আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আম SA.RIDOM আছি আপনাদের সাথে। আজকে আমি দেখাবো কিভাবে Sketchware দিয়ে Admob এর Real Ads শো করাতে হয়। তো যারা আমার আগের পোস্টটি দেখেন নি তারা এখানে ক্লিক করে আগের পোস্টটি দেখে নিন। কারণ আগের পোস্টটি না দেখলে আপনারা এই পোস্ট এর কিছুই বুঝতে পারবেন না। তাই আগের পোস্টটি দেখে নিন। তো চলুন পোস্ট শুরু করা যাক।

প্রথমে আপনি Sketchware অ্যাপটি ওপেন করুন। তারপর আগের পোস্ট এ আমরা যে প্রজেক্ট বানিয়েছিলাম সেই প্রজেক্ট এর নিচে ক্লিক করে Sign/Export এ ক্লিক করুন।

তারপর আপনাকে ভিডিও দেখে আনলক করতে বলবে। ১৫ সেকেন্ডের একটি ভিডিও আসবে। সেটি দেখে আনলক করে নিন।

ভিডিও দেখা শেষ হলে নিচের মত ইন্টারফেস আসবে। Sign Apk তে ক্লিক করুন।

তারপর একটু ওয়েট করুন। অ্যাপটি Sign হবে।

তারপর নিচের মত একটি ইন্টারফেস আসবে। সেখানে অ্যাপ যেখানে Sign হয়েছে তার লোকেশান দেওয়া থাকবে। সেটা মনে রাখুন।

তারপর ব্যাক এ এসে Apk Editor Pro অ্যাপটি ওপেন করুন। Apk Editor Pro অ্যাপটি ফ্রি তে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
তারপর অ্যাপটি ওপেন করুন।

ওপেন করার পর উপরে ৩ ডট আইকন এ ক্লিক করুন।


তারপর Sign Apk With এ ক্লিক করুন।

তারপর Key Created By ApkEditor সিলেক্ট করুন।

এবার ব্যাক এ এসে Select an Apk File এ ক্লিক করুন।

তারপর নিচের মত লোকেশান এ গিয়ে অ্যাপটি সিলেক্ট করুন।



তারপর Full Edit(Resource Rebuild) এ ক্লিক করুন।

এরপর কোনো পরিবর্তন করবেন না। জাস্ট Build Apk তে ক্লিক করুন।

তারপর Apk Build হয়ে গেলে ইন্সটল এ ক্লিক করুন। আগে অ্যাপ ইন্সটল করা থাকলে আনইন্সটল করে তারপর ইন্সটল করুন।

এরপর ডাটা কানেকশন দিয়ে অ্যাপটি ওপেন করুন। একটু ওয়েট করবেন। তাহলে এড লোড হবে।

দেখতে পাচ্ছেন যে একদম রিয়েল এড শো হচ্ছে।

এবার এই এড দিয়ে আপনি টাকা ইনকাম করতে পারবেন। তো আশা করি পোস্টটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি পোস্টটি না বুঝে থাকেন তাহলে ভিডিওটি দেখুন।
https://youtu.be/fRPbvP6IQfE

ভিডিওটি এখানে শো না করলে আমার চ্যানেল থেকে দেখে আসতে পারেন।
Channel Link

খোদা হাফেজ।

19 thoughts on "Sketchware দিয়ে Admob এর Real Ads শো করান আপনার অ্যাপ এ আর টাকা ইনকাম করুন।"

  1. TemplateOPedia Contributor says:
    Thanks Vai ame onak app banaichi but ads add Korte pari na thanks a lottttttt
    1. Avatar photo SA.RIDOM Author Post Creator says:
      Welcome. Its my pleasure ❤️❤️
    2. TemplateOPedia Contributor says:
      Ami akakta make korlam thanks Vai apnar FB I’d ta Dan please
    3. real ad ki show korce? please bolben….
    4. TemplateOPedia Contributor says:
      Yes Vai show kortacha
  2. Avatar photo Md maruf Author says:
    bro apni ki telegram use koren korle username ta den
    1. Avatar photo SA.RIDOM Author Post Creator says:
      Sorry bro. Ami telegram use kori na
  3. Avatar photo Rakib Author says:
    কিন্তু ভাই কেও কেন আমার এপ ইন্সটল করবে..?

    মানে বলতে চাচ্ছি এপে কিছু না থাকলে ত শুধু শুধু ইনস্টল দিবে নাহ।

    1. Avatar photo SA.RIDOM Author Post Creator says:
      ভাই আমি তো শুধু এড বসানোর নিয়মটা দিয়েছি। এখানে আপনি কি অ্যাপ বানাবেন সেটা আপনার ব্যাপার। কারন Sketchware দিয়ে বর্তমানে অনেক ধরনের অ্যাপ বানানো যায়। ধরুন চ্যাট অ্যাপ। সেটাতে এড বসিয়ে যদি আপনি আপনার বন্ধুদের সাথে শেয়ার করেন তাহলে সেটা থেকে আপনার ইনকাম হবে। আশা করি বুঝতে পেরেছেন।
    2. Avatar photo Rakib Author says:
      হুম ধন্যবাদ
  4. Avatar photo Nazmul Islam Author says:
    vai akta full app banano tutorial din please.upokar hobe
    1. Avatar photo SA.RIDOM Author Post Creator says:
      Kon typer app bananor tutorial lagbe apnar vai? Ektu bolle valo hoto
    2. Avatar photo Nazmul Islam Author says:
      content jno thake vitore.jmn playstore psuya jay amon app
    3. Avatar photo Nazmul Islam Author says:
      content jno thake vitore.jmn playstore pauya jay amon app den vaiya
    4. Avatar photo Nazmul Islam Author says:
      কনটেন্ট সহ আর্নিং এপ দিলে ভালো হয় ভাইয়া।
  5. ভাই আমিও তো এভাবে চেষ্টা করেছিলাম কিন্তু আমার তো রিয়াল ad শো করেনি.
    1. Avatar photo SA.RIDOM Author Post Creator says:
      ei process e korle hobe
  6. Avatar photo Dark Horse Contributor says:
    এড শুধু দেখলেই হবে নাকি ক্লিক করতে হবে??

Leave a Reply