আসসালামুয়ালাইকুম,
কেমন আছেন জিজ্ঞাসা করলাম না কারণ ট্রিকবিডি এর সাথে তো ভালোই থাকবেন । তো আজকের এই পোস্টে আমি দেখাবো যে কিভাবে আপনি কোন কিছু যদি বাংলা টাইপ করেন বাংলা দিয়ে লিখেন তাহলে কিভাবে অটোমেটিক সেটা ইংরেজি হয়ে যাবে তো পোস্টটি শুরু করা যাক ।
( ইন্টারনেট কানেকশন অন থাকতে হবে )
এর জন্য একটি অ্যাপ এর দরকার হবে অনেকের মোবাইলে এই অ্যাপটি আগে থেকেই আছে যাদের মোবাইলে নেই তারা গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করে নেবেন ।
গুগল প্লে স্টোরে বা অ্যাপ স্টোরে গিয়ে লিখবেন Gboard লিখে সার্চ করলে যে রেজাল্ট আসবে সেটা তো চলে গিয়ে ইনস্টল করে নেবেন ।
ইন্সটল হয়ে গেলে চলে যাবেন আপনার ফোনের সেটিংস এ এখানে খুঁজে বের করবেন কিবোর্ড আমার এখানে additional settings এ আছে তবে আপনার মোবাইলে অন্যরকম করে থাকতে পারে । এখান থেকে আমি বের করলাম keyboard and input method
এখানে current keyboard নামে একটি অপশন পাবেন সেখানে যান ।
এখানে Gboard সিলেক্ট করতে হবে ।
এরপর নিচের দিকে পাবেন Gboard সেখানে ক্লিক করুন ।
এখানে Languages নামের অপশনটি সিলেক্ট করুন ।
এখানে add keyboard এ ক্লিক করুন
এরপর বাংলা সিলেক্ট করুন ।
এখানকার কাজ শেষ এবার আপনি যেখানে লিখতে চান সেখানে চলে যান এখানে কিবোর্ড আসার পরে তিনটা ডট এর মেনু দেখতে পাবেন সেখানে ক্লিক করুন ।
এখানে একটি অপশন পাবেন translate নামে সেটাতে ক্লিক করুন ।
এখন এখানে কিবোর্ডটা ইংলিশ থাকলে এখানে ক্লিক করুন।
এটিকে বাংলা তে সিলেক্ট করুন এরপর লিখুন ইচ্ছেমত । ( ইন্টারনেট কানেকশন অন থাকতে হবে )
ডেমো দিলাম নিচে :
পোস্টটি বুঝতে কোন প্রকার অসুবিধে হলে আমার ভিডিওটি দেখতে পারেন । ভিডিওটি দেখতে ক্লিক .এখানে
আমার চ্যানেলে পাবেন এই টিউটোরিয়াল এর মতো আরো অনেক টিউটোরিয়াল এবং মোবাইল রিলেটেড বিভিন্ন প্রকার টিপস এন্ড ট্রিকস্ তো আপনি চাইলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন । আমার চ্যানেলে যেতে click here
আমার আরো পোষ্ট দেখতে পারেন এখানে ক্লিক করুন
ট্রিকবিডি এর সাথেই থাকুন ।
12 thoughts on "বাংলা দিয়ে টাইপ করলে অটোমেটিক ইংরেজি হয়ে যাবে । automatic Bangla to English ."