আমরা অনেক সময় স্ক্রিন রেকর্ডার দিয়ে গেমপ্লে কিংবা ভিডিও কল রেকর্ড করে থাকি আবার শেয়ার-ইট দিয়ে অন্য ফোন থেকে ভিডিও নিজের ফোনে নেই। কিন্তু কিছু সাধারন ভুলের কারনে এই ভিডিওগুলো চালু হয়না Error বা Can’t play this video দেখায়



এটি খুব একটা কমন ও বিরক্তিকর সমস্যা।
রিপেয়ার করার পদ্ধতি না জানার কারনে ডিলিট করে দিতে হয় ভিডিওগুলো??
আর এই সমস্যাটির সহজ একটা সমাধান নিয়ে আলোচনা করব।

প্রথমে, যে ভিডিওটি ঠিক করবেন সেটি Rename করে যেকোনো একটা নাম দিন। new file নাম দিন

এই এপটি ডাউনলোড করুন
এপটির সাইজ মাত্র ৩ মেগাবাইট।
ডাউনলোড করুন
ইনস্টল করে স্ক্রিনশট ফলো করুন


Allow দিবেন।

+ এখানে ক্লিক করে ভিডিওটা সিলেক্ট করবেন

ভিডিও টা সিলেক্ট করা হলে এইখানে ক্লিক করে যেকোনো আরেকটা ভিডিও সিলেক্ট করবেন যেটা চালু হয় বা দেখা যায়। অর্থাৎ যে ভিডিওটা চালু করতে সমস্যা হয় না ↓

এখন Repair এ ক্লিক করুন

এরপর এমন আসবে ↓

ব্যাস।
এখন কাঙ্খিত ভিডিওটি পাবেন
এখানে।



কোথাও না বুঝতে পারলে কমেন্টে জানাবেন।

কেহই ভুলের উর্দ্ধে না।
ভুল ত্রুটি মার্জনীয়

3 thoughts on "গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আর নষ্ট হবেনা, Can’t play this file সমস্যার সমাধান নিয়ে নিন।"

  1. Avatar photo xD Abubokor Contributor says:
    কেহই ভুলের উদ্ধে না
    এখানে উর্ধে বানান ভুল
    1. Avatar photo Sïmplë sömrüt Author Post Creator says:
      ??

Leave a Reply