আসসালামুআলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভাল আছেন। Trickbd এর সাথে সবাই নিয়মিত থাকবেন,যাতে সকল প্রকার আপডেট পেতে পারেন।
![](https://trickbd.com/wp-content/uploads/2015/08/download-removebg-preview-2.png)
আমরা অনেকে আছি,যারা ছবি উঠতে ভালবাসি। অনেক সময় দেখা গেল আমরা ছবি ওঠার পর ছবিতে আশে পাশের কোনো অংশ আমাদের কেটে ফেলতে হয়। ছবির অপ্রয়োজনীয় অংশ কেটে ফেলার জন্য আমরা কোনো উপায় খুজে পাই না।আজকে আপনাদের দেখাব কিভাবে অনলাইনে এক ক্লিকে ছবির অপ্রয়োজনীয় অংশ কেটে ফেলবেন। অনেকে এই কাজটি করার জন্য বিভিন্ন সফটওয়্যার ব্যাবহার করে থাকে।কিন্তু আপনাকে আজকে দেখাব,কোনো প্রকার সফটওয়্যার ছাড়াই,আপনি ছবির অপ্রয়োজনীয় অংশ কিভাবে কেটে ফেলবেন।
কথা না বাড়িয়ে কাজের দিকে যাই,
প্রথমে,নিচের লিংক এ ক্লিক করুন
তার পর এখানে ক্লিক করুন, এবং আপনার গ্যালারি থেকে ছবি বেছে নিন।
![](https://trickbd.com/wp-content/uploads/2015/08/Screenshot_20230205_174937-picsay.jpg)
তার পর এরকম আসবে ছবি সিলেক্ট করার পর
![](https://trickbd.com/wp-content/uploads/2015/08/Screenshot_20230205_175135-picsay.jpg)
তারপর আপনার ছবির যে অংশ কেটে ফেলতে বা মুছে ফেলতে চান সেটা সিলেক্ট করুন
![](https://trickbd.com/wp-content/uploads/2015/08/Screenshot_20230205_175908-picsay.jpg)
তারপর এখানে ক্লিক করুন
![](https://trickbd.com/wp-content/uploads/2015/08/Screenshot_20230205_1.jpg)
দেখুন কাজ শেষ! ছবির অপ্রয়োজনীয় অংশ চলে গেছে
![](https://trickbd.com/wp-content/uploads/2015/08/Screenshot_20230205_180032-picsay.jpg)
তারপর ডাউনলোড এ ক্লিক করে ডাউনলোড করে নিন।
আজকে এপযন্ত, আবারো দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে।
ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
যেকোন প্রয়োজনে,
ফেসবুকে আমিঃ-
- ধন্যবাদ।
4 thoughts on "অনলাইনে যেকোন ফটোর অপ্রয়োজনীয় অংশ মুছে ফেলুন এক ক্লিকে,অসাধারণ টিক্স।"