আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আল্লাহ সবাইকে নিরাপদে রাখুন।
তো Post-টার Title দেখে অনেকেরই হয়তো মনে হয়েছে এটা বেশ মজার একটা জিনিস হতে পারে। হ্যাঁ, এটা আসলেই বেশ মজার। তাও আবার এটা আমাদের জানা-শোনা Software PowerPoint দিয়ে তৈরি এবং এটা PowerPoint দিয়েই Open করা যাবে। সব থেকে মজার ব্যাপার হচ্ছে Slideটা চালাতে খুব High Version-এর PowerPoint-এর দরকার নেই, এটা ২০০৭ সালের PowerPoint-এও চলে। তারও আগের Version-এ চলে কিনা সেটা বলতে পারবো না, আমার কাছে অতো আগের Version নেই তো….?। একবার এক নজরে এটাকে দেখে নিন-
আচ্ছা, তো এবার আসি আসল কথায়। এটার ভালো দিক হচ্ছে এটা বেশ ভালোমতোই Editing করা যাবে। তবে আর যা-ই করুন, Animation-এ হাত দিবেন না। তাহলে হয়তো সমস্যা হতে পারে। এটার কিন্তু কিছু সীমাবদ্ধতা আছে। প্রথমত, দুই জন বা দুইটি দলের বেশি Score এটা দিয়ে গণনা করা সম্ভব নয়, আমি ইচ্ছা করেই দিইনি। আর দ্বিতীয়ত, এটা ৩০ পর্যন্ত Score গণনা করতে পারে, তার বেশি নয়। এটাও আমি ইচ্ছা করেই দিইনি। কারণ ৪০০-৫০০ তো দূরের কথা, ১০০ পর্যন্তই যদি দিতাম, তাহলেই দুর্বল Computer-গুলো সেটা টানতে পারতো না।
ব্যাবহারের নিয়ম
উপরের ভিডিওতে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন Team-A এবং Team-B লিখা আছে। আপনাদের প্রথম কাজ হচ্ছে ওই লিখা দুইটার উপর ক্লিক করে Backspace চেপে Delete করে যে দুইটি দলের খেলা হচ্ছে সেগুলোর নাম বসানো। যেমন- Team-A Delete করে দিয়ে Bangladesh লিখলেন, Team-B Delete করে দিয়ে Zimbabwe লিখলেন। এবার আর কিছুই করা লাগবে না, সরাসরি F5 চেপে Slide Show শুরু করে দিন। এখন যেই দলের খাতায় ১ Score যোগ হবে সেই দলের নামের উপর (এখানে যেমন Team-A, Team-B) ক্লিক করুন। Video-টার মতো করে দেখবেন Score যোগ হয়ে যাচ্ছে।
Download
Download করার আগে একটা কথা!!! Video-র লিখাগুলোর মতো সুন্দর লিখা পেতে চাইলে আগে এখান থেকে Font-টা Download করে নিন। নাহলে এতো সুন্দর Look পাবেন না, দেখে খারাপ লাগবে। Download করে আগেই Font-টা অবশ্যই অবশ্যই Install করে নিবেন। Font Install করতে Font File-টার উপরে Mouse রেখে Right Button-এ Click করে Install-এ ক্লিক করুন। মনে রাখবেন, Font না Install করে কিন্তু Scoreboard-এর File-টা Open করবেন না। নিচ থেকে Scoreboard-টা Download করে নিন-
ধন্যবাদ, সবাই ঘরে থেকে স্বাস্থ্যবিধি মেনে চলুন। আসসালামু আলাইকুম।
4 thoughts on "Download করে নিন PowerPoint দিয়ে তৈরি খেলার একটি Animated Scoreboard Slide"