আসসালামুয়ালাইকুম,

কেমন আছেন জিজ্ঞাসা করলাম না কারণ ট্রিকবিডি এর সাথে তো ভালোই থাকবেন । তো আজকের এই পোস্টে আমি দেখাবো যে কিভাবে আপনি কোন কিছু যদি বাংলা টাইপ করেন বাংলা দিয়ে লিখেন তাহলে কিভাবে অটোমেটিক সেটা ইংরেজি হয়ে যাবে তো পোস্টটি শুরু করা যাক ।

( ইন্টারনেট কানেকশন অন থাকতে হবে )

এর জন্য একটি অ্যাপ এর দরকার হবে অনেকের মোবাইলে এই অ্যাপটি আগে থেকেই আছে যাদের মোবাইলে নেই তারা গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করে নেবেন ।

গুগল প্লে স্টোরে বা অ্যাপ স্টোরে গিয়ে লিখবেন Gboard লিখে সার্চ করলে যে রেজাল্ট আসবে সেটা তো চলে গিয়ে ইনস্টল করে নেবেন ।

ইন্সটল হয়ে গেলে চলে যাবেন আপনার ফোনের সেটিংস এ এখানে খুঁজে বের করবেন কিবোর্ড আমার এখানে additional settings এ আছে তবে আপনার মোবাইলে অন্যরকম করে থাকতে পারে । এখান থেকে আমি বের করলাম keyboard and input method

এখানে current keyboard নামে একটি অপশন পাবেন সেখানে যান ।

এখানে Gboard সিলেক্ট করতে হবে ।

এরপর নিচের দিকে পাবেন Gboard সেখানে ক্লিক করুন ।

এখানে Languages নামের অপশনটি সিলেক্ট করুন ।

এখানে add keyboard এ ক্লিক করুন

এরপর বাংলা সিলেক্ট করুন ।

এখানকার কাজ শেষ এবার আপনি যেখানে লিখতে চান সেখানে চলে যান এখানে কিবোর্ড আসার পরে তিনটা ডট এর মেনু দেখতে পাবেন সেখানে ক্লিক করুন ।

এখানে একটি অপশন পাবেন translate নামে সেটাতে ক্লিক করুন ।

এখন এখানে কিবোর্ডটা ইংলিশ থাকলে এখানে ক্লিক করুন।

এটিকে বাংলা তে সিলেক্ট করুন ‌এরপর লিখুন ইচ্ছেমত । ( ইন্টারনেট কানেকশন অন থাকতে হবে )

ডেমো দিলাম নিচে :

পোস্টটি বুঝতে কোন প্রকার অসুবিধে হলে আমার ভিডিওটি দেখতে পারেন । ভিডিওটি দেখতে ক্লিক .এখানে

আমার চ্যানেলে পাবেন এই টিউটোরিয়াল এর মতো আরো অনেক টিউটোরিয়াল এবং মোবাইল রিলেটেড বিভিন্ন প্রকার টিপস এন্ড ট্রিকস্ তো আপনি চাইলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন । আমার চ্যানেলে যেতে click here

আমার আরো পোষ্ট দেখতে পারেন এখানে ক্লিক করুন

ট্রিকবিডি এর সাথেই থাকুন ।

 

12 thoughts on "বাংলা দিয়ে টাইপ করলে অটোমেটিক ইংরেজি হয়ে যাবে । automatic Bangla to English ."

  1. BD TECH Author Post Creator says:
    পোস্টটি কেমন লাগল জানাবেন কিন্তু। আর কে কে আগে থেকেই জানতেন জানান ।
  2. Jamil Contributor says:
    Bhai notun kisu janlam ?
    1. BD TECH Author Post Creator says:
      ওকে
  3. Jamil Contributor says:
    Bhai emon. Ki kuno app ase jar through Bangla teke eng Hobe ???
    1. BD TECH Author Post Creator says:
      ভাই বুঝতে অসুবিধা হয় । একটু পরিষ্কার বাংলায় বলুন । নইলে ট্রিক ব্যবহার করে ইংরেজি ভাষার লিখুন । আমার ভালো লাগবে ।
  4. Jamil Contributor says:
    Bhai I want to say that isn’t there any way where I can convert Bangla to English ….and also another thing….I have no importance of this post coz I can speak or write English properly ….got it? ?
  5. Jamil Contributor says:
    I write this comment using Bangla that not means that I don’t know English …?
    1. BD TECH Author Post Creator says:
      You can also translate to any other language . Add another keyboard which you want to convert than follow the instructions . Like this : मैं चावल खाता हुँ।
    1. BD TECH Author Post Creator says:
      Thanks
  6. md zakir Contributor says:
    Translate to hobe kintu Gramer tik thakbe to?
    1. BD TECH Author Post Creator says:
      অবশ্যই

Leave a Reply