আসসালামু আলাইকুম,
আজ আপনাদের সাথে সেয়ার করব কিভাবে ইউটিউব এর কাস্টম URL সেট করবেন।
আমরা সবাই ফেসবুকের কাস্টম URL সম্পর্কে পরিচিত আছি, যেমন facebook.com/YourName । এভাবে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম সব সোশ্যাল মিডিয়ার কাস্টম URL আছে , তেমনি ভাবে youtube-এরও কাস্টম URL আছে । যেমন, কেউ যদি আমার ইউটিউব চ্যানেলে ব্রাউজ করতে চাই তাহলে এড্রেসবারে Youtube.com/TechLearningBD (ইউটিউবের লিংকটা বোঝানোর স্বার্থে দেওয়া হয়েছে) লিখে এন্টার প্রেস করলে সরাসরি আমার ইউটিউব চ্যানেলে প্রবেশ করবে।
তাই,আপনার যদি একটি ইউটিউব চ্যানেল থাকে এবং কাস্টম ইউআরএল ক্রিয়েট করে নেন তাহলে আপনার চ্যানেল টি প্রফেশনাল লাগবে এবং যে কেউ আপনার চ্যানেলের নাম দিয়ে (youtube.com/YourChannelName) আপনার চ্যানেলে সহজেই ব্রাউজ করতে পারবে ।
Full Post টা পড়বেন । আপনাদের সুবিধার জন্য ভিডিও দিলাম, বুঝতে না পারলে ভিডিও টি দেখবেন।
তাহলে চলুন শুরু করা যাক,
প্রয়োজনীয়তা:
- আপনার চ্যানেলে 100 বা তার বেশি সাবস্ক্রাইবার হতে হবে।
- চ্যানেলের বয়স 30 দিনের বেশি হতে হবে।
- চ্যানেলে প্রোফাইল পিকচার আপলোড করতে হবে ।
- চ্যানেলের ব্যানার আপলোড করতে হবে ।
এখন,
- প্রথমে ইউটিউবে আপনার জিমেইল দিয়ে লগইন করে নিন, তারপর স্ক্রিনশটে দেখানো জায়গায় ক্লিক করুন ।
2. এখন Youtube Studio তে ক্লিক করুন।
3. এখন স্ক্রিনশটে দেখানো কাস্টমাইজেশন এ ক্লিক করুন।
4.এবার Basic Info তে ক্লিক করুন।
5. স্ক্রিনশটে দেখানো Set a custom URL for your channel এখানে ক্লিক করুন ।
6. এখানে ইউটিউব আপনার চ্যানেলের নামে URL সাজেস্ট করবে সেটা যদি আপনার পছন্দ হয় তাহলে পাশে চেক বক্সে ক্লিক করুন ।
7. আর যদি মনে করেন যে চ্যানেলের নামের পাশে কিছু এড করবেন তাহলে এই বক্সে টেক্সট অথবা নাম্বার অ্যাড করতে পারেন ।
8.আমি আমার চ্যানেলের নাম এই লিংকটি রাখবো তাই আর কিছু এড করলাম না, এখন পাবলিশ এ ক্লিক করুন।
9. কনফার্ম এ ক্লিক করুন।
10. দেখুন সাথে সাথে চেঞ্জ হয়ে গেছে ।
account needs to:
Have 100 or more subscribers.
Be at least 30 days old.
Have an uploaded profile picture.
Have an uploaded banner image.