আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি।

আজকে আপনাদের সামনে হাজির হলাম PDF convert নিয়ে। আমরা কোন document পাঠানোর জন্য PDF, Docs,Txt আরো অন্য ফরমেটে করে থাকি ।PDF, docs,txt ফরমেটে যেকোনো লেখাকে কিভাবে translate করা যায় সেটা আজ শেয়ার করবো।

Translated কি?

Translated শব্দের অর্থ ভাষা অনুবাদ। সহজ ভাবে বলা যায় যে, লেখা যে ভাষায় থাকে সেই ভাষায় থেকে একই লেখা যখন  অন্য ভাষায় লেখা হয় তখন তাকে অনুবাদ বলা হয়। যাকে আমরা ইংরেজিতে Translated বলে থাকি।

PDF, Docs, Txt translated কেন প্রয়োজন?

আমার সবাই কম বেশি গল্প,প্রবন্ধ, উপন্যাস,রচনা ইত্যাদি আরো  অন্য অন্য  বিষয় নিয়ে পড়তে পছন্দ করি।আমরা সবাই বিখ্যাত ব্যক্তির জীবনী পড়তে ভালোবাসি ।কিন্তু কথা হচ্ছে সব বিখ্যাত ব্যক্তি তো এক দেশে জন্মগ্রহণ করেনি ,ভিন্ন ভিন্ন দেশে এবং ভিন্ন ভিন্ন ভাষায় তাদের জীবনী রচনা করেছেন।  কিন্তু এই সব গল্প, উপন্যাস, রচনা পড়তে হলে অবশ্যই সেই দেশের ভাষা জানা দরকার । বর্তমানে অনেক লেখক ওই সব বই বাংলাদেশে বাংলাতে অনুবাদ করে বাজারে বিক্রি করে কিন্তু দাম বেশি হওয়ায় কারণে সবার পক্ষে সেটা কেনা সম্ভব হয় না ।তাই আমরা ইন্টারনেট থেকে ভিন্নি লেখকের জীবনী, গল্প, উপন্যাস ইত্যাদি ডাউনলোড করে থাকি এবং সে গুলোর বেশির ভাগ ইংরেজীতে থাকে। আমরা হয়তো সবাই ইংরেজীতে দক্ষ না তাই ওই সব বই পড়তে অনেক কষ্ট এবং সময় দিতে হয়।

কেমন হয় যদি ওই সব বই আপনার হাতে থাকা ফোন দিয়ে বাংলায় অনুবাদ করা যায়।

দেখেন আমার একটা PDF বই আছে যেটা ইংরেজি ভাষায় আছে। একটা এখন আমরা বাংলায় অনুবাদ করবো।

প্রথমে আপনি আপনার পছন্দের একটি ব্রাউজারে চলে যাবেন আর হ্যাঁ অবশ্যই ওই ব্রাউজারে যেনো desktop মোড থাকে। এখন আমরা আমাদের ব্রাউজারের desktop মোড অন করে দিবো।

সার্চবারে গিয়ে লিখবো translate.Google.com

 

দেখতে পাচ্ছেন document অপশন আছে সেখানে চলে যাবো।

 

Browser your computer যাবো।

ফাইলে যাবো এবং যেটা translate করতে চান সেটা সিলেক্ট করে ওকে দিবেন।

এখন translate ক্লিক দিবো ।

Translate হয়ে গেলে download করবো ফাইলটি।

দেখতে পাচ্ছেন কনভার্ট হয়ে গেলো।

এছাড়াও আপনি অন্য একটা উপায়ে করতে পারেন চলুন দেখে আশা যাক সেই ট্রিক। 

প্রথমে ব্রাউজারে  desktop mod অন করে তারপর Google Docs চলে যাবো।

নতুন document ক্লিক করবো।

File চলে যাবো।

Open এ যাবো ।অন্য ভাবে যাওয়া যায় Ctrl+O।

চাইলে আপনি ড্রাইভ থেকে ও ফাইল নিতে পারেন বা আপলোড করে নিতে পারেন ।

ফাইলটি ওপেন হলে Tools এ যাবো ।

Translate Document যাবো।

এখন আপনি কোন ভাষায় translate করতে চান সেটা সিলেক্ট করে দিন।

ভাষায় সিলেক্ট করার পর translate ক্লিক করবো।

Translate হয়ে গেছে যেহেতু আমার ফাইলে তেমন text ছিলো না।

তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন।

page

Facebook

YouTube

Telegram

16 thoughts on "যে কোন ফরমেটের Document কে translate করুন যে কোন ভাষায় খুব সহজেই।"

  1. Uzzal Mahamud Pro Author says:
    শব্দের অর্থ ঠিক থাকবে তো
    1. abir Author Post Creator says:
      Kothay somossa vaiya ekto bolen.
    2. abir Author Post Creator says:
      ধন্যবাদ পাইছি।
    3. abrno34 Author Post Creator says:
      90% to thik thakbe
  2. Noman BD Contributor says:
    Lol…… গুগলের অনুবাদ ৯৯.৯৯৯% ভুল।
    এটা কোন পোস্ট ই নয়।

    আপনি নিজেই চেক করুন বাংলা অনুবাদটা পুরোটাই ভুল এবং পড়তেই মেজাজ গরম হচ্ছে…

    1. abir Author Post Creator says:
      ৯৯.৯৯৯% ভুল কেমনে হয় ভাই ।
  3. TAHER Author says:
    বর্তমানে গুগল মামা অনেক পাওয়ারফুল হয়ে গেছে
    1. abir Author Post Creator says:
      Seta Norman bd vai ke kmne bujabo
    1. abir Author Post Creator says:
      ধন্যবাদ।
    2. Levi Author says:
      স্বাগতম।
  4. MD Musabbir Kabir Ovi Author says:
    ভালো একটি ট্রিক শেয়ার করেছেন
    1. abir Author Post Creator says:
      ধন্যবাদ।
    2. MD Musabbir Kabir Ovi Author says:
      আপনাকেও ধন্যবাদ
  5. Minhaj sakib Expert Author says:
    G Translate chorom ekta jinish
    1. abir Author Post Creator says:
      Yes bro

Leave a Reply