আসসালামু আলাইকুম,
গত পোষ্টে দেখিয়েছিলাম কিভাবে আপনি ল্যাপটপ বা পিসি থেকে টাইপিং ছাড়া বাংলা লিখবেন ।আজ দেখাবো কিভাবে আপনার মোবাইল ফোন দিয়ে টাইপিং ছাড়া বাংলা সহ যে কোন ভাষা লিখবেন।
Full Post টা পড়বেন । আপনাদের সুবিধার জন্য 2:00 মিনিটের একটা ভিডিও দিলাম, বুঝতে না পারলে ভিডিও টি দেখবেন।
তাহলে চলুন শুরু করা যাক,
প্রয়োজনীয়তা:
- Voice to Text App Download
- Internet
এখন,
1. প্রথমে এখানে ক্লিক করে আপনার ভাষাটা সিলেক্ট করে নিন।
2. এখন আপনি যে ভাষায় কথা বলবেন সে ভাষাটা সিলেক্ট করে নিন যদি ইংলিশে কথা বলেন ইংলিশে সিলেট করে নি যদি বাংলায় কথা বলেন বাংলা সিলেক্ট করে নিন যদি হিন্দিতে কথা বলেন হিন্দি সিলেক্ট করে নিন ।আমি বাংলায় কথা বলবো তাই বাংলাটা সেট করে নিলাম ।
3. স্ক্রিনশটে দেখানো ক্লিক করার সাথে সাথে মাইক্রোফোন অন হবে আবার দ্বিতীয়বার ক্লিক করলে মাইক্রোফোন অফ হবে।
4. এখন কথা বলা শুরু করুন দেখবেন সাথে সাথে আপনার কথাটা টাইপ হয়ে যাবে।
Next time Android er jonno
ইউটিউব ভিডিও টু টেক্সট লেখার মেথড শেয়ার করলে উপকৃত হবো
আপনি এটা থেকেও করতে পারেন দুইটা ফোন পাশাপাশি রেখে একটা ফোনে ইউটিউব ভিডিও ছেড়ে দিয়ে এবং অন্য ফোনে এই অ্যাপসটা অন করে রাখুন দেখবেন অটোমেটিক লেখা হয়ে যাবে ।
ইউটিউবসহ যেকোন ভিডিও লেখায় রুপান্তর করুন
আশা করি পোস্টটা দেখবেন
https://trickbd.com/android-tips/721925
ভিডিও টিউটোরিয়াল
https://youtu.be/IwxOebPvwVo
জি বোর্ড দিয়ে ই সব চেয়ে ভালো ভয়েস টাইপ করা যায়।
8 বছর ধরে ব্যবহার করি?
আমি কেবল মাত্র একটা অ্যাপের রিভিউ দিয়েছি । অ্যাপটির ভিতর অনেক ফিচার আছে , তাই এটা শেয়ার করেছি । এখন বর্তমানে প্রায় সব কিবোর্ডেরই ভয়েজ টাইপিং আছে।