## আমরা অনেকেই ফাইল আপলোড বা ডাউনলোড করার জন্য কিংবা ফটো, ব্যাকআপ, ভিডিও, কন্টাক্টস্ গুলো গুগল ড্রাইভে রাখার জন্য Drive এপ ব্যবহার করি।
## ড্রাইভ এপ ব্যবহার করলে সুবিধা হয় তবে র্্যাম বেশি ব্যবহার হয় ও ফেন স্লো হয়।
## আমি আজ দেখাব, কিভাবে MiXplorer দিয়ে Google Drive ফুল একসেস করবেন। আপনি চাইলে Mixplorer দিয়ে DropBox , Mega , CLoud, AIO, Mediafire, 4sync এগুলো ব্যবহার করতে পারবেন।
## তো চলুন শুরু থেকে শুরু করা যাক্।
যা যা লাগবেঃ
যা যা করবেনঃ
## প্রথমে MiXplorer Apk ডাউনলোড দিয়ে ওপেন করেন।
## নিচের মত বামসাইডে Swipe করে Add Storage দিন।
## Google Dive সিলেক্ট করুন।
## প্যাটার্ন কিংবা পাসওয়ার্ড দিন। (প্রতিবার ঢোকার সময় চাইবে) না দিলে ওকে বাটনে ক্লিক করুন।
## গুগল লগিন পেজে চলে যাবে। আপনার ইমেইল দিন।
## আপনার পাসওয়ার্ড দিয়ে সাবমিট দিন।
## পারমিশন Allow করুন।
## লোডিং হয়ে নিচের মত আসবে।
## Files এ আপনার ড্রাইভের সকল ফাইল পাবেন।
## আপনি চাইলে ফোল্ডার তৈরি, রিনেম, মুভ, ফাইল কপি টু মেমরি, মেমরি টু ড্রাইভ এ কপি করতে পারবেন।
## অনলাইনে ড্রাইভে থাকা ভিডিও দেখতে পারবেন।
## আমি Phone Storage এ ফাইল কপি করছি…..
Extra Feature:
## আপনি ড্রাইভে রাখা Zip ফাইল এর ভিতরে কি কি আছে দেখতে পারবেন।(ডাউনলোড না করেই)
## রুট থাকলে, ফাইল সমূহ /data /system /cache এ ডাউনলোড করতে পারবেন। ( পেয়ে গেলেন এক্সট্রা স্টোরেজ )
## একাধিক ড্রাইভ একাউন্ট (আমার মত) ব্যবহার করবেন।
ধন্যবাদ।
?????????????????????????☺????????
## by Riadrox
Email: [email protected]
Facebook: fb/myself.riadrox
সিনিয়র ট্রেইনার বলে আপনাকে এতবার সুযোগ দেয়া হয়েছে।
সংশোধন না করলে আমাদের ট্রেইনার পদ বাতিল করতে হবে হবে।
নোটিশ দেয়ার পরেও না মেনে এড সহ ডাউনলোড লিংক দেয়ায় ট্রেইনার পদ বাতিল করা হলো।
বাকিটা এডমিন বুঝবে।
গত দুইবছর সাপোর্ট টিম ছিলোনা।
তাই পেরেছেন।
কিন্তু,আমাদের কাছে সবাই সমান।
ঐদ্ধত্বপূর্ণ আচরণ এলাউ করা হবেনা।
কিছু বলার থাকলে সরাসরি এডমিনের সাথে যোগাযোগ করুন।
অনুমতি দিলে এ বিষয়ে আর কোনো নোটিশ দেয়া হবেনা।
। আপলোড শুরু হয়ে যাবে।
এই কমেন্টটি যদি দেখে থাকেন তাহলে কাইন্ডলি বলেনঃ
আপনি কোন ফোন ব্যবহার করেন..?
???
যেটা তোমার কাছে দুষ্টুমি,সেটা অন্যের
কাছে কষ্টকর হতে পারে..!
আর আগে ট্রিকবিডতে কোন এড আসতো না এখন ad এর বরা এডবিডি
এডমিনদের বিরুদ্ধে কথা বলার অধিকার কে দিয়েছে আপনাকে?
ভিডিও প্রমোট,সাইট প্রমোট,আইডি হ্যাক,কপি পেস্ট ইত্যাদি করে তো ট্রিকবিডিকে নিজের ব্যবসাখানা বানিয়ে ফেলেছিলেন।
তাই লাথি দিয়ে বের করে দেয়া হয়েছে।
আপনাকে আগেও সাবস্ক্রাইবার করা হয়েছিলো।
সাপোর্ট টিম বেয়াদবি সহ্য করেনা।
ভালোর সাথে ভালো,খারাপের সাথে খারাপ!
সাপোর্ট টিমের বিরুদ্ধে আর নিজের পক্ষে কিছু বলার থাকলে [email protected] এ মেইল করুন।
এই কমেন্ট এর ফলে ট্রিকবিডির বিরুদ্ধে অনেকেরই নেতিবাচক ধারণা হচ্ছে,তার কি হবে?
আর ব্যান করার পর তাকে এডমিনের সাথে যোগাযোগ করতে হলা হয়েছে।
সাপোর্ট টিমের বিরুদ্ধে কিছু বলার থাকলে এডমিনকে বলবেন সরাসরি।
কমেন্ট এরিয়ায় বেশি বাচালি করলে ব্যান করা হবে।
সাপোর্ট টিমের সর্বোচ্চ ক্ষমতা আছে ট্রিকবিডিতে।
ইচ্ছে করলে যে কারো বিরুদ্ধে একশন নিতে পারবে।
এডমিনই দিয়েছে এই পাওয়ার।
আর হ্যাঁ,যাকে ব্যান করা হয়েছে তার অতীত ইতিহাস জানেননা আপনি।
তাই তার পক্ষে সাফাই গাইছেন।
তার প্রত্যেকটা পোষ্ট কপি আর স্প্যাম ও ভিডিও প্রমোটের উদ্দেশ্যে করা।
তাই তাকে আপনার মত ডিমোট করা হয়েছিলো।
তাই সাপোর্ট টিমের বিরুদ্ধে মিথ্যে অপবাদ দিচ্ছে।
সুতরাং আপনার তাকে সাপোর্ট করার কোনো কারণ নেই।