আসসালামু আলাইকুম
আশা করি সবায় ভাল আছেন। এবং ট্রিকবিডি এর সাথে আছেন। আজ আমি হাজির হলাম Gemini Taskkiller Widget অ্যাপ রিভিউ নিয়ে।
App Name: Gemini Taskkiller Widget
Size: 0.2 MB
বি.দ্র: ডাউনলোড করার জন্য Chrome Browser বা Built in Browser ব্যাবহার করুন।
আমার জানা মতে অনকের ফোন এর RAM 512mb। যার কারনে অনেকেরই অনলাইন গেম খেলার সময় অনেক সমস্যাই পরতে হয়। কেননা ডাটা অন করে ক্লাস অব ক্লান এর মত অনলাইন গেম খেলতে শুরু করলে মনের অজান্তে Background App চলতে শুরু করে এবং RAM বেশি না থাকার কারনে অনলাইন গেম খেলার সময় নেট প্রবলেম করে বা সঠিক ভাবে গেম চলতে বাধা দেয়। এর জন্য আমি আজকে একটা ভাল App বলব। App টির নাম হল Gemini Taskkiller Widget। এই App টি আপনি গেম খেলার সময় shake করে ফোন Boost করতে পারবেন। আপনি অনলাইন গেম অর্থাৎ জারা ক্লেস অব ক্লেন খেলেন তাদের জন্য খুবই ভাল একাটি App। গেম খেলার সময় আপনি shake করে ফোন boost দিতে পারবেন। শুধু App টি open করে বাহির হবেন অর্থাৎ Background এ রেখে shake করে boost দিতে পারবেন।
অন্যান্য ফিচার সমূহঃ
- দ্রুত র্যাম অপটিমাইজ করে।
- Shake ফিচার।
- ৪.৫ প্লে-স্টোর রেটিং।
- অ্যাপ মেনেজার ফিচার।
- অ্যাপ কিলিং ফিচার
- সাইজ মাত্র ০.২ এমবি।
- SEASMIND এর ডেভেলপ করা অ্যাপ।
শুরু করা যাকঃ
-
প্রথমে অ্যাপটি ওপেন করে shake mode enable করে নিন। ফাকা চার কোনা বক্সে click করলে enable হবে।
-
তারপর নিজের ইচ্ছামত shake set করুন। মনে রাখবেন shake mod ৩০-৫০ এর মধ্যে রাখবেন না হলে ফোন বুস্ট দিতে সমস্যা করবে।
-
আপনি ইচ্ছা করলে নিজের ইচ্ছা মতো customize text দিতে পারবেন। প্রথম txt হল ফোন বুস্ট এর আগের txt।
-
এটা হল দ্বিতিয় txt এটা ফোন বুস্ট এর পরে দেখাবে।
শেষোক্তঃ
আপনারা অনেকে বলবেন এইটাতো Clean Master এ আছে। কিন্তু অনেকে হয়তো জানেন না Clean Master এর Auto boost এর জন্য ফোন এর Accessimbility on করতে হয়। কিন্তু বার বার এই Accessimbility off হয় ফোন বন্ধ করার সাথে সাথে। তাই এটি আবার অন করতে হয়। আমার মত ৯৫% মানুষ তা ভুলে যান। তাই আমার এই অ্যাপ টি খুবই ভাল।
মন্তব্যঃ
পোস্টটি সময় নিয়ে পড়ার জন্য ধন্যবাদ। পোস্ট সম্পর্কিত কোন তথ্য বা মতামতের জন্য কমেন্ট করে জানান। টেক বিষয়ে যাবতীয় কোন সমস্যার জন্য কমেন্ট করুন।
সম্পূর্ণ ক্রেডিটঃ Shaheen
Message: Shaheen
এই পোস্ট অন্য কোথাও করা হয় নিই। ট্রিকবিডিতেই প্রথম প্রকাশ। তাই আমার পোস্ট কেউ কপি করার চেষ্টা করবেন না (করাতো দূরে থাক)। যদি অন্য কোথাও পোস্ট করতে চান তাহলে আমার অনুমতি নিয়ে করবেন এবং ক্রেডিট সহ দিবেন। ধন্যবাদ।