আসসালামুয়ালাইকুম! Trickbd বাসী কেমন আছেন আপনারা সবাই? আসা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন।
আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে shizuku এর মাধ্যমে system app রিমুভ করা যায়। Shizuku কি ? কিভাবে setup করতে হয় ? না জেনে থাকলে আমার পূর্ববর্তী পোস্টগুলো পড়তে পারেন।
Shizuku কী
আপনারা জানেন stock rom এ প্রচুর আলতু ফালতু app দিয়ে রাখে মোবাইল কোম্পানি। যাতে করে তারা এ থেকে মানি জেনারেট করতে পারে। যেমন: vivo , oppo . এ কারণে এ কোম্পানিগুলো সহজে bootloader unlock করতে দেয় না। আবার অদরকারী অনেক অ্যাপ থাকে যেগুলো ফোনের শুধু শুধু জায়গা খায়। এই অ্যাপগুলো রিমুভ করার জন্য আমাদের দরকার রুট পারমিশন বা কম্পিউটারের এডিবি এক্সেস। কিন্তু বর্তমানে রুট করা অনেকটা জটিল কম্পিউটার ছাড়া। কারণ এখানে অনেক ফাইল মডিফাই করতে হয়। অনেক জনের কাছে আবার কম্পিউটার থাকে না। তো আজকে আমি আপনাদের এটাই দেখাবো যে কিভাবে কম্পিউটার বা রুট ছাড়া ফোনের যে কোন অ্যাপস চান্দের দেশে পাঠিয়ে দিবেন।
Disclaimer
সিস্টেম অ্যাপ যেগুলো ফোনের অপারেটিং ওস রান করে ওইগুলো চান্দের দেশে পাঠালে আপনার ফোনও চান্দের দেশে চলে যাবে অর্থাৎ বুট লুপে চলে যাবে। আমারটাও বুট লুপে চলে গিয়েছিল। তারপর স্টক রিকভারিতে গিয়ে ফোন ফ্যাক্টরি রিসেট মারতে হয়েছে ????।
অনেক বকবক করলাম চলুন শুরু করি।
Setup tutorial
১. প্রথমে shizuku সেটাপ করে নিন।
২. তারপর canta নামের এই অ্যাপটি GitHub বা f-droid থেকে ডাউনলোড করে নিন।
Download link
৩.Download হয়ে গেলে ইন্সটল করুন ।তারপর ওপেন করুন
৫. তারপর canta অ্যাপটি ওপেন করে সার্চ বক্সে যেই অ্যাপটি আনইন্সটল করবেন সেই এপটির নাম লিখুন।
৬. আমি আপনাদের বোঝানোর জন্য messaging app টি select করেছি।
৭. ডানপাশে বক্সে টিক মার্ক দিন তারপর back আসুন। লাল আইকনে ক্লিক করুন। আনইনস্টলের কথা বলবে । তারপর ওকে চাপুন।
৮. এখন দেখুন আপনার মোবাইলের স্ক্রিন থেকে ওই অ্যাপটি রিমুভ হয়ে গেছে।
#যে সকল অ্যাপের পাশে advance অথবা expert লেখা আছে ওইগুলো আনইন্সটল করলে আপনার ফোনের সিস্টেম ক্রাশ করবে অর্থাৎ যেই ফাইলগুলোর দ্বারা আপনার ফোন চলে ওইগুলো রিমুভ করলে ফোন ক্রাস করবে। যেমন: storage setting , startup app .
এইখানে যে অ্যাপ গুলো আনইন্সটল করেছেন ওগুলোর লিস্ট পাবেন।
বক্সে ক্লিক করে green আইকনে ক্লিক করলে আবার অ্যাপ গুলো ইনস্টল হয়ে যাবে।
##তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। কোন কিছু না বুঝতে পারলে নিচে comment করুন।