Site icon Trickbd.com

Picsart এর Premium ভার্সন নিয়ে নিন সম্পূর্ণ বিনামূল্যে।

হ্যালো বন্ধুরা,

আশা করি সবাই ভালো আছেন ।

আজকে আমি আপনাদের মাঝে Picsart অ্যাপ্লিকেশান এর Premium  ভার্সন শেয়ার করব ।

picsart premium trickmost.xyz

অ্যান্ড্রয়েড এর জনপ্রিয় ফটো এডিটর অ্যাপ গুলোর মাঝে Picsart অন্যতম। 

মনোমুগ্ধকর ছবি ইফেক্ট, ড্রয়িং টুল, ফটো এডিটর, কোলাজ মেকার , স্টিকার মেকার, ক্যামেরা, ফটো ফিল্টার, ভিডিও এডিটর, ফ্রি ফটো লাইব্রেরী, ফেইচ এডিটর, বিউটিফাই টুল, এবং আরও অনেক ফিচার রয়েছে এই অ্যাপ্লিকেশানে ! 

PicsArt এর মধ্যে রয়েছে বেশ জনপ্রিয় স্কেচ এফেক্ট, গ্লিচ এফেক্ট, ভিন্টেজ ফিল্টার, অসাধারন স্টিকার,

PicsArt এর কোলাজ নির্মাতা 100 টি ফ্রি টেম্পলেট দিয়ে থাকে এবং PicsArt প্রতিদিন ব্যাকগ্রাউন্ড হিসাবে ইমেজ ব্যবহার করার জন্য অসংখ্য নতুন নতুন ফটো আপলোড করে থাকে।PicsArt এর মাধ্যমে গ্রিড স্টাইলের পিক কোলাজ, টেম্প্লেটেড কোলাজ এবং ফ্রি স্টাইল কোলাজ তৈরি করা যায়।

অসাধারণ বৈশিষ্ট্য সহ, PicsArt এ রয়েছে কাটআউট, ফটো ক্রপ, ফটো ক্লোন, টেক্সট যুক্ত করা এবং কার্ভস সহ বিভিন্ন ধরনের ফিচার। এছারাও রয়েছে আর্টিস্টটিক (এইচডিআর সহ), ফ্রেম, ব্যাকগ্রাউন্ড, বর্ডার, কলআউটস এবং আরও অনেক ফিচার।

PicsArt গোল্ড ব্যবহার কারিদের প্রিমিয়াম স্টিকার, ফন্টস, ফ্রেমস, কলেজ এবং মাস্কস সহ বিভিন্ন সুবিধা দিয়ে থাকে! এই এক্সক্লুসিভ পিক্সআর্ট আইটেমগুলি PicsArt এডিটর এবং রিমিক্সিংয়ে ব্যবহার করা যায়। PicsArt গোল্ড অ্যাডস ফ্রি সফটওয়্যার।



App Name PicsArt
Size 33.36 MB On Play Store
Category Photography
OS Android, iOS, and Windows
Age Rating Rated 12+
Price Free
Developer PicsArt
Get it On

প্রিমিয়াম ভার্সনের সুবিধা গুলো

  1. Premium Features Unlocked
  2. Gold Apk
  3. All Font Unlocked
  4. Filter
  5. No Ads
  6. License Error Fixed

 

Download PicsArt Mod Apk (v14.4.6)

উপরের লিঙ্ক থেকে অ্যাপ টি ডাউনলোড করে নিন ।

ডাউনলোড করে ইন্সটল করে ওপেন করুন।

তারপর skip এ প্রেস করুন।

যে ছবিটি এডিট করতে চান সেটা সিলেক্ট করার জন্য তীর চিহ্নিত স্থানে ক্লিক করুন।

কাঙ্খিত ছবিটি সিলেক্ট করুন।

ফটো এডিটিং করার জন্য অনেক গুলো টুলস পেয়ে যাবেন এখানে। নিছের স্ক্রিনশট লক্ষ করুন।

এখানে অনেক স্টিকার রয়েছে তার মাঝে প্রিমিয়াম গুলোও রয়েছে। যেগুলো ফ্রি তেই ব্যবহার করা যাবে।

তাছারা এখানে আরো অনেক ফিচার রয়েছে সবগুলো বিস্তারিত ভাবে বলা সম্ভব না তাই ছোট খাটো

দু একটা টুলস দেখালাম। এডিট হয়ে গেলে এবার সেইভ করার পালা। সেইভ করার জন্য তীর চিহ্নিত স্থানে ক্লিক করুন।

তারপর Gallery  সিলেক্ট করে Done এ ক্লিক করুন।

আজ এ পর্যন্ত ই। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার এই ছোট্ট টিউটোরিয়াল টি শেষ করছি।

জয় বাংলা।

#Stay Home

#Stay Safe