আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। আমি SA.RIDOM আছি আপনাদের সাথে। আজকে আমরা দেখবো কিভাবে Sketchware দিয়ে তৈরি করা অ্যাপ এ এড বসিয়ে টাকা ইনকাম করা যায়। এটা প্রথম পর্ব। এই পর্বে আমরা আমাদের অ্যাপ এ এড বসাবো আর পরের পর্বে আমরা দেখবো কিভাবে Realtime Ad শো করা যায় আর টাকা ইনকাম করা যায়। তো বেশি কথা না বলে শুরু করা যাক।

প্রথমে Chrome Browser অপেন করে এই লিংকে যান। তারপর নিচের মত Get Started এ ক্লিক করুন।

তারপর আপনার জিমেইল সিলেক্ট করে Terms and Conditions এ টিক দিয়ে Continue তে ক্লিক করুন।


এরপর Platform Android সিলেক্ট করে Next এ ক্লিক করুন।

তারপর অ্যাপ এর নাম দিয়ে Add App এ ক্লিক করুন।

তারপর Create Ad Unit এ ক্লিক করুন।

তারপর Banner সিলেক্ট করে Ad এর নাম দিয়ে Add ক্লিক করুন।


এরপর আবার Interstitial সিলেক্ট করে একই ভাবে Add করুন।

এবার Banner ও Interstitial এড এর কোড পাবেন। সেগুলো কোথাও সেভ করে রাখুন।

এবার Sketchware অ্যাপ ওপেন করে প্লাস আইকন এ ক্লিক করুন। তারপর যেকোনো নাম দিয়ে অ্যাপ Create করুন।

তারপর উপরের 3 dots এ ক্লিক করে Library তে যান।

এরপর Admob সিলেক্ট করুন।

গুগল দিয়ে লগিন করতে বলবে। লগিন করে নিন।

এবার আপনাকে Video দেখতে বলবে Unlock করার জন্য। যেহেতু এটা Sketchware এর ফ্রি ভার্সন। তো Watch Video and Unlock এ ক্লিক করুন। জাস্ট ১৫ সেকেন্ডের একটা ভিডিও আসবে।

ভিডিও দেখা শেষ হলে Add Manually তে ক্লিক করুন।

তারপর Ad এর নাম দিন Banner আর Admob এর সেই Banner Ad এর কোড কপি করে পেস্ট করুন।

একইভাবে Interstitial Ad এর কোড অ্যাড করুন।

তারপর নেক্সট এ ক্লিক করুন।

তারপর Banner ও Interstitial দেখতে পাবেন। Banner এ Edit এ ক্লিক করে Banner এড এর কোড সিলেক্ট করুন।


একইভাবে Interstitial Ad এর কোড সিলেক্ট করুন।

এবার নেক্সট এ ক্লিক করুন। এরপর Test Device Id তে ক্লিক করুন। আপনার ডিভাইস আইডি অটোমেটিক বসে যাবে। Add এ ক্লিক করে নেক্সট এ ক্লিক করুন।


তারপর যা যা অ্যাড করেছেন তা সব শো করবে। ভুল থাকলে ঠিক করে নিতে পারেন। তারপর Save এ ক্লিক করুন। ব্যাস কাজ শেষ। এবার ব্যাক এ আসুন।

এবার স্ক্রিনে Adview টাকে Drag করে এনে ছেড়ে দিন।

তারপর Component এ যান। প্লাস আইকন এ ক্লিক করে Interstitial Ad অ্যাড করুন নিচের মত।


তারপর Interstitial Ad এর Component এ OnAdLoad এ যান।

তারপর ব্লকস এ ক্লিক করে Components এ যান। আর নিচের মত Interstitial Ad Show ব্লক অ্যাড করুন।

তারপর ব্যাক এ এসে OnAdFailedLoad এ যান।

তারপর নিচের মত ব্লক অ্যাড করুন।

এবার ব্যাক এ এসে OnCreate ইভেন্ট এ যান।

তারপর View এ গিয়ে Adview Load ড্রাগ করে অ্যাড করুন। তারপর Components এ গিয়ে Interstitial Ad Create এবং তারপর Interstitial Ad Load এই দুটো ব্লক অ্যাড করুন।

তারপর ব্যাক এ এসে Save করে Run এ ক্লিক করুন। তারপর ওয়েট করুন।

এবার অ্যাপ ইন্সটল করে ওপেন করুন। ডাটা কানেকশন অন রাখবেন। তারপর একটু ওয়েট করুন। নিচের মত এড লোড হবে।


এখানে দেখতে পাচ্ছেন এড শো করছে। এখানে দেখতে পারছেন যে Test Ad শো হচ্ছে। তো নেক্সট পার্ট এ দেখাবো কিভাবে Real Ad শো করতে হয় আর তা দিয়ে টাকা ইনকাম করতে হয়। আর যদি পোস্ট না বুঝে থাকেন তাহলে ভিডিওটি দেখুন।

এখানে ভিডিও শো না করলে আমার চ্যানেল এ গিয়ে ভিডিওটি দেখতে পারেন।

খোদা হাফেজ।

15 thoughts on "আপনার Sketchware দিয়ে তৈরি করা অ্যাপ এ এড বসিয়ে ঘরে বসে খুব সহজে টাকা ইনকাম করুন। পার্ট ১"

  1. BORNO Contributor says:
    কাজ করে না । ভুয়া
    1. SA.RIDOM Author Post Creator says:
      আপনি কি ট্রাই করে দেখছেন যে,বলেন ভুয়া? ভিডিতে ডেমো ও দেওয়া আছে। না দেখে মন্তব্য করবেন না।
    2. BORNO Contributor says:
      Yes , কেনো না
  2. Malaylayek1 Contributor says:
    বাহ কি বুদ্ধি ??? Sign না করলে App টাতে জিবনেও Ad আসবে না। আর হ্যা আমি Try করে দেখেছি . . . SketchWare আমি অনেক দিন ধরেই ব্যবহার করছি।
    1. SA.RIDOM Author Post Creator says:
      Bro এটা Test Ad. রিয়েল এড শো করার ট্রিক ২য় পার্ট এ দিব।
  3. Anonymous Contributor says:
    Vai coding chara app bananor and earn korar akta trick den
    1. SA.RIDOM Author Post Creator says:
      এই Sketchware অ্যাপ দিয়েই কোডিং ছাড়া অ্যাপ বানাতে পারবেন। এটা নিয়ে আরো পোস্ট করব ইনশাআল্লাহ
  4. আর্টিকেল ছাড়া কি এড শো করবে
    1. SA.RIDOM Author Post Creator says:
      apnar kotha bujhi nai. Please ektu bujhiye bolen
  5. Anonymous Contributor says:
    Thanks ridom vai apnar post er opekkhay thaklam
    1. SA.RIDOM Author Post Creator says:
      Most welcome. By the way er next part post kora hoyeche
    1. SA.RIDOM Author Post Creator says:
      Thanks for your valuable comment
  6. shimul Contributor says:
    Vai appgeysar dia sketchwar er thakao valo app banano jai Kntu publishe korbo kothai ebong ki bhabe Jodi ei bishoye ekti post diten tobe khushi hotam
    1. SA.RIDOM Author Post Creator says:
      App geyser diya je apo banano hoy tate appsgeyser er credit thake. Ar kothao publish korle apni nischoi chaiben na je appsgeyser er credit thakuk

Leave a Reply