আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে আপনাদের কাছে এমন একটি অ্যাপ শেয়ার করবো যার মাধ্যমে আপনারা খুব সহজেই রুট করা ফোনের সকল ফিচার উপভোগ করতে পারবেন,
যেমন:
◑ফোনের DPI পরিবর্তন, অর্থাৎ ফোনের ডিসপ্লের লেখা ও আইকন গুলোর সাইজ পরিবর্তন।
◑আপনার ফোনের “device name” পরিবর্তন অর্থাৎ কোনো ওয়াইফাই তে কানেক্ট করলে রাউটার এর এডমিন প্যানেল এ আপনার ডিভাইসটি যে নাম দেখায় সেটা পালটাতে পারবেন।
◑আপনার ফোনের ডিফল্ট ফন্ট পরিবর্তন করে স্টাইলিশ ফন্ট ইনস্টল করতে পারবেন, এবং এই অ্যাপসটিতেই রয়েছে ৭০০টি স্টাইলিশ ফন্ট তাই মেনুয়ালি ডাউনলোড করা ছাড়াই খুব সহজে এবং ঝুকি ছাড়াই এক ক্লিকে ফন্ট পরিবর্তন করতে পারবেন।
◑এই অ্যাপটির মাধ্যমে সিস্টেমের সকল অ্যাপস আনইনস্টল করতে পারবেন।
◑আপনার ফোনের ডিফল্ট ইমোজি গুলো এই অ্যাপসটির মাধ্যমে পরিবর্তন করতে পারবেন।

◑বিল্ড প্রপ (build Prop) এডিট করতে পারবেন এপসটির সাহায্যে।
◑এই অ্যাপসটিকে রুট এক্সপ্লোরার বা রুট ফাইল ম্যানেজার হিসেবে ব্যবহার করতে পারবেন।

আরো অনেক কাজ এই অ্যাপসটার মাধ্যমে করতে পারবেন,কাস্টম রিকভারি ইমেজ বা কোনো জিপ ফাইল ফ্ল্যাশ, ব্যাটারি ক্যালিব্রেশন, বুটলোডার-কিভারি মোড ইত্যাদিতে কুইক রিবুট, সিস্টেম মাউন্ট। আমি শুধু প্রধান কাজগুলো নিয়ে আলোচনা করলাম।আরো বেশ কিছু কাজ করা যায়।

এই অ্যাপটাকে যেকোনো রুটেড ডিভাইসগুলোর জন্য আবশ্যিক ও অলরাউন্ডার অ্যাপ বলা যেতে পারে।আশাকরি সকলের কাজে লাগবে অ্যাপটা।

অ্যাপটির ইন্টারফেস এর কিছু স্ক্রিনশট:

ডাউনলোড লিংক Root Essentials : Click here to Download

আজকের মতো এতোটুকুই, আল্লাহ সবাইকে ভালো রাখুন।

আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।

12 thoughts on "[Rooted] আপনার ফোনটি যদি রুটেড হয়ে থাকে তাহলে রুটের সকল সাধারণ ফিচার একসাথে উপভোগ করুন একটি অ্যাপ এর সাহায্যে।[Root Essentials]"

  1. mrfarhanisrak Levi Author says:
    সুন্দর পোস্ট।
    1. thanks bhaiya..take love <3 🙂
  2. Avatar photo Noyon Contributor says:
    Agai use korci
    1. onek e jane na ..tai post korlam..apni age thekei use koren er jonno congratulations <3
  3. Avatar photo Noyon Contributor says:
    Share korar jonna thanks
    1. welcome vaia ..take love <3
  4. Avatar photo likhon Author says:
    ভাই এই অ্যাপস দিয়ে কি ফোন root করা থাকলে pc ছাড়াই recovery change করা যাবে? অর্থাৎ twrp থেকে orange fox এ যাওয়া যাবে?
    1. জ্বি ভাই, এপটার ভিতরে ঢুকে Flashre এ গিয়ে Flash Recovery IMG তে ক্লিক করে ইমেজ ফাইলটা সিলেক্ট করে ফ্লাস বাটনে ক্লিক করলেই ফ্ল্যাশ হয়ে যাবে। তবে সতর্ক থাকবেন, বুট ইমেজ এর জায়গায় রিখভারি ইমেজ ফ্ল্যাশ করিয়েন না।
    2. Avatar photo Sadi Here Author says:
      খুবই ইউনিক পোস্ট।❤️
  5. ধন্যবাদ ভাইয়া?
  6. rakib.hossain.eaysin Contributor says:
    পোস্ট টা অনেক আগের এখন ব্যবহার করলে সমস্যা তে পড়বো কি ভাই?

Leave a Reply