক্ষেত্রে আপনারা ” Login with Gmail” এখানে ক্লিক করবেন।

এখানে ক্লিক করলে একটা পপ আপ পেজ আসবে এবং সেখানে আপনার ফোনে লগিন থাকা জিমেইল একাউন্ট গুলো দেখাবে। এক্ষেত্রে যে ইমেইল টা আগে কখনো My Robi একাউন্টে ব্যবহার করা হয়নি সেই একাউন্ট টা সিলেক্ট করবেন।

এরপর নিচের মতো আসলে এখানে আপনারা যে নাম্বারের হিস্টোরি চেক করতে চান সেই নাম্বারটি বসিয়ে দিয়ে “Send OTP” তে ক্লিক করবেন।

সেন্ড ওটিপি তে ক্লিক করলে ঐ নাম্বারে একটি কোড যাবে সেই কোড টি কালেক্ট করে বসিয়ে দিন   এবং “Login”  এ ক্লিক করুন।Login হয়ে যাওয়ার পর এপটি পারমিশন চাইলে Allow এ ক্লিক করে পারমিশন দিয়ে দিবেন।

 

ব্যাস কাজ শেষ!

এবার আসুন তার কল/মেসেজ হিস্টরি চেক করি!?

কল হিস্টোরি দেখার জন্য নিচে চিহ্নিত  Call History আইকোন এ ক্লিক করুন এবং পরবর্তী স্ক্রিনশট গুলো ফলো করুন।

>

>

এখান থেকে আপনারা কল,মেসেজ,ইন্টারনেট হিস্টোরি দেখতে পারবেন।

*লগিন করার সময় তো কোড নিলাম! পরে যদি লগ আউট করে আবার লগিন করতে যাই সেক্ষেত্রে কি আবার কোড লাগবে?

না ভাই আর কোড লাগবে না। আসেন সেটা প্রমাণিত করে দেখিয়ে দিচ্ছি।

তো চলেন সাইন আউট (লগ আউট)  করি আগে।

লগ আউট করতে প্রথমেই নিচে ডান কর্ণারে থাকা থ্রি ডট মেনুতে ক্লিক করুন।

থ্রি ডট মেনুতে ক্লিক করার পর নিচের দিকে স্ক্রল করলে একেবারে শেষে দেখতে পাবেন “Sign Out” লেখা আছে। সেখানে ক্লিক করুন।

“Log out” এ ক্লিক করলেই  লগ আউট হয়ে যাবে।

লগ আউট হয়ে গেলে সেই প্রথমের মত ইন্টারফেস আসবে। এবার লগিন এ ক্লিক করুন।

লগিন এ ক্লিক করলে আবারও আগের মতো তিনটি অপশন আসবে এবং সেখানে আপনারা আবারও “Login with Gmail” এ ক্লিক করবেন।

এবার পূর্বের মতো লগিন থাকা জিমেইল একাউন্ট গুলো আসলে যেই একাউন্টটি ব্যবহার করে একটু আগে My Robi এপ এ একাউন্ট খুলেছেন সেই একাউন্ট টি সিলেক্ট করুন।

আগের জিমেইলটি সিলেক্ট করলে দেখবেন এবার কোনো প্রকার ঝামেলা ছাড়াই সরাসরি ড্যাশবোর্ড এ চলে আসবেন!

এভাবে প্রত্যেকবার আপনারা কোনো প্রকার কোডের ঝামেলা ছাড়াই লগিন করে কল/মেসেজ হিস্টোরি দেখতে পারবেন এবং সাথে মেইন একাউন্ট ব্যালেন্স ও চেক করতে পারবেন।

আশা করছি পোস্ট টা আপনাদের অনেক ভাল লেগেছে।কোনো সমস্যা হলে কমেন্টে জানান আমি অবশ্যই রিপ্লাই করে সমাধান দেওয়ার চেষ্টা করব।

সকলে ভাল থাকুন সুস্থ থাকুন এই কামনা করে এখানেই শেষ করছি। 

আল্লাহ হাফেজ? 

13 thoughts on "Gf/Bf এর কল/মেসেজ/ব্যালেন্স হিস্টোরি চেক করুন (Using My Robi app)[Requested Post]"

  1. MD Shakib Hasan Contributor says:
    এগুলো তো সবাই জানে
    1. sakhawat063 Author Post Creator says:
      know for sharing . আপনিও শেয়ার করতে পারতেন ভাই।তাছাড়া পোস্ট টা রিকোয়েস্টেড পোস্ট।
  2. Md Al-Amin Islam Contributor says:
    রেফারের ধান্দা।
    1. sakhawat063 Author Post Creator says:
      মজার ব্যাপার কী জানেন ভাই? এই পোস্ট টিই আমি ট্রেইনার রিকোয়েস্ট এ সাবমিট দিয়ে ট্রেইনার রোল পেয়েছি।
    2. NS Sabur Legend Author says:
      আপনি যে কথাটা বললেন এটার সাথে আমি একমত না এডমিন তো আর চেক করে দেখে না ওটা রেফার লিংক কিনা। পোস্ট এর ধরন কোয়ালিটি টা ভালো ছিল এইজন্য তো অথর দিয়েছে আপনাকে।
  3. Tamim Sarker Contributor says:
    Primary account aa nijer nmbr diye khule… secondary account 5ta add Kora jbe…1st time add krte code lagbe trpr primary account login krle secondary account gulo amnitei add hoye thakbe…Gmail ar drkr nai
  4. NS Sabur Legend Author says:
    গুড পোস্ট চালিয়ে যান।
    1. sakhawat063 Author Post Creator says:
      ধন্যবাদ ভাই।নতুন ট্রেইনার আমি তাই কোনো ভুল হয়ে থাকলে তা ধরিয়ে দিয়ে পাশে থাকবেন আশা করছি।
  5. Ultimate Arzu Contributor says:
    airtel er jonno amn kno trick bolte paren naki bro ?
    1. sakhawat063 Author Post Creator says:
      থাকলে নিয়ে আসবো ভাই ইনশাআল্লাহ ।
  6. Ashikur Rahaman Contributor says:
    Posta ta ajke onk kaj e laglo gf re dhorci ebar???
    1. sakhawat063 Author Post Creator says:
      ????
    2. sakhawat063 Author Post Creator says:
      breakup hoile ami kintu dayee na ???

Leave a Reply