আশা করি সকলেই ভালো আছেন,
আলহামদুলিল্লাহ,আল্লাহ আমাকেও ভালো রেখেছেন।
আজ আপনাদের জন্য নিয়ে এসেছি HTML মেইল সিস্টেম কোড।
আপনি খুব সহজেই এই কোড টি আপনার সাইটে যুক্ত করে আপনার সাইটের ব্যবহার কারিদের জন্য একটি সুন্দর মেইল পাঠানোর সিস্টেম করে দিতে পারবেন।
আপনার যদি কোন সাইট না থাকে তবে পোষ্ট এ দেওয়া Demo সাইট থেকে মেইল করতে পারবেন।
কোন ব্যবহার কারি এখান থেকে চাইলেই নিজের আসল ইমেইল এড্রেস গোপন রেখে যে কাউকে মেইল করতে পারবে।
যারা CPA Marketing, Email Marketing, Affiliates Marketing বা রেফার এর কাজ করেন তাদের জন্য এই মেইল সিস্টেম বিশেষ উপকারে আসবে।অনেকেই এই রকম মেইল সিস্টেম অনেক টাকাতে ক্রয় করে থাকে।
এই মেইল সিস্টেম করে আপনি আপনার সাইটের ব্যবহারকারিদের অধিক আকৃষ্ট করতে পারবেন।
আর আপনি যদি যে পেইজ এ এই মেইল সিস্টেম যুক্ত করবেন সেটিকে সঠিক ভাবে SEO করতে পারেন তা হলে আপনার সাইটের ব্যবহারকারি নিয়ে আর ভাবতে হবে না,প্রতিদিন Search Engine থেকেই প্রচুর ভিসিটর পাবেন।
এই মেইল সিস্টেমের কিছু সুভিধাঃ
★ নিজের অরজিনাল মেইল এড্রেস গোপন রেখেই মেইল করা যাবে।
★মেইল করার জন্য আলাদা ভাবে কোন এপ বা সাইটে লগিন করতে হবে না।
★মেইল পাঠানোর সাথে সাথে মেইল চলে যাবে।
★ এক সাথে অনেক এড্রেস এ মেইল করা যাবে।
★ ৯৯% মেইল inbox এ যাবে।
★Wapkiz সাইট বা যে কোন ফ্রি হোষ্ট যেটাতে সাধারণ ভাবে মেইল সিস্টেম কাজ করে না সেটা থেকেও এটির মাধ্যমে মেইল পাঠানো যাবে।
এখানে ক্লিক করে Demo দেখে নিতে পারেন।
এখানে ক্লিক করে সম্পুর্ন কোড টি TXT File আকারে ডাউনলোড করে নিতে পারেন।
অথবা নিচে থেকে কোড টি Copy করে নিন:
কোড Copy করে থাকলে তা আপনি যেই পেইজ এ মেইল সিস্টেম টি করতে চান সেখানে Past করে দিন!
বেস হয়ে গেলো আপনার সাইটে মেইল সিস্টেম।
আর যদি কোড এর ফাইল ডাউনলোড করে থাকেন তবে সেটি Open করে সেটি থেকেও কোড টি কপি করে নিতে পারেন অথবা ফাইল টিকে রিনেইম করে File.txt এর স্থানে file.html লিখে আপনার হোষ্ট এ আপলোড করে দিন।
যে ভাবে একসাথে অনেক কে মেইল করবেনঃ
আপনি যে সকল এড্রেস এ মেইল করতে চান তা To তে (,)দিয়ে লিখবেন।
যেমন ঃ [email protected],[email protected],[email protected],[email protected]
বিশেষ দ্রষ্টবঃ Script টি শুধুমাত্র শিক্ষার উদ্দেশ্যে শেয়ার করা হয়েছে৷এটির মাধ্যমে কাউকে কোন ভুল মেইল পাঠালে সেটির দায়ভার আমি বা ট্রিকবিডি নেবো না।
কিছু কথাঃ পরবর্তী পোষ্ট এ নিজের ইচ্ছামত যে কোন এড্রেস থেকে মেইল পাঠানোর স্ক্রিপ্ট শেয়ার করতে চাচ্ছি।এতে কি কোন সমস্যা হবে?দয়া করে কমেন্ট এ আপনার মতামত জানাবেন।
কেহ বক্স এর ভিতর ফুল কোড টি আসবে এই bb কোড টি জেনে থাকলে দয়া করে জানান!
tobe apnar kase php tar download link ta dile valo hoto, tnx.
Blog: https://www.techtower.xyz
100% Working