আশা করি সবাই ভাল আছেন।

আজকে আপনাদের মাঝে শেয়ার করবো যে কিভাবে কম্পিউটার দিয়ে লজিক গেইট তৈরি করবেন।

অনেকেই হয়তো মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে লজিক চিত্র অংকন করার চেষ্টা করেন।

কিন্তু মাইক্রোসফট  ওয়ার্ড দিয়ে লজিক গেইট আকা গেলেও অরিজিনাল লুক পাওয়া যায় না।

কিন্তু আজকের টিউটোরিয়ালের পরে আপনি লজিক গেইট সুন্দর ভাবে অংকন করতে পারবেন।

এই পদ্ধতি টা হয়তো অনেকের ই জানা, আবার হয়তো অনেকেই জানেন না।

যারা জানেন না শুধু তাদের জন্য আজকের এই পোষ্ট টা।

চলুন শুরু করা যাক।

সবার প্রথমে দুটি সফটওয়্যার এর প্রয়োজন হবে।

নিচে দুটি সফটওয়্যার এর ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে।

১. java Runtime

২. Logisim

প্রথমে java Runtime সফটওয়্যার টি ডাউনলোড করুন। নিচের স্ক্রিনশট দেখুন।

ডাউনলোড হয়ে গেলে ইন্সটল করুন। ইন্সটল করার পর কিছু সময় নিবে এবং নিচের স্ক্রিনশট এর মত Downloading Installer লেখা দেখাবে।

ইন্সটল হয়ে গেলে নিচের মত পেইজ শো হবে।

এখন ২ নাম্বার সফটওয়্যার তথা Logisim সফটওয়্যার টা ডাউনলোড করুন।

ডাউনলোড হয়ে গেলে সফটওয়্যার টি রান করুন। রান করার পর আপনাদের সামনে নিচের মত

ইন্টারফেস চলে আসবে।

এখান থেকে ইচ্ছে মত যেকোন প্রকার গেইট অংকন করতে পারবেন। হলুদ রঙ চিহ্নিত স্থান থেকে গেইট টির ইনপুট এবং প্রয়োজন অনু্যায়ী সাইজ নির্ধারন করতে পারবেন।

গেইট তৈরি করা হয়ে গেলে File থেকে  Export image ক্লিক করুন। উপরের স্ক্রিনশট এর মত।

ক্লিক করার সাথে সাথে নিচের ছবির মত একটা পপ আপ শো হবে।

এখান থেকে আপনি আপনার প্রয়োজন মত ছবিটির ফরম্যাট নির্বাচন করে ওকে বাটনে ক্লিক করে

আপনার পিসির ড্রাইভ সিলেক্ট করে সেইভ করুন।

গেইট অংকন করার জন্য এমন আরো অনেক সফটওয়্যার রয়েছে। তবে সেগুলোর মাঝে এটা আমার কাছে বেশি ভাল লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম।

কোন সমস্যা কিংবা কোন প্রশ্ন থাকলে আমার সাথে যোগাযোগ করতে পারেনঃ

Contact via Facebook

ধন্যবাদ ।

আমাদের সাথেই থাকুন।

নতুন নতুন টিউটোরিয়াল পেতে  ভিজিট করুন Trickmost.xyz

5 thoughts on "কম্পিউটার দিয়ে লজিক গেইট (Logic Gate) তৈরি করুন।"

    1. Anik Author Post Creator says:
      Thanks
    1. Anik Author Post Creator says:
      thanks
  1. Fahim Author says:
    Logic Gate জিনিষটা কি ভাইজান?

Leave a Reply