## আমরা অনেকেই ফাইল আপলোড বা ডাউনলোড করার জন্য কিংবা ফটো, ব্যাকআপ, ভিডিও, কন্টাক্টস্ গুলো গুগল ড্রাইভে রাখার জন্য Drive এপ ব্যবহার করি।
## ড্রাইভ এপ ব্যবহার করলে সুবিধা হয় তবে র্্যাম বেশি ব্যবহার হয় ও ফেন স্লো হয়।
## আমি আজ দেখাব, কিভাবে MiXplorer দিয়ে Google Drive ফুল একসেস করবেন। আপনি চাইলে Mixplorer দিয়ে DropBox , Mega , CLoud, AIO, Mediafire, 4sync এগুলো ব্যবহার করতে পারবেন।
## তো চলুন শুরু থেকে শুরু করা যাক্।
যা যা লাগবেঃ
যা যা করবেনঃ
## প্রথমে MiXplorer Apk ডাউনলোড দিয়ে ওপেন করেন।
## নিচের মত বামসাইডে Swipe করে Add Storage দিন।
## Google Dive সিলেক্ট করুন।
## প্যাটার্ন কিংবা পাসওয়ার্ড দিন। (প্রতিবার ঢোকার সময় চাইবে) না দিলে ওকে বাটনে ক্লিক করুন।
## গুগল লগিন পেজে চলে যাবে। আপনার ইমেইল দিন।
## আপনার পাসওয়ার্ড দিয়ে সাবমিট দিন।
## পারমিশন Allow করুন।
## লোডিং হয়ে নিচের মত আসবে।
## Files এ আপনার ড্রাইভের সকল ফাইল পাবেন।
## আপনি চাইলে ফোল্ডার তৈরি, রিনেম, মুভ, ফাইল কপি টু মেমরি, মেমরি টু ড্রাইভ এ কপি করতে পারবেন।
## অনলাইনে ড্রাইভে থাকা ভিডিও দেখতে পারবেন।
## আমি Phone Storage এ ফাইল কপি করছি…..
Extra Feature:
## আপনি ড্রাইভে রাখা Zip ফাইল এর ভিতরে কি কি আছে দেখতে পারবেন।(ডাউনলোড না করেই)
## রুট থাকলে, ফাইল সমূহ /data /system /cache এ ডাউনলোড করতে পারবেন। ( পেয়ে গেলেন এক্সট্রা স্টোরেজ )
## একাধিক ড্রাইভ একাউন্ট (আমার মত) ব্যবহার করবেন।
ধন্যবাদ।
?????????????????????????☺????????
## by Riadrox
Email: riadrox@gmail.com
Facebook: fb/myself.riadrox