আসসালামু আলাইকুম
আশা করি সবায় ভাল আছেন। এবং ট্রিকবিডি এর সাথে আছেন। আজ আমি হাজির হলাম Gravity Screen অ্যাপ রিভিউ নিয়ে।
App Name: Gravity Screen
Size: 0.02 MB
বি.দ্র: ডাউনলোড করার জন্য Chrome Browser বা Built in Browser ব্যবহার করুন।
Gravity Screen অ্যাপ এর নাম শুনেই বুঝতেই পেরেছেন অ্যাপ টির কী কাজ। Screen On/Off এর জন্য ৩-৪ টা অ্যাপ ব্যবহার করেছি কিন্ত এই অ্যাপই আমার মতে সেরা এবং গুগোল র্যাটিং হল ৪.২। অ্যাপ টি ব্যবহার করতে নিচের ScreenShot অনুযায়ী Setting করে নিন।নিচের টিক করা Setting বাদে সকল Setting Off রাখবেন।না রাখলে অনেক সমস্যায় পরবেন। এবং ScreenShot অনুযায়ী ডিগ্রি, মিনিট এবং Sensibility রাখবেন। আমি ২ দিন ব্যবহার করার পর এই Setting করেছি এটা করলেই সবচেয়ে ভাল হবে।
অন্যান্য ফিচার সমূহঃ
- Shake ফিচার।
- Proximity ফিচার।
- Accelerometer ফিচার।
- ইচ্ছে অনুযায়ী কাস্টমাইজ করা যায়।
- ৪.২ প্লে-স্টোর রেটিং।
- সাইজ মাত্র 0.02 এমবি।
- Plexnor এর ডেভেলপ করা অ্যাপ।
শুরু করা যাকঃ
-
অ্যাপটি ইন্সটল করে অ্যাপটি ওপেন করে প্রথম এ shake ফিচার অন করুন এবং ৬০° করে নিন।
-
তারপর নিচের দিকে পরের অপশনটি ১৫° করে নিন।
-
পরের গুলো টিক দিয়ে নিন এবং মিনিট সেট করুন।
-
“Start Boot” এ টিক দিয়ে অ্যাপ থেকে বের হয়ে আসুন।এবং নিজের মত ব্যবহার করতে থাকুন।
পূর্ববর্তী পোস্ট সমুহ:
মন্তব্য:
পোস্টটি সময় নিয়ে পড়ার জন্য ধন্যবাদ। পোস্ট সম্পর্কিত কোন তথ্য বা মতামতের জন্য কমেন্ট করে জানান।টেক বিষয়ে যাবতীয় কোন সমস্যার জন্য কমেন্ট করুন।
সম্পূর্ণ ক্রেডিটঃ Shaheen
Message: Shaheen
এই পোস্ট অন্য কোথাও করা হয় নিই।ট্রিকবিডিতেই প্রথম প্রকাশ। তাই আমার পোস্ট কেউ কপি করার চেষ্টা করবেন না (করাতো দূরে থাক)। যদি অন্য কোথাও পোস্ট করতে চান তাহলে আমার অনুমতি নিয়ে করবেন এবং ক্রেডিট সহ দিবেন। ধন্যবাদ।