আসসালামু আলাইকুম,
গত পোস্টে আমি দেখেছিলাম কিভাবে সহজেই ইউটিউব ভিডিওকে লেখাই কনভার্ট করবেন । যারা পোস্টটি মিস করেছেন তারা চাইলে এখানে ক্লিক করে পোস্টটি দেখে আসতে পারেন ।
অনেক সময় আমাদের পার্ট পার্ট পিডিএফ ফাইল গুলোকে একটা পিডিএফ ফাইলে রূপান্তর করার প্রয়োজন হয় । তাই আজকে দেখাবো একাধিক পিডিএফ ফাইল গুলোকে একত্রে করে একটা পিডিএফ ফাইলে অনলাইনের মাধ্যমে কনভার্ট করবেন । এক কথায় বলতে গেলে কিভাবে দুই-তিনটা বা একাধিক পিডিএফ ফাইলকে একসাথে করে একটা পিডিএফ ফাইলে তৈরি করবেন । একদম সহজ এবং ইজি একটা ব্যাপার । যারা জানেন না তারা পোস্টটি ফলো করতে পারেন । আপনারা চাইলে আমার আগের করা পোষ্টগুলোও একবার ঘুরে দেখতে পারেন,
-
ইউটিউবসহ যেকোন ভিডিও লেখায় রুপান্তর করুন এক ক্লিকে || How to Convert YouTube or Any video to text file by online 2021
- মোবাইল থেকে ইউটিউব সহ যেকোন ভিডিও লেখাই কনভার্ট করুন মুহুর্তের মধ্যে (নতুন ওয়েবসাইট) || How to Convert Youtube Video To Text File on Mobile 2021
- How to create a Professional Youtube Banner || PixelLab || মোবাইল দিয়ে ইউটিউব ব্যানার ডিজাইন
- মোবাইল দিয়ে টাইপিং ছাড়া বাংলা সহ বা যেকোন ভাষা লিখুন 2021
- খুব দ্রুত বাংলা লিখুন টাইপিং ছাড়া 2021
- Set Custom URL For your youtube Channel 2021 || নতুন নিয়মে ইউটিউবের কাস্টম URL সেট করুন
- Walton TV Remote App || যে কোন টিভি Control করুন আপনার Android phone দিয়ে ১০০% working
Full Post টা পড়বেন তাহলে সবকিছু সহজেই বুঝতে পারবেন। আপনাদের সুবিধার জন্য ভিডিও টিউটোরিয়াল দেওয়া হয়েছে।
তাহলে চলুন শুরু করা যাক,
প্রয়োজনীয়তা:
- Mobile or Laptop or PC
- Internet
এখন,
1. প্রথমে স্ক্রিনশটে দেখানো এই ওয়েবসাইট এ ক্লিক করুন।
2. আপনি যে পিডিএফ ফাইল গুলো একত্রে একটা একটা পিডিএফ ফাইলে তৈরি করতে চান , সেই পিডিএফ ফাইল সব গুলো আপলোড ফাইল এ ক্লিক করে আপলোড করে নিন ।
3. পিডিএফ ফাইল গুলো একত্রে মার্ক করে আপলোড করতে পারবেন। আপনার যে কয়টা পিডিএফ মার্জ করতে হবে সবগুলা আপলোড করে নিন ।
4. আপনি সর্বোচ্চ 20 টি পিডিএফ একসাথে মার্জ করতে পারবেন । আপলোড করা হয়ে গেলে কম্বাইন এ ক্লিক করুন ।
5. ব্যাস কাজ শেষ দেখুন সবগুলো পিডিএফ একটা পিডিএফ ফাইলে রূপান্তর হয়েছে । এখন এখান থেকে ডাউনলোড করে নেন।
নোটঃ আরো বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে পারেন এবং কোন সমস্যা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি হেল্প করার চেষ্টা করব।
Help Menu:
কোন কিছুর প্রয়োজন হলে বা কোন কিছু জানার থাকলে আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাকে বলতে পারেন আমি চেষ্টা করব আপনার সমস্যার সমাধান করার Help Desk.