হানিগেইন কি?

হানিগেইন হল এমন এক এপ্লিকেশন যার মাধ্যমে আপনি
কোনো কাজ করা ছাড়াই ইনকাম করতে পারবেন। এতে ২০
ডলার হলেই উইথড্র করা যায় এবং ২ দিনের মধ্য পেপালে
ক্যাশাউট করতে পারা যায়। এ নিয়ে বিস্তারিত পোস্ট করেছি
ট্রিকবিডিতে যারা দেখেননি তারা দেখে আসতে পারেন।
[Honeygain]কোনো কাজ না করেই শুয়ে শুয়ে প্রতিমাসে ইনকাম করুন ২০ ডলার।[Wi-fi]
Honeygain সম্পর্কে জেনে নিন সকল প্রশ্নের উত্তর এবং কোনো কাজ না করেই ইনকাম করুন।
CREATE ACCOUNT WITHOUT REFFER
CREATE ACCOUNT WITH REFFER 5$ Bonus

সমস্যা ও সমাধান

সমস্যা ১ঃ কোনো প্রকার আর্নিং হচ্ছে না কয়েকদিন ধরে।
এই সমস্যা আমার ক্ষেত্রে হয়েছে তাই ভাবলাম এ নিয়ে লিখা দরকার।
আমার বর্তমানে বেলেন্স আছে ১৫ usd. আমি ইন্সটল করেছলাম অনেক দিন
আগে, শুরুর দিকে ২০-৪০ সেন্ট করে প্রতিদিন ইনকাম হলে এখন
দেখা যাচ্ছে দিন শেষে ইনকাম হয় ১ সেন্ট ?। ভাবলাম ঘটনা কি!
তাই খেয়াল করে দেখলাম ইনকাম না হওয়ার কারণ আমার ডিভাইস
এপটিকে অটোমেটিক বন্ধ করে রাখে। নোটিফিকেশন প্যানেল থেকে যদিও
একটিভ দেখা যায় তারপরেও এটি কাজ করছিল না। এপই যদি বন্ধ থাকে
তবে আর্ন করবে কীভাবে?. এটি ছিল আমার ক্ষেত্রে প্রথম সমস্যা।
দ্বিতীয় ক্ষেত্রে সমস্যা কি তা বুজতে পারিনি কিন্তু সমাধান পেয়ে গেছি।
এই ক্ষেত্রে App টি সম্পূর্ণ আনইন্সটল করে আবার ইন্সটল করেছি
এবং আরেক পদ্ধতি ট্রাই করেছি তা হল ডাটা ক্লিয়ার করা। এই উভয়
পদ্ধতি আমার কাজে লেগেছে। এখন দেখি আগের মতই ইনকম হচ্ছে।

আমার ৩ টা ডিভাইসে কানেক্ট আছে। বাকি ২ টাতে আর্নিং অফ হয়ে
গিয়েছে, তাই বাকি ডিভাইসগুলোতেও এই পদ্ধতি এপ্লাই করে দেখি
কাজ করছে আগের মত?।
সমস্যা ২ঃ আমার একটি মাত্র ডিভাইস এবং এতে খুব কম পরিমাণ ইনকাম হয়।
কথা হচ্ছে আপনার যদি ডেইলি ১ সেন্ট বা ৮০ পয়সা ও ইনকাম হয় তাহলে
খারাপ কি? কারণ কোনো কাজ না করে ১ পয়সাও আপনাকে কে দেবে?
কিন্তু তারপরেও ফোনে একটা এপ্লিকেশন পড়ে আছে যা আমাকে প্রতিদিন ১
সেন্ট দেয় তা আমার কাছে গ্রহণযোগ্য নয়, অনেকের মনোভাব কিছুটা এই ধরণের?।
আমার এক ফ্রেন্ড ও ঠিক এমন তাকে ফ্রীতে টাকা দিচ্ছে এতে সে প্রথমে খুশি, কিন্তু
পড়ে যখন টাকা কম দিচ্ছে তখন সে এতে কষ্ট পায়?। আরে ফ্রীতে টাকা পাচ্ছে
এইটাই অনেক বেশি। কিন্তু এতকথা বলে কি লাভ, সমস্যা যখন আছে সমাধান ও
কিছু থাকবে। এক পদ্ধতি দেখলাম অনেকেই ব্যবহার করছে এবং এতে
এক ডিভাইসেই ভাল ইনকাম হচ্ছে। কিন্তু এটি আমি সাজেস্ট করব না, আপনি
যদি করতে চান নিজের রিস্ক এ করতে পারেন। এটি হচ্ছে ক্লোনিং। এর
মাধ্যমে হানিগেইন এপ কে ক্লোন করে এক ডিভাইসে একাধিক এপ্লিকেশন
ব্যবহার করা যাবে। এতে আপনার ইনকাম হবে ডাবল বা ত্রিপল।

Clone HoneyGain

ডাউনলোড করে নিন App Cloner
এপ ক্লোনার ডাউনলোড করে নিয়ে হানিগেইন এর একটি ক্লোন
বানিয়ে নিন। খেয়াল রাখতে হবে যাতে আপনি ধরা না খান। অর্থাৎ
যাতে আপনার ডিভাইস আইডি সেইম না হয়। একই ডিভাইস থেকে ২ টি
আইডি ব্যবহার করলে ধরা খাবেনই তাই ডিভাইস আইডি চেইঞ্জ করতে
হবে। এবং আরো কিছু ছোটখাট পারমিশন চেইঞ্জ করে নিবেন। আমার
মতে ওয়াইফাই এড্রেস হাইড না করাই ভাল। নিচের স্ক্রিনশট এর মত পারমিশন
গুলো দিয়ে ক্লোন করে নিন।



সুবিধা-অসুবিধা

সুবিধা হল আপনার ইনকাম হবে ডাবল। এবং অসুবিধে হচ্ছে শুধু একটাই
ফোনের চার্জ আগের তুলনায় দ্রুত শেষ হয়ে যাবে। এই এপ্লিকেশন ৫-৬ পার্সেন্ট চার্জ
এক্সট্রা খরছ করে এখন এই এপ্লিকেশন ডাবল করলে চার্জ ও ১০ পার্সেন্ট এর মত
বেশি খরছ হবে। তাছাড়া আর কোনো অসুবিধা নেই।

সতর্কতা

এই ক্লোনিং করলে আইডি ব্যন করে কিনা জানা নেই তবে সতর্ক
থাকা ভাল। আর ধরা না খেলে ব্যন কীসের?। সর্বশেষ যে কথাটি
মাথায় রাখতে হবে তা হল ক্লোন করলেও ৩ টির বেশি অর্থাৎ এক ডিভাইসে
৩ টির বেশি হানিগেইন রাখবেন না। কারণ একটি আইপি এড্রেস দিয়ে মাত্র
১-৩ টি ডিভাইস চালানো যায়?।
ট্রিকবিডিতে আমার অন্যান্য পোস্ট দেখে আসতে পারেন।
[Buzzbreak] এবার পয়েন্ট ইনকাম হবে আনলিমিটেড এবং হাজার হাজার টাকা পাবেন Paypal এর মাধ্যমে।
[Cashzine] Termux দিয়ে হ্যাক করে আনলিমিটেড টাকা ইনকাম করুন এবং পেমেন্ট পাবেন পেপালে।[Hack]
[Clipclaps] হ্যাক করে নিয়ে নিন আনলিমিটেড কয়েন এবং ফ্রী ট্রেজার বক্স Termux দিয়ে।[No Root]

SUPPORT ME

JOIN MY TELEGRAM CHANNEL

18 thoughts on "[Honeygain] আর্নিং হচ্ছে না কিংবা আর্নিং হলেও তা খুব অল্প? নিয়ে নিন সমাধান এবং ইনকাম করোন কোনো কাজ না করেই।[Android/Pc]"

  1. Masum62786 Contributor says:
    amar xiaomi 6a theke hocce na…. khop kom hocce… kono fast er opay ace???
  2. Masum62786 Contributor says:
    amar xiaomi 6a theke hocce na…. khop kom hocce… kono fast er opay ace???
    1. YASIR-YCS Author Post Creator says:
      ??
  3. Md Asif Contributor says:
    computer e app ta install kore login korlam
    tar por abar apps e click korle open hosche na

    data ki nitase na tara kivabe bujhbo ki korbo

  4. Md Asif Contributor says:
    mb kivabe nibe ora computer theke oder website sudhu visit kore chira dete hobe naki ar kichu korte hobbe
    1. YASIR-YCS Author Post Creator says:
      আগের পোস্ট গুলো পড়েন বিস্তারিত লিখা আছে। কম্পিউটারে এপ ইন্সটল করে রেখে দিলে হবে বাকি কাজ অটোমেটিক। তাছাড়া নোটিফিকেশন প্যানেল বা অন্য কোনো জায়গায় টোটাল ট্রাফিক দেখায়।
  5. Md Asif Contributor says:
    kivabe bujhbo tara mb nitase
  6. কাইয়ুম Contributor says:
    Prement kise kore vai
  7. Hasib106083 Contributor says:
    Vaia PayPal account niye akta post den…..hcce na account… limited kre dei
    1. YASIR-YCS Author Post Creator says:
      Payoneer দিয়ে ব্যাংক একাউন্ট এড করেন আর usa নাম্বার যোগ করে ভেরিফাই করেন হয়ে যাবে?।
    2. Hasib106083 Contributor says:
      Add krte jaiyei limited kre dise ….hosse na…. please help kren…
    3. YASIR-YCS Author Post Creator says:
      লিমিটেড করলে ব্যাংক একাউন্ট কনফার্ম করেন অর্থাৎ Payoneer এর একাউন্ট আবার এড করেন। পাসওয়ার্ড চেইঞ্জ করেন আর ডকুমেন্ট হিসেবে ফেইক ড্রাইবিং লাইসেন্স বা আইডি কার্ড এড করেন।
    4. Hasib106083 Contributor says:
      Ok
      R vaia apnr sahe kivabe ktha bla jabe jdi blten?
  8. Akash Hd Contributor says:
    Vai desktop Computer a app ta install kore login korle hobe?
  9. reaz101 Contributor says:
    আপনিকি ক্লোন করে চালা?
  10. Mr.Sniper Contributor says:
    Vai Jodi protidin 4-5GB Download Dei Tahole ki hobe??

Leave a Reply