প্রথমবারের মতো বিকাশ এবং আইডিএলসি নিয়ে এলো ‘ডিজিটাল সেভিংস সেবা’। যেখানে আপনি বিভিন্ন মেয়াদ অনুযায়ী টাকা জমা রাখতে সঞ্চয় করতে পারবেন এবং জমানো টাকার উপর পাবেন ইন্টারেস্ট। বিকাশ এবং আইডিএলসি ফাইন্যান্সের এই উদ্যোগকে সাধুবাধ যানাই কারন এখন থেকে গ্রাহকরা যেকোনো সময়, যেকোনো স্থান থেকে কয়েকটি সহজ ধাপের মাধ্যমেই  ক্ষুদ্র অংকের এ মাসিক সঞ্চয় সেবা গ্রহণ করতে পারবেন।

রবি সিমের সকল অফার দেখুন

এ সেবার মাধ্যমে আপনি বর্তমানে মাসিক ৫০০, ১০০০, ২০০০ এবং ৩০০০ টাকা কিস্তিতে দুই বছর, তিন বছর এবং  চার বছরের স্কিম সুবিধা নিতে পারবেন।

বিকাশ সেভিংস  কি?

 আগে আমরা ডিপিএস সেবা নিতে সরাসরি ব্যাংকে টাকা জমা বা সঞ্চয় করতাম। এতে আমাদের অনেক সময় অনেক ঝামেলা পড়তে হয়। ব্যাংকে গিয়ে টাকা জমা দেওয়া, সঞ্চয় একাউন্ট করার কাগজপত্রের ঝামেলা এবং অনেক সময় টাকা জমা দেওয়াটাও ভুলে যাই। এসব ঝামেলা থেকে মুক্ত করতে বিকাশ সেভিংস এর এই সেবা চালু করা হয়েছে। এখন থেকে টাকা জমা দিতে বা সেভিংস একাউন্ট খুলতে আর ব্যাংকে যেতে হবে না। কয়েকটি ধাপ অনুসরন করেই বিকাশের সেভিংস একাউন্ট করে ফেলতে পারবেন। এবং আপনার টাকা সঞ্চয় বা জমা দিতেও ব্যাংকে যেতে হবে না। বিকাশ নির্দিষ্ট তারিখে আপনার একাউন্টের টাকা সেভিংস এ জমা করে দিবে।

 বিকাশ অ্যাপ দিয়ে কিভাবে টাকা জমানো শুরু করবেন?

প্রথমে বিকাশ অ্যাপে প্রবেশ করুন। এরপর সেভিংস বাটনে ক্লিক করে পরবর্তী ধাপে যান।

 ‘নতুন সেভিংস স্কিম খুলুন’-এখানে ক্লিক করুন।

আপনি কত দিনের জন্য সেভিংস  একাউন্ট করবেন তার সময়কাল সিলেক্ট করুন।

বিকাশ সেভিংস একাউন্ট

প্রতি মাসে আপনি কত টাকা জমা রাখতে চান তা সিলেক্ট করুন।

এবার আপনার নমিনির সকল প্রয়োজনীয় তথ্য দিয়ে সেভিংস-এর উদ্দ্যেশ্য নির্বাচন করুন।

তারপর সেভিংস স্কিমটির বিস্তারিত দেখে নিন।

বিকাশ সেভিংস একাউন্ট

 তাদের কিছু নিয়ম ও শর্তাবলী আছে তা ভালো ভাবে পড়ে নিন, সঠিকভাবে পড়ে আপনার সম্মতি দিন।

বিকাশ সেভিংস একাউন্ট

আপনার বিকাশ একাউন্টের পিন নাম্বার দিন।

বিকাশ সেভিংস একাউন্ট

এবং সবশেষে স্কিনের নিচের অংশ ট্যাপ করে ধরে রাখুন।

বিকাশ সেভিংস একাউন্ট

সেভিংস-এর রিকোয়েস্টটি সম্পন্ন হলে, বিকাশ ও আইডিএলসি থেকে আপনাকে কনফার্মেশন মেসেজ পাঠানো হবে।

এখন আপনার কাজ শেষ আপনার ডিজিটাল পদ্ধতিতে সেভিংস একাউন্ট খুলা হয়ে গেছে।

বিকাশ সেভিংসের সুবিধা সমুহঃ

  • বিকাশ অ্যাপে সেভিংস করলে একজন গ্রাহক অনেকগুলো সুবিধা পাবেন।
  • নতুন সেভিংস একাউন্ট খোলার সুবিধা
  • সেভিংসের সকল তথ্য বিকাশ অ্যাপেই দেখতে পারবেন
  • সেভিংসের কয়টি ধাপ সম্পন্ন হয়েছে তা অ্যাপে দেখতে পারবেন।
  • পরবর্তী কিস্তির টাকা জমা দেওয়ার জন্য নটিফিকেশন পাবেন।
  • বিকাশ অ্যাপের মাধ্যমে টাকা জমা দিতে পারবেন।
  • ইন্টারেস্ট পাবেন।
  • সঞ্চয়ের মেয়াদ শেষ হলে সেই টাকা বিকাশে সরাসরি নিতে পারবেন। এতে কোন চার্জ কাটবে না।

IDLC পুরাতন গ্রাহকরা এই সুবিধা পাবেন যেভাবে

আপনি যদি IDLC Finance Limited এর পুরাতন গ্রাহক হয়ে থাকেন তাহলে আপনি বিকাশের মাধ্যমে বিকাশ সেভিংস সেবাটি উপভোগ করতে পারবেন। এর জন্য আপনাকে আপনার নিজের এলাকার IDLC অফিসে গিয়ে বিকাশ সেভিংস এর সাথে যুক্ত হতে হবে।

বিকাশের সেভিংস কতো টাকা থেকে শুরু

বিকাশ সেভিংস সেবা বর্তমানে মাসিক ৫০০, ১০০০, ২০০০ এবং ৩০০০ টাকা কিস্তিতে দুই বছর, তিন বছর এবং  চার বছরের স্কিম সুবিধা চালু রয়েছে।

বিকাশ সেভিংসের টাকা কিভাবে জমা দিতে হবে

বিকাশ সেভিংস একাউন্ট

আপনার নিজেকে টাকা জমা দিতে হবে না, আপনি যে তারিখে বিকাশ সেভিংস একাউন্ট খুলবেন প্রতি মাসের সেই তারিখে বিকাশ আপনার একাউন্ট থেকে অটোমেটিক জমা করে দিবে।

বিকাশ সেভিংসের টাকা জমা দিতে ব্যর্থ  হলে

বিকাশ নির্ধারিত তারিখে গ্রাহকদের আমানতের পরিমাণ সংগ্রহের অধিকার সংরক্ষণ করে। এক্ষেত্রে বিকাশ গ্রাহকের অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালান্স না থাকলে বা কিস্তির টাকা অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়ার সময় আপনার অ্যাকাউন্ট সক্রিয় না থাকলে লেনদেন ব্যর্থ হবে এবং এক্ষেত্রে পরবর্তী দু’দিন বিকাশ আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়ার চেষ্টা করবে।আপনার বিকাশ অ্যাকাউন্টে অপর্যাপ্ত ব্যালেন্স থাকার কারণে অথবা অ্যাকাউন্ট সক্রিয় না থাকার কারণে কিস্তির টাকা কেটে নেওয়া সম্ভব না হয়, তবে আপনি উক্তদিনের মুনাফা পাবেন না

বিকাশ সেভিংসের মেয়াদ পূর্ণ হলে টাকা কিভাবে তুলবেন

বিকাশ সেভিংসের  মেয়াদ পূর্ণ হলে লাভ সহ মুল টাকা আপনার বিকাশ একাউন্টে যোগ হয়ে যাবে।

বিকাশ সেভিংসের টাকা তুলতে চার্জ কত লাগবে

বিকাশ সেভিংসের টাকা তুলতে কোন চার্জ দিতে হবে না।  সম্পূর্ণ ফ্রীতে ক্যাশ আউট করতে পারবেন। তবে এতে শর্ত আছে, আপনাকে সকল জমানো টাকা একবারে ক্যাশ আউট করতে হবে।

আপনার একাউন্টে ইন্টারেস্ট গ্রহণ করতে না চাইলে নীচের ধাপগুলো অনুসরণ করুনঃ

  • আপনার বিকাশ একাউন্ট নম্বর থেকে 16247 এ কল করুন
  • ভাষা সিলেক্ট করুন।  বাংলার জন্য ১ চাপুন এবং ইংরেজির জন্য ২ চাপুন।
  • জমানো টাকার উপর ইন্টারেস্ট এবং অন্যান্য তথ্যের জন্য ৫ চাপুন।
  • ইন্টারেস্ট সংক্রান্ত তথ্যের জন্য ১ চাপুন।
  • ইন্টারেস্ট গ্রহণ বন্ধ করতে ১ চাপুন  (সেবাটি পূর্বে বন্ধ করা থাকলে  পুনরায় চালু করতে চাইলে ২ চাপুন)
  • আপনার অনুরোধটি গৃহীত হলে আপনাকে মেসেজ এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে

বিঃদ্রঃ

বিকাশ কোন পূর্ব ঘোষণা ছাড়াই যে কোনও সময় উল্লিখিত শর্তাবলি পরিবর্তন বা সংশোধন করার অধিকার সংরক্ষণ করে।

শেষ কথা

এই আর্টিকেলের সকল তথ্য বিকাশ অফিসিয়াল ওয়েবসাইট এবং ইন্টারনেট তথ্য থেকে সংগ্রহ করা হয়েছে। যদি কোন ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

আমাদের ওয়েবসাইটে ঘুরে আসার অনুরোধ রইলো

2 thoughts on "বিকাশ অ্যাপে আইডিএলসির ডিজিটাল সঞ্চয় সেবা। বিকাশের নতুন ফিচার"

  1. MD FAYSAL Contributor says:
    ১ টাকার শুদের ও আল্লাহ হিসাব নিবেন। সবাই সাবধান ??
  2. MD FAYSAL Contributor says:
    ১ টাকার শুদের ও আল্লাহ হিসাব নিবেন। সবাই সাবধান ??

Leave a Reply