আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আম SA.RIDOM আছি আপনাদের সাথে। আজকে আমি দেখাবো কিভাবে Sketchware দিয়ে Admob এর Real Ads শো করাতে হয়। তো যারা আমার আগের পোস্টটি দেখেন নি তারা এখানে ক্লিক করে আগের পোস্টটি দেখে নিন। কারণ আগের পোস্টটি না দেখলে আপনারা এই পোস্ট এর কিছুই বুঝতে পারবেন না। তাই আগের পোস্টটি দেখে নিন। তো চলুন পোস্ট শুরু করা যাক।
প্রথমে আপনি Sketchware অ্যাপটি ওপেন করুন। তারপর আগের পোস্ট এ আমরা যে প্রজেক্ট বানিয়েছিলাম সেই প্রজেক্ট এর নিচে ক্লিক করে Sign/Export এ ক্লিক করুন।
তারপর আপনাকে ভিডিও দেখে আনলক করতে বলবে। ১৫ সেকেন্ডের একটি ভিডিও আসবে। সেটি দেখে আনলক করে নিন।
ভিডিও দেখা শেষ হলে নিচের মত ইন্টারফেস আসবে। Sign Apk তে ক্লিক করুন।
তারপর একটু ওয়েট করুন। অ্যাপটি Sign হবে।
তারপর নিচের মত একটি ইন্টারফেস আসবে। সেখানে অ্যাপ যেখানে Sign হয়েছে তার লোকেশান দেওয়া থাকবে। সেটা মনে রাখুন।
তারপর ব্যাক এ এসে Apk Editor Pro অ্যাপটি ওপেন করুন। Apk Editor Pro অ্যাপটি ফ্রি তে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
তারপর অ্যাপটি ওপেন করুন।
ওপেন করার পর উপরে ৩ ডট আইকন এ ক্লিক করুন।
তারপর Sign Apk With এ ক্লিক করুন।
তারপর Key Created By ApkEditor সিলেক্ট করুন।
এবার ব্যাক এ এসে Select an Apk File এ ক্লিক করুন।
তারপর নিচের মত লোকেশান এ গিয়ে অ্যাপটি সিলেক্ট করুন।
তারপর Full Edit(Resource Rebuild) এ ক্লিক করুন।
এরপর কোনো পরিবর্তন করবেন না। জাস্ট Build Apk তে ক্লিক করুন।
তারপর Apk Build হয়ে গেলে ইন্সটল এ ক্লিক করুন। আগে অ্যাপ ইন্সটল করা থাকলে আনইন্সটল করে তারপর ইন্সটল করুন।
এরপর ডাটা কানেকশন দিয়ে অ্যাপটি ওপেন করুন। একটু ওয়েট করবেন। তাহলে এড লোড হবে।
এবার এই এড দিয়ে আপনি টাকা ইনকাম করতে পারবেন। তো আশা করি পোস্টটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি পোস্টটি না বুঝে থাকেন তাহলে ভিডিওটি দেখুন।
https://youtu.be/fRPbvP6IQfE
ভিডিওটি এখানে শো না করলে আমার চ্যানেল থেকে দেখে আসতে পারেন।
Channel Link
খোদা হাফেজ।