আপনি যদি অনলাইনে রেগুলার টেকনোলজি বিষয়ে আর্টিকেল পড়ে থাকেন তাহলে এটা নিশ্চয় শুনে থাকবেন যে মাইক্রোসফট তাদের এজ ব্রাউজারকে একটি ক্রোমিয়াম ভিত্তিক ব্রাউজারে মুভ করেছে। এঁর মানে এখন এজ ব্রাউজারে ক্রোম ওয়েব স্টোরের সকল এক্সটেনশন ইনস্টল করতে পারবেন।  শুধু এক্সটেনশন নয় আপনি এজ ব্রাউজারে ক্রোমের থিমগুলোও ইনস্টল করে এজ ব্রাউজারকে অসাধারন লুক দিতে পারেন। তো তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে এজ ব্রাউজারে ক্রোম ওয়েব স্টোরের থিম এবং এক্সটেনশন ইনস্টল করবেন।

যেভাবে ইনস্টল করবেনঃ

  • প্রথমেই আপনার এজ ব্রাউজার আপডেট করে নিন
  • এবার এজ ব্রাউজার ওপেন করে edge://flags এই লিঙ্কে প্রবেশ করুন।

 

  • পেজের উপরের দিকে থাকা সার্চ বারে ‘Allow installation of external store themes’ সার্চ করুন। (খুজে না পেলে আর্টিকেলের শেষের দিকের পদ্ধতি ফলো করুন)

 

  • Allow installation of external store themes’  এঁর পাশে থাকা ড্রপ ডাউন মেনু থেকে এনাবল সিলেক্ট করুন।

 

 

  • সবশেষে রিস্টার্ট এ ক্লিক করুন।

 

 

  • এবার ক্রোম ওয়েব স্টোরে গিয়ে আপনার ইচ্ছা মতো থিম এবং এক্সটেনশন ইনস্টল করুন। ইনস্টল করার জন্য ‘Add to Chrome‘ বাটনে ক্লিক করুন।

যদি  ‘Allow installation of external store themes’  এই অপশন সার্চ করে খুজে না পান তাহলে এই পদ্ধতি ফলো করুন।

 

  • ক্রোম ওয়েব স্টোরে প্রবেশ করুন।
  • পেজের উপরের দিকে একটি নীল কালারের বারে দেখুন ‘Allow extensions from other stores‘ একটি অপশন আছে, সেখানে ক্লিক করে ‘Allow‘ সিলেক্ট করুন।

 

 

  • এখন আপনি ক্রোম ওয়েব স্টোর থেকে যে কোনো থিম এবং এক্সটেনশন ইনস্টল কএতে পারবেন।

বন্ধুরা এই আর্টিকেল এই পর্যন্তই। আগামীতে দেখা হবে অন্য কোনো আর্টিকেলে, ধন্যবাদ

Content Copyright:  Trickjal.xyz

One thought on "ক্রোমের থিম এবং এক্সটেনশন ইউজ করুন মাইক্রোসফট এজে!"

Leave a Reply