আসসালামুয়ালাইকুম,

কেমন আছেন সবাই আশা করি সবাই ভাল আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তো দেরি‌ না করা যাক আজকের পোস্ট । আমরা কমবেশি প্রায় সকলেই ফেসবুক পেজ তৈরি করতে পারি । তবে অনেকেই জানিনা যে কিভাবে ফেসবুক পেজ ডিলিট করতে হয় আজকের এই পোস্টটিতে আমি সে বিষয়ে কথা বলবো । তো শুরু করা যাক ।

কিভাবে ফেসবুক পেজ ডিলিট করব ?

এর জন্য প্রথমে চলে যাবেন ফেসবুক অ্যাপ এ । এরপর এখানে আপনার একাউন্ট লগইন করা না থাকলে লগ ইন করবেন । অবশ্যই যে একাউন্টে পেজ আছে সেটাতে ।Facebook, Facebook page delete

এরপর এখানে থ্রি লাইন মেনু দেখতে পারবেন সেটাতে ক্লিক করবেন ।

এরপর এখানে pages নামে অপশনটিতে চলে যাবেন ।

তারপর আপনার পেজ এ চলে যাবেন ।

তারপর এখানে উপরে সেটিংস পাবেন সেটাতে যেতে হবে ।

এখানে একটি অপশন পাবেন general নামে সেটাতে ক্লিক করবেন ।

এরপর নিচের দিকে স্ক্রল করবেন । এখানে একটা লেখা পাবেন Remove page নামে । তার নিচেই আছে permanently delete ( page name) সেটাতে ক্লিক করবেন।

ডিলিট করার আগে যে বিষয়টা মাথায় রাখবেন।

এখানে আছে যে : একটি পেজ পার্মানেন্টলি ডিলিট করলে সেটি আর আপনি ফেরত পাবেন না । তো এই বিষয়টি আপনি মাথায় রাখবেন ।

এরপর যেকোনো তো আমি এখানে ডিলিট করব তাই জন্য delete page লেখাটিতে ক্লিক করব ।

ব্যাস হয়ে গেল পেজ ডিলিট করা ।

এখানে আর পেজটি শো করছে না।

পোস্টটি বুঝতে কোন প্রকার অসুবিধা হলে ভিডিওটি দেখতে পারেন ভিডিওটি দেখতে ??????

 

আমার চ্যানেলে পাবেন এরকম অনেক টিউটোরিয়াল এবং মোবাইল সম্পর্কে বিভিন্ন প্রকার টিপস এবং ট্রিকস তো আপনি চাইলে আমার চ্যানেল ভিসিট করতে পারেন ‌।

YouTube Channel

Facebook Page

বি.দ্র. আজে বাজে মন্তব্য করবেন না । আপনার রিপোর্ট করার অধিকার আছে । ভালো না লাগলে রিপোর্ট করে চুপচাপ চলে যাবেন । অযথা খারাপ মন্তব্য করবেন না যথাযথ জবাব এবং ব্যবস্থা নেওয়া হবে । এবং এই বিষয়ে ট্রিকবিডিতে পোস্ট আছে তবে সেটি অনেক পুরোনো । এটাকে আপনারা আপডেট পোস্ট মনে করতে পারেন।

ট্রিকবিডি এর সাথেই থাকুন ।

আরো দেখুন:

ট্রিকবিডি তে কিভাবে একাউন্ট খুলবেন ? নিয়ম কি ? বিস্তারিত

বাংলা দিয়ে টাইপ করলে অটোমেটিক ইংরেজি হয়ে যাবে । automatic Bangla to English

ফেসবুক মেসেঞ্জার চলবে সাথে চলবে ইউটিউব এর ভিডি

3 thoughts on "কীভাবে ফেসবুক পেজ ডিলিট করতে হয় ? How to delete a Facebook page"

  1. Black Fire Author says:
    eto basic post keno korlen? eta 99% jane aar na janlew jodi kokhono karo delete er dorkar hoy tobe tara simply google/youtube e search korbe aar peye jabe kintu eto basic jinish post korar dorkar ki chilo?
    1. BD TECH Author Post Creator says:
      It is an update post. এই বিষয়ে পোস্ট আছে তবে ২ বছর আগের। আর ট্রিকবিডিতে এই নিয়ে পোস্ট থাকবে না তা হবে না। ইউটিউব গুগোল কেন করব ?
    2. Black Fire Author says:
      Basic post- apanr prai sob gula post e erokom aar eta update er ki hoylo? Eta sobai e janbe karon eta complicated kono setting na jara page create korte pare tara delete kivabe korte hoy setaw janbe- Aar hae keno korbe na google/youtube , trickbd tei keno khujbe sudhu? Youtube ew bangla tutorial ache tahole. Apnar content update korun evabe barbar basic jinish niye post diyen please ❤️

Leave a Reply