আসসালামুয়ালাইকুম! Trickbd বাসী কেমন আছেন আপনারা সবাই? আসা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন।
আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে shizuku এর মাধ্যমে system app রিমুভ করা যায়। Shizuku কি ? কিভাবে setup করতে হয় ? না জেনে থাকলে আমার পূর্ববর্তী পোস্টগুলো পড়তে পারেন।
Shizuku কী

Shizuku setup tutorial

আপনারা জানেন stock rom এ প্রচুর আলতু ফালতু app দিয়ে রাখে মোবাইল কোম্পানি। যাতে করে তারা এ থেকে মানি জেনারেট করতে পারে। যেমন: vivo , oppo . এ কারণে এ কোম্পানিগুলো সহজে bootloader unlock করতে দেয় না। আবার অদরকারী অনেক অ্যাপ থাকে যেগুলো ফোনের শুধু শুধু জায়গা খায়। এই অ্যাপগুলো রিমুভ করার জন্য আমাদের দরকার রুট পারমিশন বা কম্পিউটারের এডিবি এক্সেস। কিন্তু বর্তমানে রুট করা অনেকটা জটিল কম্পিউটার ছাড়া। কারণ এখানে অনেক ফাইল মডিফাই করতে হয়। অনেক জনের কাছে আবার কম্পিউটার থাকে না। তো আজকে আমি আপনাদের এটাই দেখাবো যে কিভাবে কম্পিউটার বা রুট ছাড়া ফোনের যে কোন অ্যাপস চান্দের দেশে পাঠিয়ে দিবেন।

Disclaimer
সিস্টেম অ্যাপ যেগুলো ফোনের অপারেটিং ওস রান করে ওইগুলো চান্দের দেশে পাঠালে আপনার ফোনও চান্দের দেশে চলে যাবে অর্থাৎ বুট লুপে চলে যাবে। আমারটাও বুট লুপে চলে গিয়েছিল। তারপর স্টক রিকভারিতে গিয়ে ফোন ফ্যাক্টরি রিসেট মারতে হয়েছে ????।
অনেক বকবক করলাম চলুন শুরু করি।

Setup tutorial
১. প্রথমে shizuku সেটাপ করে নিন।
২. তারপর canta নামের এই অ্যাপটি GitHub বা f-droid থেকে ডাউনলোড করে নিন।
Download link

৩.Download হয়ে গেলে ইন্সটল করুন ।তারপর ওপেন করুন

৪. তারপর shizuku পারমিশন চাইবে। পারমিশন দিয়ে নিন।

৫. তারপর canta অ্যাপটি ওপেন করে সার্চ বক্সে যেই অ্যাপটি আনইন্সটল করবেন সেই এপটির নাম লিখুন।

৬. আমি আপনাদের বোঝানোর জন্য messaging app টি select করেছি।

৭. ডানপাশে বক্সে টিক মার্ক দিন তারপর back আসুন। লাল আইকনে ক্লিক করুন। আনইনস্টলের কথা বলবে । তারপর ওকে চাপুন।

৮. এখন দেখুন আপনার মোবাইলের স্ক্রিন থেকে ওই অ্যাপটি রিমুভ হয়ে গেছে।

#যে সকল অ্যাপের পাশে advance অথবা expert লেখা আছে ওইগুলো আনইন্সটল করলে আপনার ফোনের সিস্টেম ক্রাশ করবে অর্থাৎ যেই ফাইলগুলোর দ্বারা আপনার ফোন চলে ওইগুলো রিমুভ করলে ফোন ক্রাস করবে। যেমন: storage setting , startup app .

৯.

এইখানে যে অ্যাপ গুলো আনইন্সটল করেছেন ওগুলোর লিস্ট পাবেন।
বক্সে ক্লিক করে green আইকনে ক্লিক করলে আবার অ্যাপ গুলো ইনস্টল হয়ে যাবে।

##তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। কোন কিছু না বুঝতে পারলে নিচে comment করুন।

35 thoughts on "??এখন Root ছাড়াই system app রিমুভ করুন।"

  1. Ahmed Asif Contributor says:
    সিজুকু দিয়ে কি টারমুক্স এর মাদ্ধমে ওয়াইফাই হ্যাক সম্ভব?
    1. Code-x Author Post Creator says:
      Amr Jana nai.Janle post korbo inshallah.Thanks for comment.
  2. Md Rajjab Ali Author says:
    সিস্টেম অ্যাপ যেগুলো ফোনের অপারেটিং ওস রান করে ওইগুলো চিনবো কি করে/??

    আর অ্যাপ ডিলিট করার পরে যদি এই দুইটা অ্যাপও কেটে দেই তাহলে কি সবকিছু ডিলিট থাকবে, নাকি আবার ফিরে এসে পরবে অ্যাপ

  3. Tarek Aziz Contributor says:
    Try করে দেখি
    1. Code-x Author Post Creator says:
      Module ar madome hote pare .Post pending ase . Shizuku deye Framework use Korte perben easy te
  4. Master_Mind Contributor says:
    পকোর সিকিউরিটি নামের এপ যা সব তথ্য লুটপাট করে নিয়ে যাচ্চে সেটা কি আনিস্টল করা যাবে? পোষ্টের লগে ভিডিও লিংক দিলে সহজে সবাই বুঝতো।
    1. Code-x Author Post Creator says:
      Hmm.Canter alternative neye video soho arekta post korbo wait.Thanks for comment.
  5. Tarek Aziz Contributor says:
    কোন ভাবে কি নন রুটেড ফোনে যেকোনো অ্যাপ সিস্টেম অ্যাপ এ নেওয়া যাবে যাতে সাধারণ ভাবে ঐ অ্যাপ টি আনইন্সটল করা না যায়?
  6. md zakir Contributor says:
    ভাই খালি ঘুরে আর ঘুরে কোন এপস তো আর আসতেছে না কি করা বলুন দয়া করে।
    1. Code-x Author Post Creator says:
      Obossoi Hobe post ta aber poren. na bujle canter alternative deye video soho kare arekte post korbo
  7. shahinrezam Contributor says:
    Vivo v23 5g te try korlm…but hoy na .
    1. Code-x Author Post Creator says:
      Ki bolen Shizuku install hole obbosi hobe
    2. hasando999 Contributor says:
      Autosync Google Drive Ultimate App
      Please pro mod apk link kivabe
  8. Æbū Rāyhân Contributor says:
    Map,Dua, Chrome, YouTube music এগুলো ডিলেট করলে কি সমস্যা হবে?
    1. Code-x Author Post Creator says:
      Nah Kono problem na.i agula android os run kore nah
  9. Æbū Rāyhân Contributor says:
    Recommend লেখা আছে এটার মানে কি? আরেকটা জানার জিনিস হলো এপ ডিলেট করার পর ফোন রিস্টার মারলে কি আবার এগুলো চলে আসবে?
    1. shawon10783gmail.com Contributor says:
      Recommend লেখা এ্যাপগুলা আনইন্সটল করতে পারবেন কোনো সমস্যা হবেনা।
  10. Tarek Aziz Contributor says:
    কাজ হয়েছে, আরেকটা বিষয় জানার ছিল। শুধু সিস্টেম লেখা অ্যাপ গুলো আনইন্সটল করলে কোন সমস্যা হবে কি না? যেমন xClub অ্যাপ, Carlcare অ্যাপ ইত্যাদি
    1. Code-x Author Post Creator says:
      Nah
  11. Rupom sarker Contributor says:
    কাজ করেনা। Permission of adb limited দেখায়।
    Device: OnePlus Nord 5G
    1. Code-x Author Post Creator says:
      Android version koto?
  12. Palash chandra P Contributor says:
    Canter apk not install .
  13. MD Sha Alam Contributor says:
    এপ ডাউনলোড হয়েছে বাট এপ install হয় না
  14. MD Sha Alam Contributor says:
    play store link থাকলে দেন
  15. agashik Contributor says:
    Thanks. তবে এটার মাধ্যমে কি রুটেড apps চালানো যাবে।যেমন termux
  16. Shofiul Contributor says:
    Note 10e kaj hoi na
  17. kdsm Contributor says:
    Android version09 a ki kaj korbe
    1. Code-x Author Post Creator says:
      Hmm.Shizuku support android 7 and 7up
  18. Ozahid Contributor says:
    যাদের wireless debugging নাই, তাদের কি ওয়ে পিছি ছাড়া
    1. Code-x Author Post Creator says:
      Hmm.Shizuku support android 7 and 7 up
  19. habibtrick24 Contributor says:
    সেই তো ? কাজ করছে
  20. Code-x Author Post Creator says:
    Thanks jajakallah
  21. Ozahid Contributor says:
    ভাই এটি আমার কাজ করছে না, কারণ আমার ওয়ারলেস ডিবাগ অপশনটি নেই। এখন ইউএসবি ডিবাগ দিয়ে অন্য ফোন থেকে কেমনে করব, কমান্ড লাইন ছাড়া android 9
  22. মোঃ তৌ হি দ Contributor says:
    Realme x2 11 virsun e hoccena keno
    1. Code-x Author Post Creator says:
      Developer option properly on koren nahle video dekhen

Leave a Reply