আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। আমি SA.RIDOM আছি আপনাদের সাথে। আজকে আমরা দেখবো কিভাবে Sketchware দিয়ে তৈরি করা অ্যাপ এ এড বসিয়ে টাকা ইনকাম করা যায়। এটা প্রথম পর্ব। এই পর্বে আমরা আমাদের অ্যাপ এ এড বসাবো আর পরের পর্বে আমরা দেখবো কিভাবে Realtime Ad শো করা যায় আর টাকা ইনকাম করা যায়। তো বেশি কথা না বলে শুরু করা যাক।
প্রথমে Chrome Browser অপেন করে এই লিংকে যান। তারপর নিচের মত Get Started এ ক্লিক করুন।
তারপর আপনার জিমেইল সিলেক্ট করে Terms and Conditions এ টিক দিয়ে Continue তে ক্লিক করুন।
এরপর Platform Android সিলেক্ট করে Next এ ক্লিক করুন।
তারপর অ্যাপ এর নাম দিয়ে Add App এ ক্লিক করুন।
তারপর Create Ad Unit এ ক্লিক করুন।
তারপর Banner সিলেক্ট করে Ad এর নাম দিয়ে Add ক্লিক করুন।
এরপর আবার Interstitial সিলেক্ট করে একই ভাবে Add করুন।
এবার Banner ও Interstitial এড এর কোড পাবেন। সেগুলো কোথাও সেভ করে রাখুন।
এবার Sketchware অ্যাপ ওপেন করে প্লাস আইকন এ ক্লিক করুন। তারপর যেকোনো নাম দিয়ে অ্যাপ Create করুন।
তারপর উপরের 3 dots এ ক্লিক করে Library তে যান।
এরপর Admob সিলেক্ট করুন।
এবার আপনাকে Video দেখতে বলবে Unlock করার জন্য। যেহেতু এটা Sketchware এর ফ্রি ভার্সন। তো Watch Video and Unlock এ ক্লিক করুন। জাস্ট ১৫ সেকেন্ডের একটা ভিডিও আসবে।
ভিডিও দেখা শেষ হলে Add Manually তে ক্লিক করুন।
তারপর Ad এর নাম দিন Banner আর Admob এর সেই Banner Ad এর কোড কপি করে পেস্ট করুন।
একইভাবে Interstitial Ad এর কোড অ্যাড করুন।
তারপর নেক্সট এ ক্লিক করুন।
তারপর Banner ও Interstitial দেখতে পাবেন। Banner এ Edit এ ক্লিক করে Banner এড এর কোড সিলেক্ট করুন।
একইভাবে Interstitial Ad এর কোড সিলেক্ট করুন।
এবার নেক্সট এ ক্লিক করুন। এরপর Test Device Id তে ক্লিক করুন। আপনার ডিভাইস আইডি অটোমেটিক বসে যাবে। Add এ ক্লিক করে নেক্সট এ ক্লিক করুন।
তারপর যা যা অ্যাড করেছেন তা সব শো করবে। ভুল থাকলে ঠিক করে নিতে পারেন। তারপর Save এ ক্লিক করুন। ব্যাস কাজ শেষ। এবার ব্যাক এ আসুন।
এবার স্ক্রিনে Adview টাকে Drag করে এনে ছেড়ে দিন।
তারপর Component এ যান। প্লাস আইকন এ ক্লিক করে Interstitial Ad অ্যাড করুন নিচের মত।
তারপর Interstitial Ad এর Component এ OnAdLoad এ যান।
তারপর ব্যাক এ এসে OnAdFailedLoad এ যান।
তারপর নিচের মত ব্লক অ্যাড করুন।
এবার ব্যাক এ এসে OnCreate ইভেন্ট এ যান।
তারপর View এ গিয়ে Adview Load ড্রাগ করে অ্যাড করুন। তারপর Components এ গিয়ে Interstitial Ad Create এবং তারপর Interstitial Ad Load এই দুটো ব্লক অ্যাড করুন।
তারপর ব্যাক এ এসে Save করে Run এ ক্লিক করুন। তারপর ওয়েট করুন।
এবার অ্যাপ ইন্সটল করে ওপেন করুন। ডাটা কানেকশন অন রাখবেন। তারপর একটু ওয়েট করুন। নিচের মত এড লোড হবে।
এখানে দেখতে পাচ্ছেন এড শো করছে। এখানে দেখতে পারছেন যে Test Ad শো হচ্ছে। তো নেক্সট পার্ট এ দেখাবো কিভাবে Real Ad শো করতে হয় আর তা দিয়ে টাকা ইনকাম করতে হয়। আর যদি পোস্ট না বুঝে থাকেন তাহলে ভিডিওটি দেখুন।
এখানে ভিডিও শো না করলে আমার চ্যানেল এ গিয়ে ভিডিওটি দেখতে পারেন।
খোদা হাফেজ।
15 thoughts on "আপনার Sketchware দিয়ে তৈরি করা অ্যাপ এ এড বসিয়ে ঘরে বসে খুব সহজে টাকা ইনকাম করুন। পার্ট ১"