Be a Trainer! Share your knowledge.
Home » Apps review » যাদের BYBIT কার্ড Pending এ আছে তারা যেভাবে সমস্যাটি সমাধান করবেন।

যাদের BYBIT কার্ড Pending এ আছে তারা যেভাবে সমস্যাটি সমাধান করবেন।

আসসালামু আলাইকুম বন্ধুরা,
গতকালকে আমি আপনাদের মাঝে একটি ট্রিকস শেয়ার করেছিলাম সেটি হল কিভাবে আপনি বাংলাদেশ থেকে বাইবিটের ভার্চুয়াল কার্ডটি নিবেন তাও আবার একদম ফ্রিতে।

তো অনেকেই বাইবিটেরএই ভার্চুয়াল কার্ডটি নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছেন।
অনেকেই আমার দেওয়া লিঙ্ক থেকে অ্যাপ্লিকেশন ডাউনলোড করেছেন তারপরে রেজিস্ট্রেশন করেছেন কেওয়াইসি ভেরিফিকেশন করেছেন কিন্তু তারপরেও আপনারা কার্ডটি নিতে পারতেছেন না বা অনেকের কার্ড আপনার পেন্ডিং চলে গেছে।

তাই আমি আজকের এই পোস্টে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের পেন্ডিং এ থাকা কার্ডটি সচল করবেন।

তার আগে আর একটি কথা কি কি কারণে আমাদের কার্ড পেন্ডিং এ চলে যেতে পারে,
আমরা যখন আমাদের কেওয়াইসি সাবমিট করি ,তখন যদি আইডেন্টিফাইটি পুরোপুরি ক্লিয়ার না থাকে অথবা আমরা ডুপ্লিকেট কোন ডকুমেন্ট ব্যবহার করি, তাছাড়া অনেকেই আমরা টেম্পোরারি ভোটার আইডি কার্ড ব্যবহার করে কার্ড এপ্লাই করেছি এ কারণেই আমাদের অনেকের কার্ড পেন্ডিং চলে গেছে।

তাই আমি সাজেস্ট করব ,অন্তত আপনি ভেলিড ভোটার আইডি কার্ড দিয়ে কেওয়াইসি সাবমিট করবেন। তারপর কার্ডের জন্য এপ্লাই করবেন অথবা যাদের স্মার্ট কার্ড আছে, তাদের কার্ড দিয়ে আপনি কেওয়াইসি পূরণ করে তারপর কার্ডের জন্য এপ্লাই করবেন। তাহলে আর কার্ড আপনার পেন্ডিং এ যাবে না আপনি সাথে সাথেই ভার্চুয়াল মাস্টার কার্ড পেয়ে যাবেন।

এবার তাহলে বলি যাদের কার্ড পেন্ডিং এ চলে গেছে তাদেরকে ৭ দিন সময় অপেক্ষা করতে হবে ।সাত দিনের পরেও যদি আপনার কার্ড পেন্ডিং থেকে যায় তাহলে আপনাকে বাইবিটের সাপোর্টে কথা বলতে হবে তাহলে তারা সমস্যাটি সমাধান করে দিবে এবং আপনাকে একটি ভার্চুয়াল কার্ড দিয়ে দিবে।

আর কার্ড পাওয়ার পরে যদি আপনি ১০ ডলার বোনাস পেতে চান ,তাহলে p2p থেকে যেকোনো পরিমাণ ডলার কিনবেন। তারপর কার্ড দিয়ে প্লেস্টোর থেকে বা অন্য যেকোনো প্লাটফর্ম থেকে দুইটা সাকসেসফুল ট্রানজেকশন করবেন তাহলে আপনি কার্ড একটিভ হওয়ার১৪ দিন পরে ১০ ডলার বোনাস পাবেন।

তবে খেয়াল রাখবেন আপনি যখন পারচেজ করবেন বা ট্রানজেকশন করবেন তখন সেগুলো যেন ইন্টারন্যাশনাল সাইট বা অ্যাপ হয়, তাহলে বোনাস পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি এবং আপনি যত বেশি ট্রানজেকশন করবেন বোনাস পাওয়ার সম্ভাবনাটা তত বেশি থাকবে।

বাইবিট অ্যাপ ডাউনলোড করতে ভিজিট করুন।
এখানে ক্লিক করে সরাসরি BYBIT অ্যাপ ডাউনলোড করতে পারবেন

একাউন্ট করে কার্ড এপ্লাই করার সময় আমার রেফার কোডটি ইউজ করতে পারেন।

রেফার কোড: XMGYKL8

আপনাদের কার্ড নিয়ে যে কোনো ধরণের সহযোগিতা করার জন্য আমি আছি।
যে কোনো সমস্যার কথা কমেন্টে আমাকে জানাতে পারেন।

বিভিন্ন ট্রিকস & টিপস পেতে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন।

আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে ক্লিক করুন

ধন্যবাদ সবাইকে।
আশা করছি বুঝতে পারবেন।

1 month ago (Nov 18, 2024)

About Author (61)

M Tazul IslaM
author

>শিখবো নতুন কিছু..!

Trickbd Official Telegram

15 responses to “যাদের BYBIT কার্ড Pending এ আছে তারা যেভাবে সমস্যাটি সমাধান করবেন।”

  1. cawen82950 Contributor says:

    Bangladesh theke bybit card ban.apni hoyto janen na🤣

    • M Tazul IslaM Author Post Creator says:

      আপনি হয়তো জানেন না, বাংলাদেশ থেকে কার্ড চালু হয়েছে। এখন শুধুমাত্র বাংলাদেশ ভোটার আইডি & পাসপোর্ট দিয়ে কার্ড নেওয়া যায়।

    • cawen82950 Contributor says:

      Kobe?

  2. swapan2227 Contributor says:

    virtual card google ads এ add করলে একাউন্ট সাসপেন্ড করে দেয় শুনেছি। এই কার্ড add করলেওকি Google ads account সাসপেন্ড করে দিবে? প্লিজ উত্তরটা দিবেন।

    • M Tazul IslaM Author Post Creator says:

      এটা খুব পাওয়ারফুল কার্ড আমি আজ অব্দি যত কার্ড ব্যবহার করছি সবচেয়ে সেরা কার্ড।
      ডলার লোড ও সবচেয়ে সহজ ও সেইফ।

  3. mdronykhan75612 Contributor says:

    ডলার লোড করে যদি দারাজে ২ টা ট্রানজেকশন করি। তাহলে ১০$ বোনাস পেতে পারি?

    • M Tazul IslaM Author Post Creator says:

      সম্ভাবনা আছে।
      তবে Google Play Store অথবা বিভিন্ন গেম পারচেজে ভালো।

      দারাজে করলে ৬ ডলারের মতো খরচ করবেন কয়েকটা ট্রাঞ্জাকশন এ। এর বেশী করতে পারলে আরোও বেটার।

  4. Md+Tasin+Bin+Rana Contributor says:

    আপনি কথাটা একটু ক্লিয়ার করে বলুন এর আগে মিনিমাম ৬$ পেমেন্ট করলে ১০$ বোনাস দিতো, এখন কি সেইম ৬$ ই নাকি ১-২$ পেমেন্ট করলে প হবে…!

    বাইবিট আইপি ধরে অনেক নট ইলিজিবল একাউন্ট দিয়ে কাজ করলে কি হবে..?

    • M Tazul IslaM Author Post Creator says:

      আমি নিজে প্লে স্টুর থেকে 0.01 দিয়ে ইবুক কিনেছি ৬-৭ টা সেগুলোতে বোনাস পেয়েছি। আবার ৬ ডলার + খরচ করলেও ১০ ডলার বোনাস দেয়। আপনি যত বেশী খরচ করবেন বোনাসের সম্ভাবনা তত বেশী।

      ৬+ করলে বেটার হয়।

  5. Md+Tasin+Bin+Rana Contributor says:

    নট ইলিজিবল একাউন্টে কাজ করলে কি পাবো

  6. cawen82950 Contributor says:

    Vai old card ban hoise, akhn kivabe thik korbo?

  7. Shakil Hasan Contributor says:

    Live chat e kotha bolbo kamne?

    • M Tazul IslaM Author Post Creator says:

      Help Centre এ গেলে Live chat option আসবে।
      সেখানে দুইবার টাইপ করবেন Live chat তাহলেই বলতে পারবেন।

Leave a Reply

Switch To Desktop Version