## আমরা অনেকেই ফাইল আপলোড বা ডাউনলোড করার জন্য কিংবা ফটো, ব্যাকআপ, ভিডিও, কন্টাক্টস্ গুলো গুগল ড্রাইভে রাখার জন্য Drive এপ ব্যবহার করি।

## ড্রাইভ এপ ব্যবহার করলে সুবিধা হয় তবে র্্যাম বেশি ব্যবহার হয় ও ফেন স্লো হয়।

## আমি আজ দেখাব, কিভাবে MiXplorer দিয়ে Google Drive ফুল একসেস করবেন। আপনি চাইলে Mixplorer দিয়ে DropBox , Mega , CLoud, AIO, Mediafire, 4sync এগুলো ব্যবহার করতে পারবেন।

## তো চলুন শুরু থেকে শুরু করা যাক্।

যা যা লাগবেঃ

যা যা করবেনঃ

## প্রথমে MiXplorer Apk ডাউনলোড দিয়ে ওপেন করেন।

## নিচের মত বামসাইডে Swipe করে Add Storage দিন।

## Google Dive সিলেক্ট করুন।

## প্যাটার্ন কিংবা পাসওয়ার্ড দিন। (প্রতিবার ঢোকার সময় চাইবে) না দিলে ওকে বাটনে ক্লিক করুন।

## গুগল লগিন পেজে চলে যাবে। আপনার ইমেইল দিন।

## আপনার পাসওয়ার্ড দিয়ে সাবমিট দিন।

## পারমিশন Allow করুন।

## লোডিং হয়ে নিচের মত আসবে।

## Files এ আপনার ড্রাইভের সকল ফাইল পাবেন।

## আপনি চাইলে ফোল্ডার তৈরি, রিনেম, মুভ, ফাইল কপি টু মেমরি, মেমরি টু ড্রাইভ এ কপি করতে পারবেন।

## অনলাইনে ড্রাইভে থাকা ভিডিও দেখতে পারবেন।

## আমি Phone Storage এ ফাইল কপি করছি…..

Extra Feature:

## আপনি ড্রাইভে রাখা Zip ফাইল এর ভিতরে কি কি আছে দেখতে পারবেন।(ডাউনলোড না করেই)

## রুট থাকলে, ফাইল সমূহ /data /system /cache এ ডাউনলোড করতে পারবেন। ( পেয়ে গেলেন এক্সট্রা স্টোরেজ )

## একাধিক ড্রাইভ একাউন্ট (আমার মত) ব্যবহার করবেন।

ধন্যবাদ।

?????????????????????????☺????????

## by Riadrox

Email: riadrox@gmail.com

Facebookfb/myself.riadrox

31 thoughts on "[Mega Post] কিভাবে MiXplorer দিয়ে আপনার গুগল ড্রাইভ ব্যবহার করবেন ও ফাইল ডাউনলোড/আপলোড করবেন।"

  1. Avatar photo Trickbd Support Moderator says:
    আপনাকে বারবার নোটিশ দেয়ার পরেও এডসহ লিংক দিচ্ছেন।
    সিনিয়র ট্রেইনার বলে আপনাকে এতবার সুযোগ দেয়া হয়েছে।
    সংশোধন না করলে আমাদের ট্রেইনার পদ বাতিল করতে হবে হবে।
    1. Avatar photo Riadrox Legend Author Post Creator says:
      দুবছর ধরে দিয়ে আসছি। আর মূল কথা ইউজাররা ডাউনলোড করতে পারছে। অন্য হোস্টিং সাইট ব্যবহার করলে অনেক এড দেখাত। ইউজাররা ভালোভাবে ডাউনলোড করতে পারবে এটাই কাম্য। আপনি অযথা বারবার আমাকে নোটিশ না দিয়ে, এক কাজ করুন – আমাকে ট্রেইনার পদ থেকে বাতিল করে দিন। নয়ত আমার পোস্ট ইডিট করে আপনার কাছে এ লিংকের ব্যতিক্রম কোনো লিংক থাকলে দিয়ে দিন। দেখি আপনি কি করেন।
    2. Avatar photo Trickbd Support Moderator says:
      ওকে।
      নোটিশ দেয়ার পরেও না মেনে এড সহ ডাউনলোড লিংক দেয়ায় ট্রেইনার পদ বাতিল করা হলো।
      বাকিটা এডমিন বুঝবে।
      গত দুইবছর সাপোর্ট টিম ছিলোনা।
      তাই পেরেছেন।
      কিন্তু,আমাদের কাছে সবাই সমান।
      ঐদ্ধত্বপূর্ণ আচরণ এলাউ করা হবেনা।
      কিছু বলার থাকলে সরাসরি এডমিনের সাথে যোগাযোগ করুন।
      অনুমতি দিলে এ বিষয়ে আর কোনো নোটিশ দেয়া হবেনা।
    3. Avatar photo Riadrox Legend Author Post Creator says:
      ওকে। ধন্যবাদ।
    4. Avatar photo Arshad Prottoy Contributor says:
      now author.?
  2. Avatar photo IMRAN KHAN Contributor says:
    ভাই এটার মাধ্যমে কি file upload করা যাবে। file upload করে রাখার কোন system নাই এই app এর মাধ্যমে?
    1. Avatar photo Riadrox Legend Author Post Creator says:
      যে ফাইলটি আপলোড করবেন সেটি ড্রাইভে কপি করুন
      । আপলোড শুরু হয়ে যাবে।
    2. Hacker Contributor says:
      রিয়াদ ভাই,
      এই কমেন্টটি যদি দেখে থাকেন তাহলে কাইন্ডলি বলেনঃ
      আপনি কোন ফোন ব্যবহার করেন..?
    3. Avatar photo Riadrox Legend Author Post Creator says:
      Lava iris 250
  3. Black parson Contributor says:
    ভাই…ড্রাইবের যেকোনো ফাইলের লিংক কিভাবে বের করবো?
    1. Avatar photo Riadrox Legend Author Post Creator says:
      drive.google.com – e jeye link icon e click orun.. or drive app e file create link
  4. Black parson Contributor says:
    thanks vai….apnar fb link ta diben?
  5. MD_NESHAD Author says:
    Valo post…..???
  6. vai,,,,,,,,,,,,,,no problem…………………..you will author again……………………
    1. Avatar photo Riadrox Legend Author Post Creator says:
      Hope it won’t. Because, I’ll not change my mind.
  7. apni bar bar notification check korsen je kokhn author hoben tai na??????????????no chinta,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,modrator boss niscoiapnake arekta sujog dibe
    1. Avatar photo Riadrox Legend Author Post Creator says:
      Hasailen…
      ???
    2. apni ki apnar shidhante otol??????
  8. Avatar photo Reja BD Author says:
    Riad bai একদম ঠিক কথা।
    1. Avatar photo YASIR-YCS Author says:
      আপনি কই গেলেন??
  9. Avatar photo ?ⓙⓐⓚⓐⓡⓘⓐ Contributor says:
    কারো দূর্বলতা নিয়া কখনো মজা করোনা
    যেটা তোমার কাছে দুষ্টুমি,সেটা অন্যের
    কাছে কষ্টকর হতে পারে..!
  10. Avatar photo Simple Author Contributor says:
    আগে পোস্ট করতাম কোন নেটিস আসতোনা। সাধিন ভাই অনেক ভালো ছিল এখন। এই মডারেটরা অনেক.. ভাবে আমাদের ট্রেইনার পদ বাতিল করে…আর এই মডারেটরের কারনেই ট্রিকবিডিতে ভিজিট কমে গেছে..
    আর আগে ট্রিকবিডতে কোন এড আসতো না এখন ad এর বরা এডবিডি
    1. Avatar photo Trickbd Support Moderator says:
      নিজেকে বেশি চালাক মনে করায় ব্যান করা হলো।
      এডমিনদের বিরুদ্ধে কথা বলার অধিকার কে দিয়েছে আপনাকে?
      ভিডিও প্রমোট,সাইট প্রমোট,আইডি হ্যাক,কপি পেস্ট ইত্যাদি করে তো ট্রিকবিডিকে নিজের ব্যবসাখানা বানিয়ে ফেলেছিলেন।
      তাই লাথি দিয়ে বের করে দেয়া হয়েছে।
      আপনাকে আগেও সাবস্ক্রাইবার করা হয়েছিলো।
      সাপোর্ট টিম বেয়াদবি সহ্য করেনা।
      ভালোর সাথে ভালো,খারাপের সাথে খারাপ!
      সাপোর্ট টিমের বিরুদ্ধে আর নিজের পক্ষে কিছু বলার থাকলে rana01645@gmail.com এ মেইল করুন।
    2. Avatar photo Riadrox Legend Author Post Creator says:
      পাবলিক তাদের নিজেদের মতামত প্রকাশ করতেই পারে এতে ডিমোট করার কি হলো। বেচারা তো কোনো স্পাম কমেন্টও করেনি। আপনার এ কাজটি ক্ষমতার অপব্যবহার বলে। যদি সবাই এডমিনের বিরুদ্ধে বলে সবাইকে আপনি ব্যান করে দিবেন? মনে মনে সবাই তো পুলিশকে প্রধানমন্ত্রিকে গালি দেয়, তারা কি বাড়িতে বোমা ফেলতে আসে? সাপোর্ট টিম এর সাপোর্টই নেই আছে শুধু ব্যান বাতিল।
    3. Avatar photo Trickbd Support Moderator says:
      সব পোষ্টে যদি একই কমেন্ট করে ট্রিকবিডির পরিবেশ নষ্ট করে তখন খুব ভালো,তাইনা?
      এই কমেন্ট এর ফলে ট্রিকবিডির বিরুদ্ধে অনেকেরই নেতিবাচক ধারণা হচ্ছে,তার কি হবে?
      আর ব্যান করার পর তাকে এডমিনের সাথে যোগাযোগ করতে হলা হয়েছে।
      সাপোর্ট টিমের বিরুদ্ধে কিছু বলার থাকলে এডমিনকে বলবেন সরাসরি।
      কমেন্ট এরিয়ায় বেশি বাচালি করলে ব্যান করা হবে।
      সাপোর্ট টিমের সর্বোচ্চ ক্ষমতা আছে ট্রিকবিডিতে।
      ইচ্ছে করলে যে কারো বিরুদ্ধে একশন নিতে পারবে।
      এডমিনই দিয়েছে এই পাওয়ার।
      আর হ্যাঁ,যাকে ব্যান করা হয়েছে তার অতীত ইতিহাস জানেননা আপনি।
      তাই তার পক্ষে সাফাই গাইছেন।
      তার প্রত্যেকটা পোষ্ট কপি আর স্প্যাম ও ভিডিও প্রমোটের উদ্দেশ্যে করা।
      তাই তাকে আপনার মত ডিমোট করা হয়েছিলো।
      তাই সাপোর্ট টিমের বিরুদ্ধে মিথ্যে অপবাদ দিচ্ছে।
      সুতরাং আপনার তাকে সাপোর্ট করার কোনো কারণ নেই।
  11. nx-boy Contributor says:
    Apni kon hosting theke domain and hosting use kortecen??
  12. Avatar photo YASIR-YCS Author says:
    আপনি কোন ভারসিটি তে এখন?
    1. Avatar photo Riadrox Legend Author Post Creator says:
      thnx
  13. Avatar photo Mahid123 Contributor says:
    Hey bro…u r really great..

Leave a Reply