Site icon Trickbd.com

BYBIT এর অফিসিয়াল মার্চেন্ট থেকে ডলার কিনুন, বিকাশ, নগদ, রকেট এবং ব্যাংকের মাধ্যমে।

Unnamed

আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন।
গতকাল আমি একটা পোস্ট করেছিলাম কিভাবে বাইবিট থেকে ফ্রিতে ভার্চুয়াল মাস্টারকার্ড নিবেন এবং সাথে ১০ ডলার বোনাস পাবেন।

যারা আমার আগের পোস্টটি দেখেন নি তারা নিচের লিঙ্ক দুটি থেকে দুটি পোস্ট দেখে আসবেন।

পোস্ট ১ঃ ফ্রিতে নিন বাইবিট মাস্টারকার্ড সাথে ১০ ডলার বোনাস

পোস্ট ০২: যাদের BYBIT কার্ড Pending এ আছে তারা যেভাবে সমস্যাটি সমাধান করবেন

তো বোনাস পাওয়ার জন্য কার্ডে ডলার লোড করে অন্তত দুইটা ট্রাঞ্জাকশন করতে হবে।
তাই এই পোস্টে দেখাবো কিভাবে BYBIT এর অফিসিয়াল মার্চেন্ট থেকে ডলার কিনবেন এবং যেখানে কোনো প্রতারণার সম্ভাবনা নাই।

ডলার কিনার জন্য BYBIT অ্যাপ এ লগইন করুন।
তারপর দেখতে পারবেন P2P Trading অপশন এখানে ক্লিল করবেন।

যারা এই অপশন পাবেন না তারা সার্চবার থেকে P2P Trading লিখে খোঁজে নিবেন।

এর পর আপনি সেলারদের দেখতে পারবেন।
তারা বিভিন্ন ডলার সেলের Ads বা বিজ্ঞাপন দিয়ে রেখেছে।

সেখানে আপনি Limits দেখতে পারবেন এবং সেলারদের রেটিং দেখতে পারবেন।

যাদের 90% থেকে 100% রেটিং আছে তাদের থেকে ডলার কিনবেন আর হ্যা সবচেয়ে ভালো হয় যদি Verified Bage কারো থেকে কিনেন। তবে এখানে স্ক্যাম নাই অন্যদের থেকেও কিনতে পারবেন।

তো কেনার জন্য Buy তে ট্যাপ করলে নিচের মতো ইন্টারফেস আসবে সেখানে কত টাকার ডলার কিনবেন সেটা লিখে Buy করুন।


এর পর আপনি কীভাবে পেমেট করবেন সে মাধ্যমে সিলেক্ট করে নিবেন।

তারপর পেমেন্ট করে Payment Complete করে দিন আর সেলার কে ম্যাসেজ দিয়ে স্ক্রিনশট দিন/ যে নাম্বার থেকে পেমেন্ট করে সেই নাম্বার লিখুন।

সেলার আপনার পেমেন্ট চ্যাক করে ডলার রিলিজ করে দিবে।

যারা কম টাকার ডলার কিনবেন, এবং নিজের পছন্দের মাধ্যম বেছে নিতে চাচ্ছেন তারা ফিল্টার ইউজ করতে পারেন।

তবে আপনি ১৮০ টাকার নিচে ডলার কিনতে পারবেন না।
Amount এ ক্লিক করএ আপনি যত টাকার কিনতে চান সেটা লিখুন।

এর পরে পাশেই Payment methods দেখবেন সেখানে ক্লিক করে আপনি যেভাবে পেমেন্ট করতে পারবেন সেটা সিলেক্ট করে নিন।

তারপর কনফার্ম করে দিন।
তাহলে আপনার রেকোমেন্ডেড অনুযায়ী এড বা সেলার চলে আসবে তাদের থেকে ডলার কিনে নিতে পারবেন।

যারা কার্ড এপ্লাই করেছেন এবং কার্ড পেয়েছেন তারা যদি ১০ ডলার বোনাস পেতে চান তাহলে অবশ্যই কিছু টাকার ডলার কিনে সর্বনিম্ন দুইটা Transaction করবেন।

Play store বা অন্য কোনো সাইট থেকে হোক ট্রাঞ্জাকশন করলেই হবে। বাংলাদেশী সাইট হলে অন্তত ৬ ডলার ট্রাঞ্জাকশন করবেন।

বোনাস পেতে হলে কার্ড নেওয়ার ৭ দিনের মাঝে ট্রাঞ্জাকশন কমপ্লিট করে নিবেন। তারপর ১৪ দিনের মাঝে আপনি Reward এ ১০ ডলার বোনাস পেয়ে যাবেন।

এর পরেও যরি কারো বুঝতে কোনো অসুবিধা হয় আমাকে কমেন্টে বা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে জানাতে পারেন।

Telegram Channel Link:
এখানে ক্লিক করে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন।